ETV Bharat / bharat

NRC-র চূড়ান্ত তালিকা প্রকাশের আগে কড়া নিরাপত্তা অসমে, মোতায়েন বাড়তি বাহিনী

আজ সকালে প্রকাশিত হবে NRC-র চূড়ান্ত তালিকা ৷ তার আগে রাজ্যজুড়ে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷

টহল
author img

By

Published : Aug 31, 2019, 1:40 AM IST

গুয়াহাটি, 31 অগাস্ট : আজ প্রকাশিত হবে NRC-র চূড়ান্ত তালিকা ৷ কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইতিমধ্যেই অসমজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ পাঠানো হয়েছে আরও 51 কম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী(CAPF) ৷ আগেই সেখানে 167 কম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছিল ৷ গতকাল একথা জানান অসম পুলিশের DG কুলাধার সাইকিয়া ৷

NRC তালিকা প্রকাশ ঘিরে আগে একাধিকবার উত্তপ্ত হয়েছে রাজ্যের পরিস্থিতি ৷ তাই এবার আগেভাগে সতর্ক প্রশাসন ৷ আইন-শৃঙ্খলা রক্ষায় কোনও ফাঁকফোকর রাখতে চাইছে না রাজ্য ও কেন্দ্রীয় সরকার ৷ গতকাল সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের DG জানান, "রাজ্যে এখন 167 কম্পানি CAPF মোতায়েন রয়েছে ৷ আরও 51 কম্পানি বাহিনী এসে গেছে ৷ "

এই সংক্রান্ত আরও খবর : ফিরে দেখা NRC

স্পর্শকাতর এলাকায় বাড়তি নজরদারি চালানো হচ্ছে ৷ DG বলেন, "শান্তি বজায় রাখার জন্য আমরা সবরকম ব্যবস্থা গ্রহণ করেছি ৷ নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে ৷ নিরাপত্তা নিশ্ছিদ্র করতে প্রতিটি জেলার পুলিশ সুপার সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখছেন ৷" এদিকে রাজ্যের 2 হাজার 500টি NRC সেবাকেন্দ্রের মধ্যে 1 হাজার 200টিকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে সেখানে বাড়তি নজরদারি চালানো হচ্ছে ৷

এই সংক্রান্ত আরও খবর : "1971-র পর দেশে আসা কারোর নাম NRC তালিকায় না উঠলে কান্নাকাটি করবেন না"

এদিকে NRC-র তালিকায় ঠাঁই না পেলে বিদেশি হিসেবে গণ্য হবে কি না এনিয়ে গুজব ছড়াতে পারে বলে আশঙ্কা পুলিশ-প্রশাসনের ৷ যা তাদের মাথাব্যথার অন্যতম কারণ ৷ তাই গুজব রুখতে বাড়তি সতর্কতা নিয়েছে রাজ্য পুলিশ ৷ রাজ্যজুড়ে একাধিক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়েছে ৷ সোশাল মিডিয়াতেও গুজব রুখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও অসম পুলিশের তরফে লাগাতার প্রচার চালানো হচ্ছে ৷ এনিয়ে অসম পুলিশের DG বলেন, "মানুষকে সচেতন করার জন্য আমরা সবরকম ব্যবস্থা নিয়েছি ৷ সোশাল মিডিয়ায় নজরদারি চালানো হচ্ছে ৷ সোশাল মিডিয়ায় ভুয়ো ও ঘৃণা বার্তা ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷ আমার আশা, এরাজ্যের মানুষ এবারও শান্তি বজায় রাখবে ৷"

এই সংক্রান্ত আরও খবর : অসম NRC : গুজবে কান দেবেন না, আবেদন স্বরাষ্ট্রমন্ত্রকের

গুয়াহাটি, 31 অগাস্ট : আজ প্রকাশিত হবে NRC-র চূড়ান্ত তালিকা ৷ কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইতিমধ্যেই অসমজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ পাঠানো হয়েছে আরও 51 কম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী(CAPF) ৷ আগেই সেখানে 167 কম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছিল ৷ গতকাল একথা জানান অসম পুলিশের DG কুলাধার সাইকিয়া ৷

NRC তালিকা প্রকাশ ঘিরে আগে একাধিকবার উত্তপ্ত হয়েছে রাজ্যের পরিস্থিতি ৷ তাই এবার আগেভাগে সতর্ক প্রশাসন ৷ আইন-শৃঙ্খলা রক্ষায় কোনও ফাঁকফোকর রাখতে চাইছে না রাজ্য ও কেন্দ্রীয় সরকার ৷ গতকাল সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের DG জানান, "রাজ্যে এখন 167 কম্পানি CAPF মোতায়েন রয়েছে ৷ আরও 51 কম্পানি বাহিনী এসে গেছে ৷ "

এই সংক্রান্ত আরও খবর : ফিরে দেখা NRC

স্পর্শকাতর এলাকায় বাড়তি নজরদারি চালানো হচ্ছে ৷ DG বলেন, "শান্তি বজায় রাখার জন্য আমরা সবরকম ব্যবস্থা গ্রহণ করেছি ৷ নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে ৷ নিরাপত্তা নিশ্ছিদ্র করতে প্রতিটি জেলার পুলিশ সুপার সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখছেন ৷" এদিকে রাজ্যের 2 হাজার 500টি NRC সেবাকেন্দ্রের মধ্যে 1 হাজার 200টিকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে সেখানে বাড়তি নজরদারি চালানো হচ্ছে ৷

এই সংক্রান্ত আরও খবর : "1971-র পর দেশে আসা কারোর নাম NRC তালিকায় না উঠলে কান্নাকাটি করবেন না"

এদিকে NRC-র তালিকায় ঠাঁই না পেলে বিদেশি হিসেবে গণ্য হবে কি না এনিয়ে গুজব ছড়াতে পারে বলে আশঙ্কা পুলিশ-প্রশাসনের ৷ যা তাদের মাথাব্যথার অন্যতম কারণ ৷ তাই গুজব রুখতে বাড়তি সতর্কতা নিয়েছে রাজ্য পুলিশ ৷ রাজ্যজুড়ে একাধিক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়েছে ৷ সোশাল মিডিয়াতেও গুজব রুখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও অসম পুলিশের তরফে লাগাতার প্রচার চালানো হচ্ছে ৷ এনিয়ে অসম পুলিশের DG বলেন, "মানুষকে সচেতন করার জন্য আমরা সবরকম ব্যবস্থা নিয়েছি ৷ সোশাল মিডিয়ায় নজরদারি চালানো হচ্ছে ৷ সোশাল মিডিয়ায় ভুয়ো ও ঘৃণা বার্তা ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷ আমার আশা, এরাজ্যের মানুষ এবারও শান্তি বজায় রাখবে ৷"

এই সংক্রান্ত আরও খবর : অসম NRC : গুজবে কান দেবেন না, আবেদন স্বরাষ্ট্রমন্ত্রকের

New Delhi, Aug 30 (ANI): The Chief Economic Advisor (CEA) K Subramanian addressed a press conference in the national capital on August 30. On being asked that 'Mood in street is of despondency and it looks like government is in a denial mode', CEA said, "The words we are using are associated with periods of recession and need to be careful in what we are talking about. There is slowdown but we still are at 5% in a global economy that is not doing very well."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.