ETV Bharat / bharat

অযোধ্যা : রিভিউ পিটিশন দাখিল করতে চলেছে মুসলিম ল বোর্ড

author img

By

Published : Nov 27, 2019, 3:04 PM IST

সুপ্রিম কোর্টের অযোধ্যা জমি সংক্রান্ত মামলার রায়কে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন জমা দিতে চলেছে অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড ।

ayodhya
অযোধ্যা

দিল্লি, 27 নভেম্বর : সুপ্রিম কোর্টের রায় পর্যালোচনায় এবার রিভিউ পিটিশন জমা দিতে চলেছে অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড । সুপ্রিম কোর্টের অযোধ্যা জমি সংক্রান্ত মামলার রায়কে চ্যালেঞ্জ করে এই পিটিশন জমা দেওয়ার কথা আজ জানায় তারা ।

বিষয়টি জানিয়ে আজ বোর্ডের তরফ থেকে টুইটে লেখা হয়, সাংবিধানিক অধিকার প্রয়োগ করে আমরা ডিসেম্বরের প্রথম সপ্তাহে রিভিউ পিটিশন জমা দেব ।

দিল্লি, 27 নভেম্বর : সুপ্রিম কোর্টের রায় পর্যালোচনায় এবার রিভিউ পিটিশন জমা দিতে চলেছে অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড । সুপ্রিম কোর্টের অযোধ্যা জমি সংক্রান্ত মামলার রায়কে চ্যালেঞ্জ করে এই পিটিশন জমা দেওয়ার কথা আজ জানায় তারা ।

বিষয়টি জানিয়ে আজ বোর্ডের তরফ থেকে টুইটে লেখা হয়, সাংবিধানিক অধিকার প্রয়োগ করে আমরা ডিসেম্বরের প্রথম সপ্তাহে রিভিউ পিটিশন জমা দেব ।

London (UK), Nov 27 (ANI): Members of the Indian diaspora in the UK took out a peaceful candlelight march in London on Tuesday to express solidarity with the victims of 26/11 Mumbai terror attacks. The march, which saw the participation of around 400 people, commenced from Hyde Park Corner and ended at the Pakistan High Commission in London. The participants held placards and posters highlighting Pakistan's state-sponsored terrorism and its involvement in the Mumbai terror attacks.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.