ETV Bharat / bharat

উত্তর দিনাজপুরে কুইক রেসপন্স টিমের টহল - রায়গঞ্জ জেলা পুলিশের সুপার সুমিত কুমার

নাগরিকত্ব (সংশোধিত) আইন-এর প্রতিবাদে উত্তপ্ত রায়গঞ্জ । বাস ভাঙচুর , রেল স্টেশনে অগ্নি সংযোগের ঘটনা ঘটে । এর ফলে সাধারণ মানুষ আতঙ্কিত । রায়গঞ্জ পুলিশ জেলায় শান্তি ফিরিয়ে আনতে কুইক রেসপন্স টিমের টহল জোরদার করল । রেল স্টেশন বাস টার্মিনাসসহ বিভিন্ন এলাকায় নিত্য টহলদারি জোরদার করা হচ্ছে । নতুন করে যাতে অশান্তি না ছড়ায় তা নিশ্চিত করতে রায়গঞ্জ জেলা পুলিশ কুইক রেসপন্স টিম তৈরি করল রায়গঞ্জ জেলা পুলিশ । জেলা পুলিশ বিভিন্ন এলাকায় গোয়েন্দা দলকেও সতর্ক করেছে । রেলস্টেশনগুলিতে বাড়তি সতর্কতা রাখা হয়েছে । দিনভর জেলার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে তারা ।

A quick response team patrol
বাস ধর্মঘট
author img

By

Published : Dec 20, 2019, 11:37 PM IST

রায়গঞ্জ, ২০ ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধিত) আইন-এর প্রতিবাদে উত্তপ্ত রায়গঞ্জ । বাস ভাঙচুর , রেল স্টেশনে অগ্নি সংযোগের ঘটনা ঘটে । এর ফলে সাধারণ মানুষ আতঙ্কিত । রায়গঞ্জ পুলিশ জেলায় শান্তি ফিরিয়ে আনতে কুইক রেসপন্স টিমের টহল জোরদার করল । রেলস্টেশন বাস টার্মিনাসসহ বিভিন্ন এলাকায় নিত্য টহলদারি জোরদার করা হচ্ছে । নতুন করে যাতে অশান্তি না ছড়ায় তা নিশ্চিত করতে রায়গঞ্জ জেলা পুলিশ কুইক রেসপন্স টিম তৈরি করল রায়গঞ্জ জেলা পুলিশ । জেলা পুলিশ বিভিন্ন এলাকায় গোয়েন্দা দলকেও সতর্ক করেছে । রেলস্টেশনগুলিতে বাড়তি সতর্কতা রাখা হয়েছে । দিনভর জেলার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে তারা ।

এবিষয়ে রায়গঞ্জ জেলা পুলিশের সুপার সুমিত কুমার বলেন, "যেন কোনওভাবেই রায়গঞ্জে নতুন করে অশান্তি না ছড়ায় সে বিষয়ে সতর্কতা বজায় রাখা হয়েছে । । ইতিমধ্যেই ১৮টি কুইক রেসপন্স টিম জেলার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে ।" কোনও গুজবেই যাতে কেউ কান না দেয় তার জন্য পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছে ।

জেলায় শান্তি ফেরাতে কুইক রেসপন্স টিমের টহল

উল্লেখ্য, জেলায় অশান্তির জেরে বিভিন্ন এলাকায় মোট নয়টি বেসরকারি বাস ভাঙচুরের ঘটনা ঘটে । এই ঘটনায় উদ্বিগ্ন বাস মালিক সংগঠন । তারা ইতিমধ্যে বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছে বলে দাবি করেছে । এরপর যদি আর কোনও বাস ভাঙচুর চালানো হয় তবে পুরোপুরি বাস পরিষেবা বন্ধ করার হুমকিও দিয়েছে তারা । সম্প্রতি জেলার বিভিন্ন জায়গায় বেসরকারি বাস ও সরকারি বাস ভাঙচুরের ঘটনায় চিন্তিত বাস মালিক সংগঠন । তারা জেলাশাসক এবং পুলিশ সুপারের কাছে সমস্ত ঘটনা জানিয়েছে ।

এই বিষয়ে উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওয়েলফেয়ার অরগানাইজ়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক বলেন, " যবে থেকে নাগরিকত্ব সংশোধনী আইন এবং NRC-র বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে আমাদের জেলায় নয়টি বাস ভেঙে দেওয়া হয়েছে। আমাদের কোনও নিরাপত্তা নেই এবং ইনসুরেন্সের টাকাও পাচ্ছি না। আমরা এই বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আগামীতে আবার ভাঙচুর হলে আমরা বাস চালাব না।"

