ETV Bharat / bharat

প্রবল বৃষ্টিতে হিমাচলে বাড়ি ভেঙে মৃত 14 - many trapped in Himachal building collapse

বল বৃষ্টিতে হিমাচলপ্রদেশের সোলানে ভেঙে পড়ে বাড়ি । এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 13 । যাঁদের মধ্যে 12 জন সেনাকর্মী ও এক জন সাধারণ মানুষ রয়েছেন ।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 15, 2019, 11:28 AM IST

Updated : Jul 15, 2019, 1:45 PM IST

সোলান, 15 জুলাই : প্রবল বৃষ্টিতে হিমাচলপ্রদেশের সোলানে ভেঙে পড়ে বাড়ি । গতকাল বিকেলে কুমারহাট্টি এলাকায় বহুতলটি ভেঙে পড়ায় 35 জনেরও বেশি লোক সেখানে আটকে পড়ে বলে আশঙ্কা । জানা যায় সেখানে ছিলেন সেনাকর্মীরাও । পরে শুরু হয় দেহ উদ্ধার । এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 14 । যাঁদের মধ্যে 13 জন সেনাকর্মী ও এক জন সাধারণ মানুষ ।

জানা গেছে, যে বহুতলটি ভেঙে পড়েছে তাতে একটি রেস্তরাঁ ছিল । সেখানেই দুপুরের খাবার খেতে গেছিলেন সেনাকর্মীরা । বাড়িটি হঠাৎ ভেঙে পড়ায় তাঁরা সকলেই ধ্বংসস্তূপে আটকে পড়েন । সেখান থেকে প্রাথমিকভাবে 8টি দেহ উদ্ধার হয়েছে । তাঁদের মধ্যে 6 জন সেনাকর্মীকে মৃত বলে ঘোষণা করা হয় । আহতের সংখ্যা 21 । তাঁরা চিকিৎসাধীন ।

গতকাল বিকেলে ঘটনাটি ঘটার পরই খবর যায় NDRF -এ । তাদের দু'টি দল ঘটনাস্থানে এসে উদ্ধারকাজ শুরু করে । সোমবার NDRF-এর আরও একটি দল সোলানের উদ্দেশে রওনা দিয়েছে । এখনও পর্যন্ত মোট 34 জনকে উদ্ধার করা হয়েছে ।

সোলান, 15 জুলাই : প্রবল বৃষ্টিতে হিমাচলপ্রদেশের সোলানে ভেঙে পড়ে বাড়ি । গতকাল বিকেলে কুমারহাট্টি এলাকায় বহুতলটি ভেঙে পড়ায় 35 জনেরও বেশি লোক সেখানে আটকে পড়ে বলে আশঙ্কা । জানা যায় সেখানে ছিলেন সেনাকর্মীরাও । পরে শুরু হয় দেহ উদ্ধার । এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 14 । যাঁদের মধ্যে 13 জন সেনাকর্মী ও এক জন সাধারণ মানুষ ।

জানা গেছে, যে বহুতলটি ভেঙে পড়েছে তাতে একটি রেস্তরাঁ ছিল । সেখানেই দুপুরের খাবার খেতে গেছিলেন সেনাকর্মীরা । বাড়িটি হঠাৎ ভেঙে পড়ায় তাঁরা সকলেই ধ্বংসস্তূপে আটকে পড়েন । সেখান থেকে প্রাথমিকভাবে 8টি দেহ উদ্ধার হয়েছে । তাঁদের মধ্যে 6 জন সেনাকর্মীকে মৃত বলে ঘোষণা করা হয় । আহতের সংখ্যা 21 । তাঁরা চিকিৎসাধীন ।

গতকাল বিকেলে ঘটনাটি ঘটার পরই খবর যায় NDRF -এ । তাদের দু'টি দল ঘটনাস্থানে এসে উদ্ধারকাজ শুরু করে । সোমবার NDRF-এর আরও একটি দল সোলানের উদ্দেশে রওনা দিয়েছে । এখনও পর্যন্ত মোট 34 জনকে উদ্ধার করা হয়েছে ।

London (UK), July 15 (ANI): Union Minister of Railways Piyush Goyal met Indian Diaspora in London. He spoke about emerging success of Indian Railways there. Goyal said, "Nirmala ji spoke about plans to invest nearly US$ 700 Bn in Railways in next 10-12 yrs. My own sense is that railways has potential to really swing things for Indian economy. I personally believe we can make it the best railway in the world. You may be aware that we're converting entire Indian railways to electric traction, we're going to do away with diesel in next 3-4 yrs. We had no wifi until 5 yrs ago on any railway station. As we speak we've wifi in 1605 railway stations in India."
Last Updated : Jul 15, 2019, 1:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.