ETV Bharat / bharat

ভোলেননি দুঃসময়, দুস্থদের মুখে অন্ন তুলে দিচ্ছেন হেড কনস্টেবল

দুস্থদের মুখে অন্ন তুলে দিতে উদ্যোগ নিলেন হেড কনস্টেবল । প্রতিদিন 10জন করে দুস্থর মধ্যে খাদ্যসামগ্রী বিলি করছেন তিনি ।

constable
যমুনাপ্পা কোন্নারি
author img

By

Published : Apr 19, 2020, 12:51 PM IST

বেঙ্গালুরু, 19 এপ্রিল: কোরোনা সংক্রমণ রোধে দেশে জারি রয়েছে লকডাউন । রোজগারও বন্ধ বহু মানুষের । সমস্যায় পড়েছেন দিন আনি দিন আনা খাওয়া মানুষরা । পেটে টান পড়ছে । সরকারের তরফে ত্রাণ সামগ্রী দেওয়া হলেও তা পর্যাপ্ত নয় । বহু জায়গায় ঠিকমতো দু'বেলা দু'মুঠো খাবার জুটছে না অনেকের । দুস্থদের সাহায্যার্থে এগিয়ে আসছেন বহু মানুষ । সাধ্যমতো খাদ্যদ্রব্য পৌঁছে দিতে দেখা যাচ্ছে অনেককেই । দুস্থদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন বেঙ্গালুরুর পুলকেশিনগর থানায় কর্মরত হেড কনস্টেবল । প্রতিদিন নিজের টাকায় খাদ্যসামগ্রী কিনে তা দুস্থদের মধ্য়ে বিলি করছেন ।

যমুনাপ্পা কোন্নারি নামের ওই হেড কনস্টেবল বিজয়পুরা জেলার সিন্দিগাইয়ের বাসিন্দা । হেড কনস্টেবেল হয়ে কাজে যোগ দেওয়ার পথটা একেবারেই মসৃণ ছিল না । জীবনে অনেকটা সময় লড়াই করতে হয়েছে । ঘাত প্রতিঘাত লেগেই ছিল । 2007 সালে চাকরি খুঁজতে বেঙ্গালুরুতে আসেন । অনেক খোঁজাখুজির পর মেলে একটি চাকরি । একটি কম্পানির সেলসম্যান পদে যোগ দেন । কিন্তু এক মাস চাকরির পরও বেতন মেলেনি । ছেড়ে দেন সেই চাকরি । শূন্য হাতে ঘরে ফিরে আসেন । পরে তিনি একটি বিল্ডিংয়ে শ্রমিকের কাজও করেন । সেবার সামান্য কিছু টাকা পান । 2012 সালে হেড কনস্টেবল পদে যোগ দেন তিনি ।

দারিদ্রকে চোখের সামনে থেকে দেখেছেন একদিন । হাতে টাকা না থাকলে যে অন্ন সংস্থানটুকু করতে কতটা সমস্যায় পড়তে হয় তা একদিন উপলব্ধি করেছেন পদে পদে । ভোলেননি সেইসব দিনগুলোর কথা । তাই এই কঠিন পরিস্থিতিতে প্রতিদিন 10জন করে দুস্থের মুখে অন্ন তুলে দিতে বেরিয়ে পড়ছেন নিজেই । মানুষের কাছে তাঁর আবেদন, সাধ্যমতো যেন সবাই এগিয়ে আসেন । দেশের এই সংকটকালে সবাই যেন সাহায্যের হাত বাড়ান । এই সময় যদি একে অপরের সাহায্যে এগিয়ে আসা যায় তাহলে কোরোনা সঙ্গে লড়াইয়ে জিত অবশ্যই হবে বলে বিশ্বাস তাঁর । যমুনাপ্পা কোন্নারির এই উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে ।

বেঙ্গালুরু, 19 এপ্রিল: কোরোনা সংক্রমণ রোধে দেশে জারি রয়েছে লকডাউন । রোজগারও বন্ধ বহু মানুষের । সমস্যায় পড়েছেন দিন আনি দিন আনা খাওয়া মানুষরা । পেটে টান পড়ছে । সরকারের তরফে ত্রাণ সামগ্রী দেওয়া হলেও তা পর্যাপ্ত নয় । বহু জায়গায় ঠিকমতো দু'বেলা দু'মুঠো খাবার জুটছে না অনেকের । দুস্থদের সাহায্যার্থে এগিয়ে আসছেন বহু মানুষ । সাধ্যমতো খাদ্যদ্রব্য পৌঁছে দিতে দেখা যাচ্ছে অনেককেই । দুস্থদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন বেঙ্গালুরুর পুলকেশিনগর থানায় কর্মরত হেড কনস্টেবল । প্রতিদিন নিজের টাকায় খাদ্যসামগ্রী কিনে তা দুস্থদের মধ্য়ে বিলি করছেন ।

যমুনাপ্পা কোন্নারি নামের ওই হেড কনস্টেবল বিজয়পুরা জেলার সিন্দিগাইয়ের বাসিন্দা । হেড কনস্টেবেল হয়ে কাজে যোগ দেওয়ার পথটা একেবারেই মসৃণ ছিল না । জীবনে অনেকটা সময় লড়াই করতে হয়েছে । ঘাত প্রতিঘাত লেগেই ছিল । 2007 সালে চাকরি খুঁজতে বেঙ্গালুরুতে আসেন । অনেক খোঁজাখুজির পর মেলে একটি চাকরি । একটি কম্পানির সেলসম্যান পদে যোগ দেন । কিন্তু এক মাস চাকরির পরও বেতন মেলেনি । ছেড়ে দেন সেই চাকরি । শূন্য হাতে ঘরে ফিরে আসেন । পরে তিনি একটি বিল্ডিংয়ে শ্রমিকের কাজও করেন । সেবার সামান্য কিছু টাকা পান । 2012 সালে হেড কনস্টেবল পদে যোগ দেন তিনি ।

দারিদ্রকে চোখের সামনে থেকে দেখেছেন একদিন । হাতে টাকা না থাকলে যে অন্ন সংস্থানটুকু করতে কতটা সমস্যায় পড়তে হয় তা একদিন উপলব্ধি করেছেন পদে পদে । ভোলেননি সেইসব দিনগুলোর কথা । তাই এই কঠিন পরিস্থিতিতে প্রতিদিন 10জন করে দুস্থের মুখে অন্ন তুলে দিতে বেরিয়ে পড়ছেন নিজেই । মানুষের কাছে তাঁর আবেদন, সাধ্যমতো যেন সবাই এগিয়ে আসেন । দেশের এই সংকটকালে সবাই যেন সাহায্যের হাত বাড়ান । এই সময় যদি একে অপরের সাহায্যে এগিয়ে আসা যায় তাহলে কোরোনা সঙ্গে লড়াইয়ে জিত অবশ্যই হবে বলে বিশ্বাস তাঁর । যমুনাপ্পা কোন্নারির এই উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.