ETV Bharat / bharat

নিরাপত্তারক্ষীর গুলিতে খতম 3 পাকিস্তানি জওয়ান - 3 Pakistan Army soldiers killed after ceasefire violations by indian army

তিন পাকিস্তানি সেনাকে খতম করল ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনী ৷ জম্মু ও কাশ্মীরের উরি ও রাজৌরি সেক্টরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনা ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 15, 2019, 7:28 PM IST

Updated : Aug 15, 2019, 7:48 PM IST

জম্মু ও কাশ্মীর, 15 অগাস্ট : তিন পাকিস্তানি সেনাকে খতম করল ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনী ৷ জম্মু ও কাশ্মীরের উরি ও রাজৌরি সেক্টরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনা ৷ শুরু হয় দু'পক্ষের গুলির লড়াই ৷ তিন পাকিস্তানি সেনাকে খতম করে সেনা জওয়ানরা ৷

অন্যদিকে পাকিস্তান সেনার তরফে দাবি করা হয়, গুলির লড়াইয়ে পাঁচজন ভারতীয় সেনা শহিদ হয়েছে ৷ যদিও তা অস্বীকার করে ভারতীয় সেনা ৷

উল্লেখ্য, দিন কয়েক আগে জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার হওয়ার পর থেকেই ভারত-পাকিস্তানের সম্পর্ক ক্রমশ খারাপ হতে শুরু করেছে ৷ আজ স্বাধীনতা দিবসের দিন তা আরও স্পষ্ট হয়ে উঠল ৷ এর আগে 3 অগাস্ট দুই জইশ জঙ্গিকে খতম করে ভারতীয় সেনা ৷ সূত্রের খবর, পাকিস্তানি সেনার মদতেই হামলা চালানোর ছক কষেছিল ওই জঙ্গিরা ৷

জম্মু ও কাশ্মীর, 15 অগাস্ট : তিন পাকিস্তানি সেনাকে খতম করল ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনী ৷ জম্মু ও কাশ্মীরের উরি ও রাজৌরি সেক্টরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনা ৷ শুরু হয় দু'পক্ষের গুলির লড়াই ৷ তিন পাকিস্তানি সেনাকে খতম করে সেনা জওয়ানরা ৷

অন্যদিকে পাকিস্তান সেনার তরফে দাবি করা হয়, গুলির লড়াইয়ে পাঁচজন ভারতীয় সেনা শহিদ হয়েছে ৷ যদিও তা অস্বীকার করে ভারতীয় সেনা ৷

উল্লেখ্য, দিন কয়েক আগে জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার হওয়ার পর থেকেই ভারত-পাকিস্তানের সম্পর্ক ক্রমশ খারাপ হতে শুরু করেছে ৷ আজ স্বাধীনতা দিবসের দিন তা আরও স্পষ্ট হয়ে উঠল ৷ এর আগে 3 অগাস্ট দুই জইশ জঙ্গিকে খতম করে ভারতীয় সেনা ৷ সূত্রের খবর, পাকিস্তানি সেনার মদতেই হামলা চালানোর ছক কষেছিল ওই জঙ্গিরা ৷

New Delhi, Aug 15 (ANI): While addressing the nation in the national capital on the auspicious occasion of India's 73rd Independence Day, Prime Minister Narendra Modi said, "We do not believe in creating problems or dragging them. In less than 70 days of our new government, Article 370 was revoked, and in both Houses of Parliament, 2/3rd of the members supported this move." "The old system in Jammu and Kashmir, Ladakh led to corruption, nepotism but there was injustice when it came to rights of women, children, Dalits, tribal communities. The dreams of sanitation workers were incomplete. How can we accept this?," he added. This is PM Modi's sixth consecutive address to the nation in which he focused on several issues. He spoke for around 92 minutes during his speech.
Last Updated : Aug 15, 2019, 7:48 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.