ETV Bharat / bharat

তথ্য ফাঁস-গুপ্তচর বৃত্তির দায়ে মৃত্যুদণ্ড পাকিস্তানের ব্রিগেডিয়ারের - Spying Charges

লেফটেনন্ট জেনেরাল জাভেদ ইকবাল, প্রাক্তন ব্রিগেডিয়ার রাজা রিজওয়ানকে গুপ্তচর বৃত্তি, দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাচারের ঘটনায় দোষীসাব্যস্ত করল পাকিস্তান সেনা আদালত।

ফাইল ফোটো
author img

By

Published : May 31, 2019, 11:29 AM IST

ইসলামাবাদ, 31 মে : গুপ্তচর বৃত্তি, দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাচারের মতো ঘটনায় দোষীসাব্যস্ত দুই শীর্ষ সেনা আধিকারিকের শাস্তি ঘোষণা করল পাকিস্তান সেনা আদালত। সাজাপ্রাপ্তরা হলেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেনন্ট জেনেরাল জাভেদ ইকবাল, প্রাক্তন ব্রিগেডিয়ার রাজা রিজওয়ান।

পাকিস্তানের সেনা আইন অনুসারে ব্রিগেডিয়ারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে । অন্যদিকে, প্রাক্তন লেফটেনন্ট জেনেরালের ১৪ বছর কারাদণ্ড হয়েছে । ওই একই অভিযোগে চিকিৎসক ওয়াসিম আক্রমকেও মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

দোষীদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা বেশ কিছু দিন ধরেই গুপ্তচর বৃত্তি চালিয়ে আসছিলেন । এমনকী, দেশের নিরাপত্তার স্বার্থে জড়িত গুরুত্বপূর্ণ তথ্য বিদেশি সংস্থার কাছে পাচার করেছেন । পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া বৃহস্পতিবার সেনা আদালতের রায় অনুমোদন করেন।

ইসলামাবাদ, 31 মে : গুপ্তচর বৃত্তি, দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাচারের মতো ঘটনায় দোষীসাব্যস্ত দুই শীর্ষ সেনা আধিকারিকের শাস্তি ঘোষণা করল পাকিস্তান সেনা আদালত। সাজাপ্রাপ্তরা হলেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেনন্ট জেনেরাল জাভেদ ইকবাল, প্রাক্তন ব্রিগেডিয়ার রাজা রিজওয়ান।

পাকিস্তানের সেনা আইন অনুসারে ব্রিগেডিয়ারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে । অন্যদিকে, প্রাক্তন লেফটেনন্ট জেনেরালের ১৪ বছর কারাদণ্ড হয়েছে । ওই একই অভিযোগে চিকিৎসক ওয়াসিম আক্রমকেও মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

দোষীদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা বেশ কিছু দিন ধরেই গুপ্তচর বৃত্তি চালিয়ে আসছিলেন । এমনকী, দেশের নিরাপত্তার স্বার্থে জড়িত গুরুত্বপূর্ণ তথ্য বিদেশি সংস্থার কাছে পাচার করেছেন । পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া বৃহস্পতিবার সেনা আদালতের রায় অনুমোদন করেন।

Dharamshala (HP), May 31 (ANI): Activists and students from China and Tibet on Thursday gathered to commemorate the 30th anniversary of Tiananmen Massacre that marked a major turning point in the history of modern China. A panel discussion organised by Students for a Free Tibet (SFT) in coordination with International Tibet Network, saw participation by over hundreds of Tibetans and others from different countries. In the spring of 1989, Beijing erupted with the largest student-led pro-democracy demonstration. The pro-democracy movement quickly spread to over 30 cities in China before June 4, 1989. Chinese troops and security police stormed through Tiananmen Square, firing indiscriminately into the crowds of protesters witnessing the horrors of the Chinese government's brutality. Every year, Tibetans in Dharamshala, the capital of Tibetan movement in Exile, commemorate the day to stand in solidarity and remember the sacrifices of thousands of Chinese for freedom and democracy. Dorjee Tseten, Executive Director at the SFT, told ANI, "We stand in solidarity with the Chinese people who sacrificed their lives for freedom and democracy. In the meeting, we are going to discuss what's next after 30 years of the Tiananmen massacre. As the Chinese democracy movement is moving forward, how it is related to the Tibetan issue and how we can continue to struggle together will be our topics of discussion."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.