ETV Bharat / bharat

জয়পুরে মুক্ত বাতাসে 2400 বছরের পুরানো মমি ! - জয়পুর

মিউজ়িয়াম কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে , মমিটি আসলে তুতু নামে এক মহিলার । এটি প্রায় 300 বছর আগে মিশরের প্রাচীন শহর পানোপোলিসের আখমিন এলাকায় পাওয়া গিয়েছিল ।

Mummy
2400 বছরের পুরানো মমি
author img

By

Published : Aug 19, 2020, 2:25 PM IST

জয়পুর , 19 অগাস্ট : বাক্স থেকে বের করা হল 2400 বছরের পুরানো মমি । হ্যাঁ ঠিকই পড়ছেন । এমনই ঘটেছে জয়পুরের ঐতিহাসিক অ্যালবার্ট হল মিউজ়িয়ামে । কিন্তু কী কারণে এত বছরের পুরানো মমিটি বের করে আনা হল ? অ্যালবার্ট হল মিউজ়িয়াম কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে , জয়পুরে লাগাতার বৃষ্টিতে জল জমে গেছে । ফলে 2400 বছরের পুরানো এবং বিখ্যাত মমিটি যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য মমিটি বের করে আনতে বাধ্য হয়েছে তারা ।

জয়পুরে শুক্রবার 132 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে । টানা একদিনের বৃষ্টিতে জলের তলায় চলে গিয়েছে বহু গাড়ি । বাড়িগুলিতেও জল ঢুকে গিয়েছে । একই অবস্থা অ্যালবার্ট হল মিউজ়িয়ামেরও । প্রবল বৃষ্টিতে জল ঢুকে বিভিন্ন ঐতিহাসিক সামগ্রী যেমন জাপানি মাটির পাত্র , প্রাচীন মূর্তি , বৌদ্ধ চিত্র , অস্ত্র ইত্যাদি নষ্ট করে দেয় । এরপর ওই মমিটির বাক্সে জল ঢুকে যাওয়ার উপক্রম হলে মিউজ়িয়ামের কর্মীরা তড়িঘড়ি মমিটি বের করে আনার ব্যবস্থা করে । কোমর সমান জলে দাঁড়িয়ে এবং মোবাইল ফোন এবং টর্চের লাইট ব্যবহার করে কর্মীরা বাক্সের কাচটি ভেঙে দেয় । এরপর মমিটিকে বের করে মিউজ়িয়ামের একটি শুকনো জায়গায় নিয়ে যায় । মিউজ়িয়ামের সুপার রাকেশ ছোলাক বলেন , " মমিটি দেশ ও বিদেশি পর্যটকদের কাছে বিশেষ জনপ্রিয় । সঠিক সময়ে আমরা পদক্ষেপ করে মমিটিকে জলে নষ্ট হওয়ার থেকে বাঁচিয়েছি । "

মিউজ়িয়ামের কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে , মমিটি আসলে তুতু নামে এক মহিলার । এটি প্রায় 300 বছর আগে মিশরের প্রাচীন শহর পানোপোলিসের আখমিন এলাকায় পাওয়া গিয়েছিল । 1887 সালে জয়পুরের রাজা সাওয়াই ঈশ্বর সিংয়ের দ্বারা পরিচালিত একটি প্রদর্শনীর জন্য কায়রো জাদুঘরের তরফে এই মমি উপহার দেওয়া হয়েছিল । 2011 সালে মিশরীয় সংস্কৃতি মন্ত্রকের তিন বিশেষজ্ঞ মমিটি সংরক্ষণ করতে এসেছিলেন ।

শিল্পকর্মগুলি ছাড়াও কয়েক হাজার নথি এবং ফাইল জলে ভিজে নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে । ভিজে যাওয়া নথিগুলি শুকানোর ব্যবস্থা করা হয়েছে বলে মিউজ়িয়ামের কর্মকর্তারা জানিয়েছেন । এই বিষয়ে ছোলাক বলেন , “আমরা বিশাল ফ্যান এবং হ্যালোজেন লাইটের ব্যবস্থা করেছি । এবং নথিগুলি শুকানোর জন্য রেখে দিয়েছি ।” মমিটিকে বাঁচানো গেলেও অনেক ক্ষতি হয়ে গেছে । সব ঠিক হতে কয়েক মাস সময় লাগতে পারে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ।

