ETV Bharat / bharat

বাবুলকে আইনি নোটিস অভিষেকের

author img

By

Published : Sep 19, 2020, 8:50 PM IST

তৃণমূল সুপ্রিমো ও তাঁর বিরুদ্ধে মানহানিকর বিবৃতি দেওয়ার অভিযোগে বাবুল সুপ্রিয়কে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

babul
babul

দিল্লি, 19 সেপ্টেম্বর : বাবুল সুপ্রিয়কে আইনি নোটিস পাঠালেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় । তৃণমূল সুপ্রিমো ও তাঁর বিরুদ্ধে মানহানিকর বিবৃতি দেওয়ার অভিযোগে বাবুল সুপ্রিয়কে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেন তৃণমূল সাংসদ ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য নিয়ে টুইটে 'অমানবিক মুখ্যমন্ত্রী' বলে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছিলেন BJP নেতা বাবুল সুপ্রিয় । তাঁর সেই টুইটেই ক্ষুব্ধ লোকসভার তৃণমূল সাংসদ । তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অপমান করেছেন বাবুল । অভিষেকের হয়ে তাঁর আইনজীবী সঞ্জয় বসু বাবুলকে আইনি নোটিস পাঠান আজ ।

ওই নোটিসে বাবুলকে 72 ঘণ্টার মধ্যে টুইটটি ডিলিট করে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে । অভিষেকের আইনজীবী নোটিসে বলেন, "আমার মক্কেল সম্পর্কে আপনার মিথ্যা মন্তব্যে জনগণের কাছে ভুল বার্তা গেছে। এর ফলে আমার মক্কেলের সামাজিক মর্যাদা, খ্যাতি ও সম্মানের ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে।" নোটিসে বলা হয়েছে, অভিষেক তাঁর বক্তৃতায় ‘অমানবিক মুখ্যমন্ত্রী’ শব্দবন্ধটি ব্যবহার করেননি । তিনি বলেছিলেন, ‘‘আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর অমানবিক এবং অক্লান্ত পরিশ্রমে।’’

কিন্তু, সেই বক্তব্যকে বিকৃত করা হয়েছে বলে অভিযোগ । তাই, নিঃশর্ত ক্ষমার দাবিতে বাবুলকে আইনি নোটিস পাঠিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ ।

দিল্লি, 19 সেপ্টেম্বর : বাবুল সুপ্রিয়কে আইনি নোটিস পাঠালেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় । তৃণমূল সুপ্রিমো ও তাঁর বিরুদ্ধে মানহানিকর বিবৃতি দেওয়ার অভিযোগে বাবুল সুপ্রিয়কে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেন তৃণমূল সাংসদ ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য নিয়ে টুইটে 'অমানবিক মুখ্যমন্ত্রী' বলে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছিলেন BJP নেতা বাবুল সুপ্রিয় । তাঁর সেই টুইটেই ক্ষুব্ধ লোকসভার তৃণমূল সাংসদ । তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অপমান করেছেন বাবুল । অভিষেকের হয়ে তাঁর আইনজীবী সঞ্জয় বসু বাবুলকে আইনি নোটিস পাঠান আজ ।

ওই নোটিসে বাবুলকে 72 ঘণ্টার মধ্যে টুইটটি ডিলিট করে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে । অভিষেকের আইনজীবী নোটিসে বলেন, "আমার মক্কেল সম্পর্কে আপনার মিথ্যা মন্তব্যে জনগণের কাছে ভুল বার্তা গেছে। এর ফলে আমার মক্কেলের সামাজিক মর্যাদা, খ্যাতি ও সম্মানের ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে।" নোটিসে বলা হয়েছে, অভিষেক তাঁর বক্তৃতায় ‘অমানবিক মুখ্যমন্ত্রী’ শব্দবন্ধটি ব্যবহার করেননি । তিনি বলেছিলেন, ‘‘আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর অমানবিক এবং অক্লান্ত পরিশ্রমে।’’

কিন্তু, সেই বক্তব্যকে বিকৃত করা হয়েছে বলে অভিযোগ । তাই, নিঃশর্ত ক্ষমার দাবিতে বাবুলকে আইনি নোটিস পাঠিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.