গুয়াহাটি, 31 অগাস্ট : আজ প্রকাশিত হবে NRC-র চূড়ান্ত তালিকা ৷ কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইতিমধ্যেই অসমজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ পাঠানো হয়েছে আরও 51 কম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী(CAPF) ৷ আগেই সেখানে 167 কম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছিল ৷ গতকাল একথা জানান অসম পুলিশের DG কুলাধার সাইকিয়া ৷
NRC তালিকা প্রকাশ ঘিরে আগে একাধিকবার উত্তপ্ত হয়েছে রাজ্যের পরিস্থিতি ৷ তাই এবার আগেভাগে সতর্ক প্রশাসন ৷ আইন-শৃঙ্খলা রক্ষায় কোনও ফাঁকফোকর রাখতে চাইছে না রাজ্য ও কেন্দ্রীয় সরকার ৷ গতকাল সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের DG জানান, "রাজ্যে এখন 167 কম্পানি CAPF মোতায়েন রয়েছে ৷ আরও 51 কম্পানি বাহিনী এসে গেছে ৷ "
এই সংক্রান্ত আরও খবর : ফিরে দেখা NRC
স্পর্শকাতর এলাকায় বাড়তি নজরদারি চালানো হচ্ছে ৷ DG বলেন, "শান্তি বজায় রাখার জন্য আমরা সবরকম ব্যবস্থা গ্রহণ করেছি ৷ নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে ৷ নিরাপত্তা নিশ্ছিদ্র করতে প্রতিটি জেলার পুলিশ সুপার সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখছেন ৷" এদিকে রাজ্যের 2 হাজার 500টি NRC সেবাকেন্দ্রের মধ্যে 1 হাজার 200টিকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে সেখানে বাড়তি নজরদারি চালানো হচ্ছে ৷
এই সংক্রান্ত আরও খবর : "1971-র পর দেশে আসা কারোর নাম NRC তালিকায় না উঠলে কান্নাকাটি করবেন না"
এদিকে NRC-র তালিকায় ঠাঁই না পেলে বিদেশি হিসেবে গণ্য হবে কি না এনিয়ে গুজব ছড়াতে পারে বলে আশঙ্কা পুলিশ-প্রশাসনের ৷ যা তাদের মাথাব্যথার অন্যতম কারণ ৷ তাই গুজব রুখতে বাড়তি সতর্কতা নিয়েছে রাজ্য পুলিশ ৷ রাজ্যজুড়ে একাধিক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়েছে ৷ সোশাল মিডিয়াতেও গুজব রুখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও অসম পুলিশের তরফে লাগাতার প্রচার চালানো হচ্ছে ৷ এনিয়ে অসম পুলিশের DG বলেন, "মানুষকে সচেতন করার জন্য আমরা সবরকম ব্যবস্থা নিয়েছি ৷ সোশাল মিডিয়ায় নজরদারি চালানো হচ্ছে ৷ সোশাল মিডিয়ায় ভুয়ো ও ঘৃণা বার্তা ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷ আমার আশা, এরাজ্যের মানুষ এবারও শান্তি বজায় রাখবে ৷"
এই সংক্রান্ত আরও খবর : অসম NRC : গুজবে কান দেবেন না, আবেদন স্বরাষ্ট্রমন্ত্রকের