ETV Bharat / bharat

দুর্গাপুজো ও অন্য উৎসবে কী নিয়ম মানতে হবে, নির্দেশিকা কেন্দ্রের - কোভিড নিয়মাবলী

দুর্গাপুজো ও অন্য উৎসবগুলির আগে সতর্ক করে নির্দেশিকা জারি করল কেন্দ্র । মনে করাল সামাজিক দূরত্ব এবং অন্যান্য COVID নিয়মাবলীর কথা ।

durga puja
durga puja
author img

By

Published : Oct 7, 2020, 7:32 AM IST

দিল্লি, 7 অক্টোবর : দুর্গাপুজোর বাকি নেই আর বেশি দিন । একইসঙ্গে নবরাত্রি, দীপাবলির মতোও উৎসবও প্রায় দোরগোড়ায় । উৎসবের হাওয়ায় মেতে ওঠার আগেই রাজ্যগুলিকে আবার সতর্ক করল কেন্দ্র । সংক্রমণের কথা মনে করিয়ে জারি করল নির্দেশিকা । রাজ্যগুলিকে কী কী স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (SOPs) মেনে চলতে হবে, তার তালিকা স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশ করা হয় ।

কোরোনা সংক্রমণে এখনও নিয়ন্ত্রণ নেই । প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা । মৃত্যুর সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে । এই মুহূর্তে উৎসবের মরশুমে সবথেকে বেশি প্রয়োজন সতর্কতা । উৎসবের আয়োজকদের জন্য কয়েকটি নির্দেশিকা কেন্দ্রের তরফে নির্দিষ্ট করে দেওয়া হয় । অর্থাৎ, দুর্গাপুজোর উদ্যোক্তাদেরও সেই নিয়মাবলী মেনে চলতে হবে ।

থার্মাল স্ক্রিনিং-র ব্যবস্থা রাখতে হবে । সামাজিক দূরত্ব মেনে চলতে হবে । অনুষ্ঠানের স্থানকে স্যানিটাইজ় করতে হবে । ধার্মিক অনুষ্ঠান, মেলা, মিছিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে মেনে চলতে হবে এই COVID বিধি নিষেধ । উৎসবে ভিড়ের কথা মাথায় রেখে উদ্যোক্তাদের পরিসরের দিকে নজর দিতে বলেছে কেন্দ্র । অর্থাৎ, যে জায়গায় উৎসব হবে । সেই জায়গা বড় হতে হবে । যাতে কোনওভাবেই মানুষের ভিড় না হয় । সামাজিক দূরত্ব মেনে চলতে হবে প্রত্যেকেই । অন্তত 6 ফুটের সামাজিক দূরত্ব মানতে হবে । প্রত্যেককেই মাস্ক পরতে হবে ।

কেন্দ্রের তরফে যে নিয়মাবলীর উল্লেখ করা হয়েছে :

  1. উৎসব স্থানের পরিসরের দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন । সামাজিক দূরত্ব মেনে চলতে হবে । স্যানিটাইজ়েশনের ব্যবস্থা করতে হবে । থার্মাল স্ক্রিনিং-র ব্যবস্থা রাখতে হবে ।
  2. যদি কয়েকদিন ধরে উৎসব চলে, সেক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম মানার প্রয়োজন আছে । এইক্ষেত্রে দিনে সবসময় একইরকম ভিড় হয় না । দিনের একটি সময়ে ভিড় বেশি হতে পারে । সেই কথা মাথায় রেখেই ব্যবস্থা নিতে হবে । ভিড় নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্ব দিতে হবে ।
  3. প্রতিমা নিরঞ্জন বা অন্য মিছিলের ক্ষেত্রেও যথেষ্ট ভিড় করলে চলবে না । নির্দিষ্ট সংখ্যক মানুষ থাকবেন । মাস্ক পরতে হবে । সামাজিক দূরত্ব মেনে চলতে হবে ।
  4. ভলান্টিয়ারদের নিজস্ব দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে । থার্মাল স্ক্রিনিং, সামাজিক দূরত্ব প্রত্যেকে মেনে চলছে কি না নজর রাখতে হবে । স্যানিটাইজ়েশনের দিকেও গুরুত্ব দিতে হবে ।
  5. নাটক এবং ছবির শিল্পীদের মঞ্চে পরিবেশনার ক্ষেত্রেও নির্দেশিকা জারি থাকবে ।
  6. কোরোনা সংক্রমণে সন্দেহজনক ব্যক্তির জন্য আইসোলেশনের ব্যবস্থা করতে হবে ।
  7. নিকটাবর্তী হাসপাতালগুলির সঙ্গে যোগাযোগ রাখতে হবে উৎসব উদ্যোক্তাদের । চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে অনুষ্ঠান স্থানেও ।

