ETV Bharat / bharat

অসুস্থ মাকে দেখতে 1400 কিলোমিটার রাস্তা সাইকেলে সফর যুবকের - অসুস্থ মাকে দেখতে 1400 কিলোমিটার পথ সাইকেলে অতিক্রম যুবকরে

খবরটা পান ফোনে । মা অসুস্থ । তারপর কোনও সময় নষ্ট না করে পুরানো সাইকেল কিনে মুম্বই থেকে উত্তরপ্রদেশে নিজের বাড়ির পথে রওনা দেন । অবশেষে 1400 কিলোমিটার রাস্তা অতিক্রম করে গতকাল বাড়ি পৌঁছান তিনি ।

Sanjay from Uttarpradesh
উত্তরপ্রদেশের সঞ্জয়
author img

By

Published : Apr 27, 2020, 11:42 AM IST

দাদরি(উত্তরপ্রদেশ), 27 এপ্রিল : সিনেমার অডিশন দিতে গেছিলেন মুম্বইয়ে । কিন্তু হঠাৎ লকডাউন শুরু হওয়ায় আটকে পড়েন । এরই মাঝে খবর পান মা গুরুতর অসুস্থ । তখন থেকেই মা-কে দেখার জন্য মন ছটফট করতে থাকে । তাই মায়ের কাছে ফিরবেন বলে অনলাইনে একটি পুরানো সাইকেল কেনেন । মুম্বই থেকে রওনা দেন উত্তরপ্রদেশে নিজের বাড়ির উদ্দেশে । অবশেষে গতকাল 1400 কিলোমিটার রাস্তা সাইকেলে সফর করে বাড়ি ফেরেন । দেখা পান মায়ের।

উত্তরপ্রদেশের দাদরির বাসিন্দা সঞ্জয় রামফল । তিন মাস আগে একটি সিনেমার জন্য অডিশন দিতে মুম্বইয়ে গেছিলেন । কিন্তু লকডাউনে আটকে পড়েন । তারই মাঝে ফোনে খবর পান মা গুরুতর অসুস্থ । দুশ্চিন্তায় থাকতে পারছিলেন না । মায়ের জন্য মন ছটফট করছিল । তাই সময় নষ্ট না করে অনলাইনে পুরানো সাইকেল কেনেন । তারপর ওই সাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন ।

11 এপ্রিল মুম্বই থেকে রওনা দেন তিনি । প্রতিদিন প্রায় 80-90 কিলোমিটার রাস্তা সাইকেলে সফর করতেন । তারপর সামান্য বিশ্রাম নিয়ে ফের সফর শুরু করতেন । মাঝপথে পুলিশের নাকা চেকিং থেকে শুরু করে অন্যান্য অনেক সমস্যার সম্মুখীন হন । কিন্তু মায়ের প্রতি ভালোবাসায় সেইসব সমস্যাকে সহজেই তিনি অতিক্রম করেন । 16 দিনের মাথায় 1400 কিলোমিটার রাস্তা অতিক্রম করে দাদরিতে নিজের বাড়িতে এসে পৌঁছান সঞ্জয় ।

মা-কে দেখে নিশ্চিন্ত । তবে, এতকিছুর মাঝে নিজের নাগরিক হওয়ার কর্তব্য পালন করতে ভোলেননি সঞ্জয় । নিয়ম মেনে দাদরি পৌঁছেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যান । সেখানকার চিকিৎসকের দেওয়া নির্দেশমতো আপাতত 14 দিনের হোম কোয়ারানটিনে থাকবেন তিনি ।

দাদরি(উত্তরপ্রদেশ), 27 এপ্রিল : সিনেমার অডিশন দিতে গেছিলেন মুম্বইয়ে । কিন্তু হঠাৎ লকডাউন শুরু হওয়ায় আটকে পড়েন । এরই মাঝে খবর পান মা গুরুতর অসুস্থ । তখন থেকেই মা-কে দেখার জন্য মন ছটফট করতে থাকে । তাই মায়ের কাছে ফিরবেন বলে অনলাইনে একটি পুরানো সাইকেল কেনেন । মুম্বই থেকে রওনা দেন উত্তরপ্রদেশে নিজের বাড়ির উদ্দেশে । অবশেষে গতকাল 1400 কিলোমিটার রাস্তা সাইকেলে সফর করে বাড়ি ফেরেন । দেখা পান মায়ের।

উত্তরপ্রদেশের দাদরির বাসিন্দা সঞ্জয় রামফল । তিন মাস আগে একটি সিনেমার জন্য অডিশন দিতে মুম্বইয়ে গেছিলেন । কিন্তু লকডাউনে আটকে পড়েন । তারই মাঝে ফোনে খবর পান মা গুরুতর অসুস্থ । দুশ্চিন্তায় থাকতে পারছিলেন না । মায়ের জন্য মন ছটফট করছিল । তাই সময় নষ্ট না করে অনলাইনে পুরানো সাইকেল কেনেন । তারপর ওই সাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন ।

11 এপ্রিল মুম্বই থেকে রওনা দেন তিনি । প্রতিদিন প্রায় 80-90 কিলোমিটার রাস্তা সাইকেলে সফর করতেন । তারপর সামান্য বিশ্রাম নিয়ে ফের সফর শুরু করতেন । মাঝপথে পুলিশের নাকা চেকিং থেকে শুরু করে অন্যান্য অনেক সমস্যার সম্মুখীন হন । কিন্তু মায়ের প্রতি ভালোবাসায় সেইসব সমস্যাকে সহজেই তিনি অতিক্রম করেন । 16 দিনের মাথায় 1400 কিলোমিটার রাস্তা অতিক্রম করে দাদরিতে নিজের বাড়িতে এসে পৌঁছান সঞ্জয় ।

মা-কে দেখে নিশ্চিন্ত । তবে, এতকিছুর মাঝে নিজের নাগরিক হওয়ার কর্তব্য পালন করতে ভোলেননি সঞ্জয় । নিয়ম মেনে দাদরি পৌঁছেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যান । সেখানকার চিকিৎসকের দেওয়া নির্দেশমতো আপাতত 14 দিনের হোম কোয়ারানটিনে থাকবেন তিনি ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.