ETV Bharat / bharat

কোরোনা আতঙ্ক : ইতালিতে আটকে 85 ভারতীয় পড়ুয়া

ইতালিতেও দিন দিন বাড়ছে কোরোনার দাপট ৷ আটকে রয়েছে 85 জন ভারতীয় পড়ুয়া ৷ এদের মধ্যে অনেকেই দেশে ফেরার টিকিট কেটেছিল ৷ কিন্তু ইতালিতে কোরোনার খবর প্রকাশ্যে আসার পরেই বাতিল করা হয়েছে বিমান পরিষেবা ৷

COVID 19
ছবি
author img

By

Published : Mar 2, 2020, 10:45 AM IST

দিল্লি, 2 মার্চ : ইতালিতে গত এক সপ্তাহ ধরে আটকে রয়েছে 85 জন ভারতীয় পড়ুয়া ৷ এরা সকলেই বর্তমানে উত্তর ইতালির লম্বার্ডি প্রদেশের পাভিয়ায় বাস করছে ৷ ওই শহরে বিগত কয়েকদিনে 17 জন কোরোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৷ আতঙ্কিত পড়ুয়াদের অনেকেই দেশে ফেরার টিকিটও কেটেছিল ৷ কিন্তু ইতালিতে কোরোনার সংক্রমণের খবর সামনে আসার পরেই বাতিল করা হয়েছে ওই বিমানগুলি ৷

বিমান বাতিল হয়ে যাওয়ার পর থেকেই আতঙ্ক বাড়তে শুরু করে পড়ুয়াদের মধ্যে ৷ এরা সকলেই পাভিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ৷ বিশ্ববিদ্যালয়ের এক অশিক্ষক কর্মী সম্প্রতি কোরোনায় আক্রান্ত হওয়ার পর থেকে আতঙ্ক আরও বাড়তে শুরু করে ৷ বিশ্ববিদ্যালয়ের আরও প্রায় 15 জন কর্মীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে ৷ আগামী দিনগুলিতে পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে বলে আশঙ্কা করছে পড়ুয়ারা ৷ দ্রুত যাতে তাঁদের উদ্ধার করা হয়, ভারত সরকারের কাছে সেই আবেদনও করেছেন তাঁরা ৷

পাভিয়া বিশ্ববিদ্যালয়ে পাঠরত অঙ্কিতা কে এস নামের বেঙ্গালুরুর এক যুবতী সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছে, "রোজ রোজ বিমান বাতিল হচ্ছে ৷ টিকিটের যা দাম এখন, তা ধরাছোঁয়ার বাইরে ৷ দোকানপাটগুলিতে জিনিসপত্র শেষ হয়ে যাচ্ছে ৷ জোগান নেই ৷ আমরা আশঙ্কা করছি পরিস্থিতি এখানে আরও খারাপ হতে পারে ৷ সরকার যাতে এ বিষয়ে ব্যবস্থা নেয় সেই আবেদন করছি ৷ "

পাশাপাশি ইরানেও কোরোনা আতঙ্কে আটকে রয়েছে বেশ কিছু ভারতীয় ৷ তাদেরকে ইতিমধ্যে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়ে গেছে ৷ বিদেশমন্ত্রী এস জয়শংকর টুইটে ইরান থেকে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা শুরু হওয়ার কথা নিশ্চিত করেছেন ৷

এদিকে বিশ্বজুড়ে COVID-19-এর দাপটে মৃতের সংখ্যা ইতিমধ্যেই তিন হাজার ছাড়িয়েছে ৷ এর মধ্যে শুধুমাত্র চিনেই মৃত্যু হয়েছে 2,912 জনের ৷ দক্ষিণ কোরিয়ায় নতুন করে প্রায় 500 জন মানুষ কোরোনায় আক্রান্ত হয়েছে ৷

দিল্লি, 2 মার্চ : ইতালিতে গত এক সপ্তাহ ধরে আটকে রয়েছে 85 জন ভারতীয় পড়ুয়া ৷ এরা সকলেই বর্তমানে উত্তর ইতালির লম্বার্ডি প্রদেশের পাভিয়ায় বাস করছে ৷ ওই শহরে বিগত কয়েকদিনে 17 জন কোরোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৷ আতঙ্কিত পড়ুয়াদের অনেকেই দেশে ফেরার টিকিটও কেটেছিল ৷ কিন্তু ইতালিতে কোরোনার সংক্রমণের খবর সামনে আসার পরেই বাতিল করা হয়েছে ওই বিমানগুলি ৷

বিমান বাতিল হয়ে যাওয়ার পর থেকেই আতঙ্ক বাড়তে শুরু করে পড়ুয়াদের মধ্যে ৷ এরা সকলেই পাভিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ৷ বিশ্ববিদ্যালয়ের এক অশিক্ষক কর্মী সম্প্রতি কোরোনায় আক্রান্ত হওয়ার পর থেকে আতঙ্ক আরও বাড়তে শুরু করে ৷ বিশ্ববিদ্যালয়ের আরও প্রায় 15 জন কর্মীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে ৷ আগামী দিনগুলিতে পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে বলে আশঙ্কা করছে পড়ুয়ারা ৷ দ্রুত যাতে তাঁদের উদ্ধার করা হয়, ভারত সরকারের কাছে সেই আবেদনও করেছেন তাঁরা ৷

পাভিয়া বিশ্ববিদ্যালয়ে পাঠরত অঙ্কিতা কে এস নামের বেঙ্গালুরুর এক যুবতী সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছে, "রোজ রোজ বিমান বাতিল হচ্ছে ৷ টিকিটের যা দাম এখন, তা ধরাছোঁয়ার বাইরে ৷ দোকানপাটগুলিতে জিনিসপত্র শেষ হয়ে যাচ্ছে ৷ জোগান নেই ৷ আমরা আশঙ্কা করছি পরিস্থিতি এখানে আরও খারাপ হতে পারে ৷ সরকার যাতে এ বিষয়ে ব্যবস্থা নেয় সেই আবেদন করছি ৷ "

পাশাপাশি ইরানেও কোরোনা আতঙ্কে আটকে রয়েছে বেশ কিছু ভারতীয় ৷ তাদেরকে ইতিমধ্যে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়ে গেছে ৷ বিদেশমন্ত্রী এস জয়শংকর টুইটে ইরান থেকে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা শুরু হওয়ার কথা নিশ্চিত করেছেন ৷

এদিকে বিশ্বজুড়ে COVID-19-এর দাপটে মৃতের সংখ্যা ইতিমধ্যেই তিন হাজার ছাড়িয়েছে ৷ এর মধ্যে শুধুমাত্র চিনেই মৃত্যু হয়েছে 2,912 জনের ৷ দক্ষিণ কোরিয়ায় নতুন করে প্রায় 500 জন মানুষ কোরোনায় আক্রান্ত হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.