রায়গঞ্জ, ২০ ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধিত) আইন-এর প্রতিবাদে উত্তপ্ত রায়গঞ্জ । বাস ভাঙচুর , রেল স্টেশনে অগ্নি সংযোগের ঘটনা ঘটে । এর ফলে সাধারণ মানুষ আতঙ্কিত । রায়গঞ্জ পুলিশ জেলায় শান্তি ফিরিয়ে আনতে কুইক রেসপন্স টিমের টহল জোরদার করল । রেলস্টেশন বাস টার্মিনাসসহ বিভিন্ন এলাকায় নিত্য টহলদারি জোরদার করা হচ্ছে । নতুন করে যাতে অশান্তি না ছড়ায় তা নিশ্চিত করতে রায়গঞ্জ জেলা পুলিশ কুইক রেসপন্স টিম তৈরি করল রায়গঞ্জ জেলা পুলিশ । জেলা পুলিশ বিভিন্ন এলাকায় গোয়েন্দা দলকেও সতর্ক করেছে । রেলস্টেশনগুলিতে বাড়তি সতর্কতা রাখা হয়েছে । দিনভর জেলার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে তারা ।

এবিষয়ে রায়গঞ্জ জেলা পুলিশের সুপার সুমিত কুমার বলেন, "যেন কোনওভাবেই রায়গঞ্জে নতুন করে অশান্তি না ছড়ায় সে বিষয়ে সতর্কতা বজায় রাখা হয়েছে । । ইতিমধ্যেই ১৮টি কুইক রেসপন্স টিম জেলার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে ।" কোনও গুজবেই যাতে কেউ কান না দেয় তার জন্য পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছে ।

জেলায় শান্তি ফেরাতে কুইক রেসপন্স টিমের টহল

উল্লেখ্য, জেলায় অশান্তির জেরে বিভিন্ন এলাকায় মোট নয়টি বেসরকারি বাস ভাঙচুরের ঘটনা ঘটে । এই ঘটনায় উদ্বিগ্ন বাস মালিক সংগঠন । তারা ইতিমধ্যে বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছে বলে দাবি করেছে । এরপর যদি আর কোনও বাস ভাঙচুর চালানো হয় তবে পুরোপুরি বাস পরিষেবা বন্ধ করার হুমকিও দিয়েছে তারা । সম্প্রতি জেলার বিভিন্ন জায়গায় বেসরকারি বাস ও সরকারি বাস ভাঙচুরের ঘটনায় চিন্তিত বাস মালিক সংগঠন । তারা জেলাশাসক এবং পুলিশ সুপারের কাছে সমস্ত ঘটনা জানিয়েছে ।

এই বিষয়ে উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওয়েলফেয়ার অরগানাইজ়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক বলেন, " যবে থেকে নাগরিকত্ব সংশোধনী আইন এবং NRC-র বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে আমাদের জেলায় নয়টি বাস ভেঙে দেওয়া হয়েছে। আমাদের কোনও নিরাপত্তা নেই এবং ইনসুরেন্সের টাকাও পাচ্ছি না। আমরা এই বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আগামীতে আবার ভাঙচুর হলে আমরা বাস চালাব না।"

Intro:রায়গঞ্জ,২০ ডিসেম্বরঃ- রায়গঞ্জে অশান্তি এড়াতে বাড়ানো হল বাহিনী।রেল স্টেশন বাস টার্মিনাসসহ বিভিন্ন এলাকায় নিত্য টহলদারি জোরদার করা হচ্ছে। নতুন করে যাতে অশান্তি না ছড়ায় তা নিশ্চিত করতে রায়গঞ্জ জেলা পুলিশ কুইক রেসপন্স টিম তৈরী করলো রায়গঞ্জ জেলা পুলিশ। জেলা পুলিশ বিভিন্ন এলাকায় গোয়েন্দা দলকেও সজাগ রেখেছে তারা। যেহেতু রেলস্টেশন গুলিতে আগে ঝামেলা আগুনে পরিবর্তন হয়েছিলো, সে বিষয়টিকে মাথায় রেখে রেল স্টেশনে বাড়ানো হয়েছে বিশেষ বাহিনী। দিনভর জেলার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে তারা। এবিষয়ে রায়গঞ্জ জেলা পুলিশের সুপার সুমিত কুমার বলেন, যেন কোন ভাবেই রায়গঞ্জ জেলা পুলিশ এলাকায় নতুন করে অশান্তি না ছড়ায় সে বিষয়ে সচেষ্ট রয়েছি আমরা। ইতিমধ্যেই ১৮টি কুইক রেসপন্স টিম জেলার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে। কোনভাবেই কোন গুজবেই যাতে কেউ কান না দেয় তার আবেদন করা হচ্ছে। সমস্ত ধরনের নজরদারি চালাচ্ছি আমরা।Body:আখConclusion:আখ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.