দিল্লি, 7 অক্টোবর : দুর্গাপুজোর বাকি নেই আর বেশি দিন । একইসঙ্গে নবরাত্রি, দীপাবলির মতোও উৎসবও প্রায় দোরগোড়ায় । উৎসবের হাওয়ায় মেতে ওঠার আগেই রাজ্যগুলিকে আবার সতর্ক করল কেন্দ্র । সংক্রমণের কথা মনে করিয়ে জারি করল নির্দেশিকা । রাজ্যগুলিকে কী কী স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (SOPs) মেনে চলতে হবে, তার তালিকা স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশ করা হয় ।

কোরোনা সংক্রমণে এখনও নিয়ন্ত্রণ নেই । প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা । মৃত্যুর সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে । এই মুহূর্তে উৎসবের মরশুমে সবথেকে বেশি প্রয়োজন সতর্কতা । উৎসবের আয়োজকদের জন্য কয়েকটি নির্দেশিকা কেন্দ্রের তরফে নির্দিষ্ট করে দেওয়া হয় । অর্থাৎ, দুর্গাপুজোর উদ্যোক্তাদেরও সেই নিয়মাবলী মেনে চলতে হবে ।

থার্মাল স্ক্রিনিং-র ব্যবস্থা রাখতে হবে । সামাজিক দূরত্ব মেনে চলতে হবে । অনুষ্ঠানের স্থানকে স্যানিটাইজ় করতে হবে । ধার্মিক অনুষ্ঠান, মেলা, মিছিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে মেনে চলতে হবে এই COVID বিধি নিষেধ । উৎসবে ভিড়ের কথা মাথায় রেখে উদ্যোক্তাদের পরিসরের দিকে নজর দিতে বলেছে কেন্দ্র । অর্থাৎ, যে জায়গায় উৎসব হবে । সেই জায়গা বড় হতে হবে । যাতে কোনওভাবেই মানুষের ভিড় না হয় । সামাজিক দূরত্ব মেনে চলতে হবে প্রত্যেকেই । অন্তত 6 ফুটের সামাজিক দূরত্ব মানতে হবে । প্রত্যেককেই মাস্ক পরতে হবে ।

কেন্দ্রের তরফে যে নিয়মাবলীর উল্লেখ করা হয়েছে :

  1. উৎসব স্থানের পরিসরের দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন । সামাজিক দূরত্ব মেনে চলতে হবে । স্যানিটাইজ়েশনের ব্যবস্থা করতে হবে । থার্মাল স্ক্রিনিং-র ব্যবস্থা রাখতে হবে ।
  2. যদি কয়েকদিন ধরে উৎসব চলে, সেক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম মানার প্রয়োজন আছে । এইক্ষেত্রে দিনে সবসময় একইরকম ভিড় হয় না । দিনের একটি সময়ে ভিড় বেশি হতে পারে । সেই কথা মাথায় রেখেই ব্যবস্থা নিতে হবে । ভিড় নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্ব দিতে হবে ।
  3. প্রতিমা নিরঞ্জন বা অন্য মিছিলের ক্ষেত্রেও যথেষ্ট ভিড় করলে চলবে না । নির্দিষ্ট সংখ্যক মানুষ থাকবেন । মাস্ক পরতে হবে । সামাজিক দূরত্ব মেনে চলতে হবে ।
  4. ভলান্টিয়ারদের নিজস্ব দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে । থার্মাল স্ক্রিনিং, সামাজিক দূরত্ব প্রত্যেকে মেনে চলছে কি না নজর রাখতে হবে । স্যানিটাইজ়েশনের দিকেও গুরুত্ব দিতে হবে ।
  5. নাটক এবং ছবির শিল্পীদের মঞ্চে পরিবেশনার ক্ষেত্রেও নির্দেশিকা জারি থাকবে ।
  6. কোরোনা সংক্রমণে সন্দেহজনক ব্যক্তির জন্য আইসোলেশনের ব্যবস্থা করতে হবে ।
  7. নিকটাবর্তী হাসপাতালগুলির সঙ্গে যোগাযোগ রাখতে হবে উৎসব উদ্যোক্তাদের । চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে অনুষ্ঠান স্থানেও ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.