ETV Bharat / bharat

সাবধান, হোয়াটসঅ্য়াপে ফাঁদ পাতছে প্রতারকরা - Whatsapp beta info

হোয়াটসঅ্যাপের তরফে গতকাল টুইট করে জানিয়ে দেওয়া হয়, হোয়াটসঅ্যাপ কোনও ধরনের কোড বা ভেরিফিকেশন কোড ব্যক্তিগত নম্বরে পাঠাচ্ছে না । যদিও কোনও কারণে পাঠায়, তাহলে অ্যাকাউন্টটির পাশে একটি সবুজ টিক দেখাবে যাতে বোঝা যায়, সেটি একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট ।

Representational Image
ছবিটি প্রতীকী
author img

By

Published : May 30, 2020, 2:20 PM IST

দিল্লি, 30 মে : লকডাউনে বেড়েছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা । যাকে টার্গেট করে প্রতারণার নিত্যনতুন ফাঁদ পাতছে অপরাধীরা । হোয়াটসঅ্যাপ বেটা ইনফো (যারা এই অ্যাপটির বিভিন্ন বিষয় দেখাশোনা করে) গতকাল একটি টুইট করে এবিষয়ে জানায় । লেখে, হোয়াটসঅ্যাপ কখনও আপনার তথ্য বা ভেরিফিকেশন কোড জানতে চাইবে না ।

সম্প্রতি দারিয়ো নাভারো নামে একজন হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পান । যাতে লেখা ছিল, হোয়াটসঅ্যাপের টেকনিক্যাল টিম থেকে কথা বলছে তারা । ওই নম্বরটি থেকে নাভারোকে ব্যক্তিগত নম্বরে একটি ছ'ডিজিটের কোড পাঠানো হয় । পরিচয় নিশ্চিত করার জন্য ওই কোডটি বলতে বলা হয় । যে নম্বরটি থেকে এই মেসেজ করা হচ্ছিল, তাদের প্রোফাইল পিকচারে হোয়াটসঅ্যাপেরই ছবি ছিল । তাই তৎক্ষণাৎ মেসেজটি দেখে নাভারোর মাথায় আসেনি সেটি প্রতারণা । এবং কোডটি দিলে তথ্য ফাঁস হয়ে যেতে পারে ।

পরে তিনি বিষয়টি নিয়ে হোয়াটসঅ্যাপ বেটা ইনফো'র ওয়েবসাইটে জানান । প্রশ্ন করেন, হোয়াটসঅ্যাপ কী নতুন করে ফোন নম্বরে ভেরিভিকেশন কোড পাঠাচ্ছে ? তার পরিপ্রেক্ষিতেই তদন্তে নামে এই সংস্থা । দেখা যায়, এটি একটি নতুন প্রতারণার ছক । সংস্থার তরফে গতকাল টুইট করে জানিয়ে দেওয়া হয়, হোয়াটসঅ্যাপ কোনও ধরনের কোড বা ভেরিফিকেশন কোড ব্যক্তিগত নম্বরে পাঠাচ্ছে না । যদিও কোনও কারণে পাঠায়, তাহলে অ্যাকাউন্টটির পাশে একটি সবুজ টিক দেখাবে যাতে বোঝা যায়, সেটি একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট ।

সংস্থাটির তরফে বলা হয়, "যদি আপনি আপনার অ্যাকাউন্ট সেফ রাখতে চান, তাহলে কোনও ধরনের কোড কারও সঙ্গে শেয়ার করবেন না । যদি এমন কোনও মেসেজ পান, এড়িয়ে যান । "

দিল্লি, 30 মে : লকডাউনে বেড়েছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা । যাকে টার্গেট করে প্রতারণার নিত্যনতুন ফাঁদ পাতছে অপরাধীরা । হোয়াটসঅ্যাপ বেটা ইনফো (যারা এই অ্যাপটির বিভিন্ন বিষয় দেখাশোনা করে) গতকাল একটি টুইট করে এবিষয়ে জানায় । লেখে, হোয়াটসঅ্যাপ কখনও আপনার তথ্য বা ভেরিফিকেশন কোড জানতে চাইবে না ।

সম্প্রতি দারিয়ো নাভারো নামে একজন হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পান । যাতে লেখা ছিল, হোয়াটসঅ্যাপের টেকনিক্যাল টিম থেকে কথা বলছে তারা । ওই নম্বরটি থেকে নাভারোকে ব্যক্তিগত নম্বরে একটি ছ'ডিজিটের কোড পাঠানো হয় । পরিচয় নিশ্চিত করার জন্য ওই কোডটি বলতে বলা হয় । যে নম্বরটি থেকে এই মেসেজ করা হচ্ছিল, তাদের প্রোফাইল পিকচারে হোয়াটসঅ্যাপেরই ছবি ছিল । তাই তৎক্ষণাৎ মেসেজটি দেখে নাভারোর মাথায় আসেনি সেটি প্রতারণা । এবং কোডটি দিলে তথ্য ফাঁস হয়ে যেতে পারে ।

পরে তিনি বিষয়টি নিয়ে হোয়াটসঅ্যাপ বেটা ইনফো'র ওয়েবসাইটে জানান । প্রশ্ন করেন, হোয়াটসঅ্যাপ কী নতুন করে ফোন নম্বরে ভেরিভিকেশন কোড পাঠাচ্ছে ? তার পরিপ্রেক্ষিতেই তদন্তে নামে এই সংস্থা । দেখা যায়, এটি একটি নতুন প্রতারণার ছক । সংস্থার তরফে গতকাল টুইট করে জানিয়ে দেওয়া হয়, হোয়াটসঅ্যাপ কোনও ধরনের কোড বা ভেরিফিকেশন কোড ব্যক্তিগত নম্বরে পাঠাচ্ছে না । যদিও কোনও কারণে পাঠায়, তাহলে অ্যাকাউন্টটির পাশে একটি সবুজ টিক দেখাবে যাতে বোঝা যায়, সেটি একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট ।

সংস্থাটির তরফে বলা হয়, "যদি আপনি আপনার অ্যাকাউন্ট সেফ রাখতে চান, তাহলে কোনও ধরনের কোড কারও সঙ্গে শেয়ার করবেন না । যদি এমন কোনও মেসেজ পান, এড়িয়ে যান । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.