ETV Bharat / bharat

24 ঘণ্টায় দেশে আক্রান্ত 54 হাজার 44 জন , মৃত্যু 700-র বেশি - কোরোনাভাইরাস আপডেট

দেশে 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 61 হাজার 775 জন । মোট মৃত্যু হয়েছে 1 লাখ 15 হাজার 914 জনের ।

Corona
ছবিটি প্রতীকী
author img

By

Published : Oct 21, 2020, 12:20 PM IST

দিল্লি, 21 অক্টোবর : দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমছে । গত কয়েকদিনে দেশে আক্রান্তের সংখ্যা থাকছে 60 হাজারের মধ্যে । গতকাল সেই সংখ্যাটা আরও কমে গিয়েছিল । প্রায় তিনমাস পর দৈনিক সংক্রমণ নেমেছিল 50 হাজারের নিচে । আক্রান্ত হয়েছিল 46 হাজার 791 জন । তবে সেই তুলনায় ফের কিছুটা বাড়ল আক্রান্তের সংখ্যা । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 54 হাজার 44 জন এবং মৃত্যু হয়েছে 717 জনের ৷ এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 76 লাখ 51 হাজার 108 জন ৷

স্বাস্থ্যমন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, দেশে মোট মৃত্যু হয়েছে 1 লাখ 15 হাজার 914 জনের । অন্যদিকে , সক্রিয় আক্রান্ত রয়েছে 7 লাখ 40 হাজার 90 । যা গতকালের তুলনায় কিছুটা হলেও কমেছে । এখনও পর্যন্ত সুস্থতার দিক থেকে ভারত প্রথম স্থানে রয়েছে ৷ 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 61 হাজার 775 । মোট সুস্থ হয়েছে 67 লাখ 95 হাজার 103 জন ।

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । সেখানে এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 16 লাখ 9 হাজার 516 জন । মৃত্যু হয়েছে 42 হাজার 453 জনের ৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ ও কর্নাটক । সেখানে মোট আক্রান্তের সংখ্যা যথাক্রমে 7 লাখ 89 হাজার 553 ও 7 লাখ 76 হাজার 901 জন । অন্ধ্রপ্রদেশে মোট মৃত্যু হয়েছে 6 হাজার 481 জনের ও কর্নাটকে মৃত্যু হয়েছে 10 হাজার 608 জনের । অন্যদিকে , তামিলনাড়ু , কেরালা উত্তরপ্রদেশে সংক্রমণ বাড়ছে ।

দিল্লি, 21 অক্টোবর : দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমছে । গত কয়েকদিনে দেশে আক্রান্তের সংখ্যা থাকছে 60 হাজারের মধ্যে । গতকাল সেই সংখ্যাটা আরও কমে গিয়েছিল । প্রায় তিনমাস পর দৈনিক সংক্রমণ নেমেছিল 50 হাজারের নিচে । আক্রান্ত হয়েছিল 46 হাজার 791 জন । তবে সেই তুলনায় ফের কিছুটা বাড়ল আক্রান্তের সংখ্যা । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 54 হাজার 44 জন এবং মৃত্যু হয়েছে 717 জনের ৷ এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 76 লাখ 51 হাজার 108 জন ৷

স্বাস্থ্যমন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, দেশে মোট মৃত্যু হয়েছে 1 লাখ 15 হাজার 914 জনের । অন্যদিকে , সক্রিয় আক্রান্ত রয়েছে 7 লাখ 40 হাজার 90 । যা গতকালের তুলনায় কিছুটা হলেও কমেছে । এখনও পর্যন্ত সুস্থতার দিক থেকে ভারত প্রথম স্থানে রয়েছে ৷ 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 61 হাজার 775 । মোট সুস্থ হয়েছে 67 লাখ 95 হাজার 103 জন ।

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । সেখানে এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 16 লাখ 9 হাজার 516 জন । মৃত্যু হয়েছে 42 হাজার 453 জনের ৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ ও কর্নাটক । সেখানে মোট আক্রান্তের সংখ্যা যথাক্রমে 7 লাখ 89 হাজার 553 ও 7 লাখ 76 হাজার 901 জন । অন্ধ্রপ্রদেশে মোট মৃত্যু হয়েছে 6 হাজার 481 জনের ও কর্নাটকে মৃত্যু হয়েছে 10 হাজার 608 জনের । অন্যদিকে , তামিলনাড়ু , কেরালা উত্তরপ্রদেশে সংক্রমণ বাড়ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.