ETV Bharat / bharat

বিদেশি আইন লঙ্ঘন, ভোপালে 64 তাবলিঘি জামাত সদস্য গ্রেপ্তার - মধ্যপ্রদেশ

সংগঠনের বিভিন্ন ধর্মীয় কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বিদেশি আইন লঙ্ঘন ও ভারতীয় দণ্ডবিধির আওতায় ভোপাল থেকে 64জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ । তারা প্রত্যেকেই তাবলিঘি জামাত সদস্য বলে জানা গিয়েছে ।

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : May 16, 2020, 6:48 PM IST

ভোপাল, 16 মে : ভোপাল থেকে 64জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ । তারা প্রত্যেকেই তাবলিঘি জামাত সদস্য বলে জানা গিয়েছে । সংগঠনের বিভিন্ন ধর্মীয় কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বিদেশি আইন লঙ্ঘন ও ভারতীয় দণ্ডবিধির আওতায় তাদের গ্রেপ্তার করা হয় ।

পুলিশ সূত্রে খবর, এর আগেও ভিসার নিয়ম লঙ্ঘন করায় তাদের বিরুদ্ধে ভোপালের বিভিন্ন থানায় সাতটি মামলা দায়ের করা হয়েছে । এর আগে মার্চ মাসে দিল্লির নিজ়ামউদ্দিনে এক ধর্মীয় সভায় জমায়েতের ফলে তাবলিঘি জামাত শিরোনামে এসেছিল । দিল্লি থেকে তারা যে যার রাজ্যে ফেরার পর বেশ কিছু কোরোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল । তবে, আজ যে বিদেশিদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে কেউ এই দিল্লির জমায়েতের সঙ্গে যুক্ত কিনা তা এখনও স্পষ্ট নয় বলে এক পুলিশ আধিকারিক জানান ।

ভোপাল পুলিশ রেঞ্জ ইনস্পেক্টর জেনেরাল (IG) উপেন্দ্র জৈন বলেন, "বিদেশি আইনের আওতায় ভিসা নিয়ম লঙ্ঘন করায় এই বিদেশি জামাত সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । তারা টুরিস্ট ভিসায় ভারতে এসেছে । যার ফলে কোনওরকম ধর্মীয় সভায় অংশগ্রহণের অনুমতি তাদের নেই ।" তিনি আরও বলেন, "স্থানীয় আদালতের তরফে জামিনের আবেদন খারিজ করার পরই ওই জামাত সদস্যদের গ্রেপ্তার করে পুলিশ ।" তারা কিরগিজ়স্তান, উজ়েবেকিস্তান ও কজ়খস্তান, তানজ়ানিয়া, দক্ষিণ আফ্রিকা, মায়ানমার ও অন্যান্য জায়গা থেকে ভারতে এসেছে ।

অন্য আর এক আধিকারিক জানান, ভারতীয় দণ্ডবিধির 188,269 ও 270 ধারা ও বিদেশি আইন ও বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় 64জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে । তিনি আরও বলেন, আগে ধৃতদের প্রত্যেকের সোয়াবের নমুনা পরীক্ষায় কোরোনা ধরা পড়েছিল । সবাইকে কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল ।

ভোপাল, 16 মে : ভোপাল থেকে 64জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ । তারা প্রত্যেকেই তাবলিঘি জামাত সদস্য বলে জানা গিয়েছে । সংগঠনের বিভিন্ন ধর্মীয় কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বিদেশি আইন লঙ্ঘন ও ভারতীয় দণ্ডবিধির আওতায় তাদের গ্রেপ্তার করা হয় ।

পুলিশ সূত্রে খবর, এর আগেও ভিসার নিয়ম লঙ্ঘন করায় তাদের বিরুদ্ধে ভোপালের বিভিন্ন থানায় সাতটি মামলা দায়ের করা হয়েছে । এর আগে মার্চ মাসে দিল্লির নিজ়ামউদ্দিনে এক ধর্মীয় সভায় জমায়েতের ফলে তাবলিঘি জামাত শিরোনামে এসেছিল । দিল্লি থেকে তারা যে যার রাজ্যে ফেরার পর বেশ কিছু কোরোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল । তবে, আজ যে বিদেশিদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে কেউ এই দিল্লির জমায়েতের সঙ্গে যুক্ত কিনা তা এখনও স্পষ্ট নয় বলে এক পুলিশ আধিকারিক জানান ।

ভোপাল পুলিশ রেঞ্জ ইনস্পেক্টর জেনেরাল (IG) উপেন্দ্র জৈন বলেন, "বিদেশি আইনের আওতায় ভিসা নিয়ম লঙ্ঘন করায় এই বিদেশি জামাত সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । তারা টুরিস্ট ভিসায় ভারতে এসেছে । যার ফলে কোনওরকম ধর্মীয় সভায় অংশগ্রহণের অনুমতি তাদের নেই ।" তিনি আরও বলেন, "স্থানীয় আদালতের তরফে জামিনের আবেদন খারিজ করার পরই ওই জামাত সদস্যদের গ্রেপ্তার করে পুলিশ ।" তারা কিরগিজ়স্তান, উজ়েবেকিস্তান ও কজ়খস্তান, তানজ়ানিয়া, দক্ষিণ আফ্রিকা, মায়ানমার ও অন্যান্য জায়গা থেকে ভারতে এসেছে ।

অন্য আর এক আধিকারিক জানান, ভারতীয় দণ্ডবিধির 188,269 ও 270 ধারা ও বিদেশি আইন ও বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় 64জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে । তিনি আরও বলেন, আগে ধৃতদের প্রত্যেকের সোয়াবের নমুনা পরীক্ষায় কোরোনা ধরা পড়েছিল । সবাইকে কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.