ETV Bharat / bharat

23 জামাত সদস্যকে দেশে ফেরার অনুমতি সুপ্রিম কোর্টের - কোরোনা

34 জন জামাত সদস্যের মধ্যে 23 জনকে জরিমানা দিয়ে নিজেদের দেশে ফেরার অনুমতি দিল সুপ্রিম কোর্ট।

23 Tablighi Jamaat members free to return home: Centre to SC
23 Tablighi Jamaat members free to return home: Centre to SC
author img

By

Published : Jul 28, 2020, 2:35 AM IST

দিল্লি, 27 জুলাই : 23 জন তবলিঘি জামাত সদস্যকে নিজেদের দেশে ফেরার অনুমতি দিল সুপ্রিম কোর্ট । তারা ভারতে তাদের ভিসা বাতিল ও কালো তালিকাভুক্ত হওয়ার বিরুদ্ধে আবেদন জানিয়েছিল । তাদের থেকে 5000 টাকা করে জরিমানা নেওয়া হয়েছে ।

জামাত সদস্যদের 34 জনই 15 টি ভিন্ন দেশের নাগরিক । তারা সুপ্রিম কোর্টে ভিসা বাতিলের বিরুদ্ধে আবেদন জানায় । তারা জানায়, তাদেরকে ব্যক্তিগতভাবে কোনও নির্দেশ দেওয়া হয়নি ।

সলিসিটর জেনেরাল তুষার মেহতা বলেন, আবেদনকারীদের মধ্যে 9 জন বিচারের মুখোমুখি হবে । সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে শুনানির জন্য পরবর্তী দিন দিয়েছে 31 জুলাই । সেদিন সলিসিটর জেনেরালকে এই বিষয়ে নিজের বক্তব্য পেশ করতে হবে ।

দিল্লি কোট শুক্রবার 53 জনকে জরিমানা নিয়ে ছেড়ে দেয় । তারা ইন্দোনেশিয়া, কিরঘিজস্তান এবং দক্ষিণ আফ্রিকার নাগরিক ।

কোরোনা সংক্রমণের মাঝেই দিল্লির নিজ়ামউদ্দিনে জামাত সদস্যরা সভা করে । লকডাউনের নির্দেশিকা না মেনে এই সভা করায় ওই জামাত সদস্যদের গ্রেপ্তার করা হয় । তাদের ভিসা বাতিল করে কালো তালিকাভুক্ত করা হয় । এখনও পর্যন্ত 908 জন বিদেশি জামাত সদস্য জরিমানা দিয়ে নিজেদের দেশে ফেরার অনুমতি পেয়েছেন ।

দিল্লি, 27 জুলাই : 23 জন তবলিঘি জামাত সদস্যকে নিজেদের দেশে ফেরার অনুমতি দিল সুপ্রিম কোর্ট । তারা ভারতে তাদের ভিসা বাতিল ও কালো তালিকাভুক্ত হওয়ার বিরুদ্ধে আবেদন জানিয়েছিল । তাদের থেকে 5000 টাকা করে জরিমানা নেওয়া হয়েছে ।

জামাত সদস্যদের 34 জনই 15 টি ভিন্ন দেশের নাগরিক । তারা সুপ্রিম কোর্টে ভিসা বাতিলের বিরুদ্ধে আবেদন জানায় । তারা জানায়, তাদেরকে ব্যক্তিগতভাবে কোনও নির্দেশ দেওয়া হয়নি ।

সলিসিটর জেনেরাল তুষার মেহতা বলেন, আবেদনকারীদের মধ্যে 9 জন বিচারের মুখোমুখি হবে । সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে শুনানির জন্য পরবর্তী দিন দিয়েছে 31 জুলাই । সেদিন সলিসিটর জেনেরালকে এই বিষয়ে নিজের বক্তব্য পেশ করতে হবে ।

দিল্লি কোট শুক্রবার 53 জনকে জরিমানা নিয়ে ছেড়ে দেয় । তারা ইন্দোনেশিয়া, কিরঘিজস্তান এবং দক্ষিণ আফ্রিকার নাগরিক ।

কোরোনা সংক্রমণের মাঝেই দিল্লির নিজ়ামউদ্দিনে জামাত সদস্যরা সভা করে । লকডাউনের নির্দেশিকা না মেনে এই সভা করায় ওই জামাত সদস্যদের গ্রেপ্তার করা হয় । তাদের ভিসা বাতিল করে কালো তালিকাভুক্ত করা হয় । এখনও পর্যন্ত 908 জন বিদেশি জামাত সদস্য জরিমানা দিয়ে নিজেদের দেশে ফেরার অনুমতি পেয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.