জয়পুর , 19 অগাস্ট : বাক্স থেকে বের করা হল 2400 বছরের পুরানো মমি । হ্যাঁ ঠিকই পড়ছেন । এমনই ঘটেছে জয়পুরের ঐতিহাসিক অ্যালবার্ট হল মিউজ়িয়ামে । কিন্তু কী কারণে এত বছরের পুরানো মমিটি বের করে আনা হল ? অ্যালবার্ট হল মিউজ়িয়াম কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে , জয়পুরে লাগাতার বৃষ্টিতে জল জমে গেছে । ফলে 2400 বছরের পুরানো এবং বিখ্যাত মমিটি যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য মমিটি বের করে আনতে বাধ্য হয়েছে তারা ।

জয়পুরে শুক্রবার 132 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে । টানা একদিনের বৃষ্টিতে জলের তলায় চলে গিয়েছে বহু গাড়ি । বাড়িগুলিতেও জল ঢুকে গিয়েছে । একই অবস্থা অ্যালবার্ট হল মিউজ়িয়ামেরও । প্রবল বৃষ্টিতে জল ঢুকে বিভিন্ন ঐতিহাসিক সামগ্রী যেমন জাপানি মাটির পাত্র , প্রাচীন মূর্তি , বৌদ্ধ চিত্র , অস্ত্র ইত্যাদি নষ্ট করে দেয় । এরপর ওই মমিটির বাক্সে জল ঢুকে যাওয়ার উপক্রম হলে মিউজ়িয়ামের কর্মীরা তড়িঘড়ি মমিটি বের করে আনার ব্যবস্থা করে । কোমর সমান জলে দাঁড়িয়ে এবং মোবাইল ফোন এবং টর্চের লাইট ব্যবহার করে কর্মীরা বাক্সের কাচটি ভেঙে দেয় । এরপর মমিটিকে বের করে মিউজ়িয়ামের একটি শুকনো জায়গায় নিয়ে যায় । মিউজ়িয়ামের সুপার রাকেশ ছোলাক বলেন , " মমিটি দেশ ও বিদেশি পর্যটকদের কাছে বিশেষ জনপ্রিয় । সঠিক সময়ে আমরা পদক্ষেপ করে মমিটিকে জলে নষ্ট হওয়ার থেকে বাঁচিয়েছি । "

মিউজ়িয়ামের কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে , মমিটি আসলে তুতু নামে এক মহিলার । এটি প্রায় 300 বছর আগে মিশরের প্রাচীন শহর পানোপোলিসের আখমিন এলাকায় পাওয়া গিয়েছিল । 1887 সালে জয়পুরের রাজা সাওয়াই ঈশ্বর সিংয়ের দ্বারা পরিচালিত একটি প্রদর্শনীর জন্য কায়রো জাদুঘরের তরফে এই মমি উপহার দেওয়া হয়েছিল । 2011 সালে মিশরীয় সংস্কৃতি মন্ত্রকের তিন বিশেষজ্ঞ মমিটি সংরক্ষণ করতে এসেছিলেন ।

শিল্পকর্মগুলি ছাড়াও কয়েক হাজার নথি এবং ফাইল জলে ভিজে নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে । ভিজে যাওয়া নথিগুলি শুকানোর ব্যবস্থা করা হয়েছে বলে মিউজ়িয়ামের কর্মকর্তারা জানিয়েছেন । এই বিষয়ে ছোলাক বলেন , “আমরা বিশাল ফ্যান এবং হ্যালোজেন লাইটের ব্যবস্থা করেছি । এবং নথিগুলি শুকানোর জন্য রেখে দিয়েছি ।” মমিটিকে বাঁচানো গেলেও অনেক ক্ষতি হয়ে গেছে । সব ঠিক হতে কয়েক মাস সময় লাগতে পারে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.