ETV Bharat / bharat

গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় মৃত 37, আক্রান্ত 896

author img

By

Published : Apr 10, 2020, 8:00 PM IST

আজ বিকেলে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়েছে 896 জন ৷ বর্তমানে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 6 হাজার 761 ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

দিল্লি, 10 এপ্রিল : গত 24 ঘণ্টায় দেশে প্রায় 900 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 37 জনের ৷ আজ বিকেলে স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই রিপোর্ট দেওয়া হয় ৷ দেশে একদিনে এত বেশি আক্রান্ত ও মৃত্যু এই প্রথম ৷ এছাড়া, স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, বর্তমানে দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 6 হাজার 761 । মৃত্যু হয়েছে 206 জনের ৷ তবে প্রথমে ভারতে গোষ্ঠী সংক্রমণ ছড়াচ্ছে জানিয়েও সেকথা ফিরিয়ে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷

গতকালই দেশের প্রথম রাজ্য হিসেবে লকডাউনের মেয়াদ বাড়ায় ওড়িশা ৷ মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জানান, রাজ্যে 30 এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানো হল ৷ এদিকে, আজ দেশের দ্বিতীয় রাজ্য হিসেবে একই সিদ্ধান্ত নিল পঞ্জাব সরকার ৷ পঞ্জাবে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়েছেন 132 জন ৷ ওড়িশায় কোরোনা আক্রান্তের সংখ্যা 44 ৷ একজনের মৃত্যুও হয়েছে ৷

আজ অনলাইনে সাংবাদিক বৈঠকের মাধ্যমে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং উদ্বেগ প্রকাশ করেন ৷ তিনি মনে করছেন, দেশ গোষ্ঠী সংক্রমণের পথেই এগোচ্ছে ৷ তিনি বলেন, রাজ্যে দ্বিতীয় পর্যায়ের সংক্রমণের ফলে 27 জন আক্রান্ত হয়েছেন ৷ যদিও তাঁর এই দাবি মানতে নারাজ কেন্দ্র ৷ স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল বলেন, "আমি বারবার বলছি দেশে এখনও গোষ্ঠী সংক্রমণ হয়নি ৷"

প্রধানমন্ত্রী ফের জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন ৷ লকডাউনের পর তাঁর এই তৃতীয় ভাষণে তিনি জানাতে পারেন লকডাউন 14 এপ্রিল শেষ হচ্ছে না আরও মেয়াদ বাড়তে পারে ৷ সূত্রের খবর, লকডাউনের মেয়াদ বাড়ার সম্ভাবনাই বেশি ৷ তবে, এবার অনেক পরিবর্তনও হবে ৷ জরুরি পরিষেবা ছাড়া আন্তঃরাজ্য যে কোনও পরিষেবাতেই সীমাবদ্ধতা থাকবে ৷ স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠানগুলিও বন্ধই থাকবে ৷

ICMR-এর রিপোর্ট অনুযায়ী, দেশে কোরোনা আক্রান্তের 38 শতাংশ রোগীর ভ্রমণের কোনও তথ্য নেই ৷ দেশে কোরোনা সংক্রমণের হটস্পটগুলি খুঁজে বের করে সেগুলি সিল করতে শুরু করেছে ICMR ৷ বর্তমানে এই সমস্ত এলাকার বাসিন্দারা কোরোনা আক্রান্তদের সংস্পর্শে আসুক বা না আসুক, কোনওরকম উপসর্গ দেখা দিলেই কোরোনা পরীক্ষা করাতে হবে ৷ দিল্লির দিলশাদ গার্ডেন দেশের মধ্যে প্রথম কোরোনার হটস্পট যা বর্তমানে জীবাণুমুক্ত বলে ঘোষণা করা হয়েছে ৷ এই ঘোষণার আগে দিল্লি সরকার 123টি মেডিকেল টিমের সাহায্যে 4,032টি বাড়ির মোট 15 হাজার মানুষের উপর নজরদারি চালায় ৷ পরে নিশ্চিত হয়েই এই ঘোষণা করে ৷ বুধবার এরকম 20টি কোরোনা হটস্পটের তালিকা প্রকাশ করে দিল্লি সরকার ৷ যার মধ্যে নিজ়ামউদ্দিন বস্তিও রয়েছে ৷

