ইসলামাবাদ, 31 মে : গুপ্তচর বৃত্তি, দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাচারের মতো ঘটনায় দোষীসাব্যস্ত দুই শীর্ষ সেনা আধিকারিকের শাস্তি ঘোষণা করল পাকিস্তান সেনা আদালত। সাজাপ্রাপ্তরা হলেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেনন্ট জেনেরাল জাভেদ ইকবাল, প্রাক্তন ব্রিগেডিয়ার রাজা রিজওয়ান।
পাকিস্তানের সেনা আইন অনুসারে ব্রিগেডিয়ারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে । অন্যদিকে, প্রাক্তন লেফটেনন্ট জেনেরালের ১৪ বছর কারাদণ্ড হয়েছে । ওই একই অভিযোগে চিকিৎসক ওয়াসিম আক্রমকেও মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
দোষীদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা বেশ কিছু দিন ধরেই গুপ্তচর বৃত্তি চালিয়ে আসছিলেন । এমনকী, দেশের নিরাপত্তার স্বার্থে জড়িত গুরুত্বপূর্ণ তথ্য বিদেশি সংস্থার কাছে পাচার করেছেন । পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া বৃহস্পতিবার সেনা আদালতের রায় অনুমোদন করেন।