ETV Bharat / bharat

সেলে চেয়ার ও বালিশ সরিয়ে নেওয়ায় পিঠে ব্যথা, আদালতে অভিযোগ চিদম্বরমের - কপিল সিব্বল

সেল থেকে চেয়ার ও বালিশ সরিয়ে নেওয়ায় পিঠে ব্যথা হচ্ছে । তাই AIIMS-এ স্বাস্থ্য পরীক্ষার জন্য আদালতের কাছে অনুরোধ জানান কংগ্রেস নেতা পি চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল ।

After Chair, Pillow Removed In Jail, P Chidambaram To Court
author img

By

Published : Sep 19, 2019, 5:22 PM IST

দিল্লি, 19 সেপ্টেম্বর : সেলে থেকে চেয়ার, বালিশ সরিয়ে নেওয়া হয়েছে । আজ CBI-এর বিশেষ আদালতে অভিযোগ করলেন কংগ্রেস নেতা পি চিদম্বরম । সেই কারণে তাঁর পিঠে ব্যথাও হচ্ছে । তাই AIIMS-এ স্বাস্থ্য পরীক্ষার জন্য আদালতের কাছে অনুরোধ জানান তাঁর আইনজীবী কপিল সিব্বল । সেই আবেদনে সাড়া না দিয়ে চিদম্বরমের 3 অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেপাজতের নির্দেশ দেন বিচারক ।

আজ আদালতে চিদম্বরম বলেন, "আমার ঘরের বাইরে একটি চেয়ার রাখা ছিল । দিনের বেলা সেখানে বসে থাকতাম । তিনদিন হল চেয়ারটা সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে । আমি সেখানে বসতাম বলেই এটা করা হয়েছে । আমাকে বালিশও দেওয়া হয়নি ।" তবে চিদম্বরমের এই বক্তব্যের প্রেক্ষিতে সরকার পক্ষের হয়ে সওয়ালকারী সলিসিটর জেনেরাল তুষার মেহতা বলেন, "এটা খুবই নগন্য বিষয় । সেই ঘরে আগেও কোনও চেয়ার ছিল না । এই বিষয়টাকে বড় করে দেখানোর কোনও মানে হয় না ।"

5 সেপ্টেম্বর থেকে তিহার জেলে রয়েছেন চিদম্বরম । এর আগে 15 দিন CBI হেপাজতেও কাটিয়েছেন । তাঁর বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন 2007 সালে বিদেশ থেকে 305 কোটি টাকার তহবিল পাওয়ার জন্য INX মিডিয়াকে বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছিলেন তিনি । এর বিনিময়ে তাঁর ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে না কি বিরাট অঙ্কের ঘুষ দেয় INX মিডিয়া । যদিও চিদম্বরম ও তাঁর ছেলে সেই অভিযোগ অস্বীকার করেছেন ।

চিদম্বরমের বিরুদ্ধে এয়ারসেল-ম্যাক্সিস মামলাতেও ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে । 2006 সালে 800 মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের ছাড়পত্র দেন তৎকালীন অর্থমন্ত্রী চিদম্বরম । প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটি থেকে এ বিষয়ে অনুমোদনের কথা থাকলেও অর্থমন্ত্রক থেকে অবৈধভাবে অনুমতি দেওয়া হয় বলে দাবি CBI-এর । ওই চুক্তির ভিত্তিতে 3 হাজার 500 কোটি টাকার এয়ারসেল-ম্যাক্সিস সমঝোতা হয় । তবে এই মুহূর্তে এয়ারসেল-ম্যাক্সিস মামলায় আগাম জামিন পেয়েছেন তিনি ।

দিল্লি, 19 সেপ্টেম্বর : সেলে থেকে চেয়ার, বালিশ সরিয়ে নেওয়া হয়েছে । আজ CBI-এর বিশেষ আদালতে অভিযোগ করলেন কংগ্রেস নেতা পি চিদম্বরম । সেই কারণে তাঁর পিঠে ব্যথাও হচ্ছে । তাই AIIMS-এ স্বাস্থ্য পরীক্ষার জন্য আদালতের কাছে অনুরোধ জানান তাঁর আইনজীবী কপিল সিব্বল । সেই আবেদনে সাড়া না দিয়ে চিদম্বরমের 3 অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেপাজতের নির্দেশ দেন বিচারক ।

আজ আদালতে চিদম্বরম বলেন, "আমার ঘরের বাইরে একটি চেয়ার রাখা ছিল । দিনের বেলা সেখানে বসে থাকতাম । তিনদিন হল চেয়ারটা সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে । আমি সেখানে বসতাম বলেই এটা করা হয়েছে । আমাকে বালিশও দেওয়া হয়নি ।" তবে চিদম্বরমের এই বক্তব্যের প্রেক্ষিতে সরকার পক্ষের হয়ে সওয়ালকারী সলিসিটর জেনেরাল তুষার মেহতা বলেন, "এটা খুবই নগন্য বিষয় । সেই ঘরে আগেও কোনও চেয়ার ছিল না । এই বিষয়টাকে বড় করে দেখানোর কোনও মানে হয় না ।"

5 সেপ্টেম্বর থেকে তিহার জেলে রয়েছেন চিদম্বরম । এর আগে 15 দিন CBI হেপাজতেও কাটিয়েছেন । তাঁর বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন 2007 সালে বিদেশ থেকে 305 কোটি টাকার তহবিল পাওয়ার জন্য INX মিডিয়াকে বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছিলেন তিনি । এর বিনিময়ে তাঁর ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে না কি বিরাট অঙ্কের ঘুষ দেয় INX মিডিয়া । যদিও চিদম্বরম ও তাঁর ছেলে সেই অভিযোগ অস্বীকার করেছেন ।

চিদম্বরমের বিরুদ্ধে এয়ারসেল-ম্যাক্সিস মামলাতেও ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে । 2006 সালে 800 মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের ছাড়পত্র দেন তৎকালীন অর্থমন্ত্রী চিদম্বরম । প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটি থেকে এ বিষয়ে অনুমোদনের কথা থাকলেও অর্থমন্ত্রক থেকে অবৈধভাবে অনুমতি দেওয়া হয় বলে দাবি CBI-এর । ওই চুক্তির ভিত্তিতে 3 হাজার 500 কোটি টাকার এয়ারসেল-ম্যাক্সিস সমঝোতা হয় । তবে এই মুহূর্তে এয়ারসেল-ম্যাক্সিস মামলায় আগাম জামিন পেয়েছেন তিনি ।

Shivamogga (Karnataka), Sep 19 (ANI): A man has given triple talaq to his wife through WhatsApp voice message from Dubai. Her wife resides in Karnataka's Shivamogga. Later, the victim lodged a complaint in women's police station Shivamogga. After that her husband forced her to withdraw the complaint and stop sending money. "I don't accept this divorce. I have registered a case. Police said that they can't do anything as my husband stays in Dubai," said Victim.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.