দিল্লি, 10 এপ্রিল : গত 24 ঘণ্টায় দেশে প্রায় 900 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 37 জনের ৷ আজ বিকেলে স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই রিপোর্ট দেওয়া হয় ৷ দেশে একদিনে এত বেশি আক্রান্ত ও মৃত্যু এই প্রথম ৷ এছাড়া, স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, বর্তমানে দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 6 হাজার 761 । মৃত্যু হয়েছে 206 জনের ৷ তবে প্রথমে ভারতে গোষ্ঠী সংক্রমণ ছড়াচ্ছে জানিয়েও সেকথা ফিরিয়ে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷

গতকালই দেশের প্রথম রাজ্য হিসেবে লকডাউনের মেয়াদ বাড়ায় ওড়িশা ৷ মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জানান, রাজ্যে 30 এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানো হল ৷ এদিকে, আজ দেশের দ্বিতীয় রাজ্য হিসেবে একই সিদ্ধান্ত নিল পঞ্জাব সরকার ৷ পঞ্জাবে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়েছেন 132 জন ৷ ওড়িশায় কোরোনা আক্রান্তের সংখ্যা 44 ৷ একজনের মৃত্যুও হয়েছে ৷

আজ অনলাইনে সাংবাদিক বৈঠকের মাধ্যমে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং উদ্বেগ প্রকাশ করেন ৷ তিনি মনে করছেন, দেশ গোষ্ঠী সংক্রমণের পথেই এগোচ্ছে ৷ তিনি বলেন, রাজ্যে দ্বিতীয় পর্যায়ের সংক্রমণের ফলে 27 জন আক্রান্ত হয়েছেন ৷ যদিও তাঁর এই দাবি মানতে নারাজ কেন্দ্র ৷ স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল বলেন, "আমি বারবার বলছি দেশে এখনও গোষ্ঠী সংক্রমণ হয়নি ৷"

প্রধানমন্ত্রী ফের জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন ৷ লকডাউনের পর তাঁর এই তৃতীয় ভাষণে তিনি জানাতে পারেন লকডাউন 14 এপ্রিল শেষ হচ্ছে না আরও মেয়াদ বাড়তে পারে ৷ সূত্রের খবর, লকডাউনের মেয়াদ বাড়ার সম্ভাবনাই বেশি ৷ তবে, এবার অনেক পরিবর্তনও হবে ৷ জরুরি পরিষেবা ছাড়া আন্তঃরাজ্য যে কোনও পরিষেবাতেই সীমাবদ্ধতা থাকবে ৷ স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠানগুলিও বন্ধই থাকবে ৷

ICMR-এর রিপোর্ট অনুযায়ী, দেশে কোরোনা আক্রান্তের 38 শতাংশ রোগীর ভ্রমণের কোনও তথ্য নেই ৷ দেশে কোরোনা সংক্রমণের হটস্পটগুলি খুঁজে বের করে সেগুলি সিল করতে শুরু করেছে ICMR ৷ বর্তমানে এই সমস্ত এলাকার বাসিন্দারা কোরোনা আক্রান্তদের সংস্পর্শে আসুক বা না আসুক, কোনওরকম উপসর্গ দেখা দিলেই কোরোনা পরীক্ষা করাতে হবে ৷ দিল্লির দিলশাদ গার্ডেন দেশের মধ্যে প্রথম কোরোনার হটস্পট যা বর্তমানে জীবাণুমুক্ত বলে ঘোষণা করা হয়েছে ৷ এই ঘোষণার আগে দিল্লি সরকার 123টি মেডিকেল টিমের সাহায্যে 4,032টি বাড়ির মোট 15 হাজার মানুষের উপর নজরদারি চালায় ৷ পরে নিশ্চিত হয়েই এই ঘোষণা করে ৷ বুধবার এরকম 20টি কোরোনা হটস্পটের তালিকা প্রকাশ করে দিল্লি সরকার ৷ যার মধ্যে নিজ়ামউদ্দিন বস্তিও রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.