ETV Bharat / bharat

দুর্নীতিগ্রস্ত 22 আয়কর আধিকারিককে স্বেচ্ছাবসরে বাধ্য করল সরকার - it

অন্তত 22 জন আয়কর আধিকারিককে অবসর নিতে বাধ্য করছে আয়কর দপ্তর ।

দুর্নীতিগ্রস্ত 22 আয়কর আধিকারিককে স্বেচ্ছাবসরে বাধ্য করল সরকার
author img

By

Published : Aug 26, 2019, 12:17 PM IST

দিল্লি, 26 অগাস্ট : দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে অন্তত 22 জন আয়কর আধিকারিককে অবসর নিতে বাধ্য করছে আয়কর দপ্তর । প্রসঙ্গত গতকালই সংবামাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, আয়কর দপ্তরে কিছু দুর্নীতিগ্রস্ত আধিকাররিকদের বিষয়ে তাঁর সরকার অবগত । আর এই মন্তব্যের পরের দিনই এই পদক্ষেপ নেওয়া হল ।

জুন মাসেও একই ভাবে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে ভারতীয় রাজস্ব পরিষেবা দপ্তরের 27 জন আধিকারিককে অবসর নিতে বাধ্য করা হয়েছিল ।

এর আগে আয়কর দপ্তরে দুর্নীতিগ্রস্ত আধিকাররিকদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, "আয়কর দপ্তরে কিছু 'কালো ভেড়া' আছে । তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে করদাতাদের হেনস্থা করছে । তারা সৎ করদাতাদের বিরুদ্ধে অহেতুক পদক্ষেপ নিচ্ছে । আমরা সম্প্রতি এই বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছি । অসৎ আয়কর আধিকারিকদের অবসর নিতে বাধ্য করছি । কোনও রকম নীতি বিরুদ্ধ কাজ বরদাস্ত করব না ।"

সূত্রের খবর, অবসর নিতে বাধ্য হওয়া আয়কর আধিকারিকরা দিল্লি, কলকাতা, মুম্বই, মেরঠ ও চেন্নাইয়ের । তাদের বিরুদ্ধে কয়েক হাজার থেকে লক্ষাধিক টাকা পর্যন্ত ঘুষ চাওয়ার অভিযোগ রয়েছে । একজনের বিরুদ্ধে সোনা পাচারকারীকে ছেড়ে দেওয়ার জন্য 58 গ্রাম সোনা ঘুষ নেওয়ার অভিযোগও আছে ।

দিল্লি, 26 অগাস্ট : দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে অন্তত 22 জন আয়কর আধিকারিককে অবসর নিতে বাধ্য করছে আয়কর দপ্তর । প্রসঙ্গত গতকালই সংবামাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, আয়কর দপ্তরে কিছু দুর্নীতিগ্রস্ত আধিকাররিকদের বিষয়ে তাঁর সরকার অবগত । আর এই মন্তব্যের পরের দিনই এই পদক্ষেপ নেওয়া হল ।

জুন মাসেও একই ভাবে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে ভারতীয় রাজস্ব পরিষেবা দপ্তরের 27 জন আধিকারিককে অবসর নিতে বাধ্য করা হয়েছিল ।

এর আগে আয়কর দপ্তরে দুর্নীতিগ্রস্ত আধিকাররিকদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, "আয়কর দপ্তরে কিছু 'কালো ভেড়া' আছে । তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে করদাতাদের হেনস্থা করছে । তারা সৎ করদাতাদের বিরুদ্ধে অহেতুক পদক্ষেপ নিচ্ছে । আমরা সম্প্রতি এই বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছি । অসৎ আয়কর আধিকারিকদের অবসর নিতে বাধ্য করছি । কোনও রকম নীতি বিরুদ্ধ কাজ বরদাস্ত করব না ।"

সূত্রের খবর, অবসর নিতে বাধ্য হওয়া আয়কর আধিকারিকরা দিল্লি, কলকাতা, মুম্বই, মেরঠ ও চেন্নাইয়ের । তাদের বিরুদ্ধে কয়েক হাজার থেকে লক্ষাধিক টাকা পর্যন্ত ঘুষ চাওয়ার অভিযোগ রয়েছে । একজনের বিরুদ্ধে সোনা পাচারকারীকে ছেড়ে দেওয়ার জন্য 58 গ্রাম সোনা ঘুষ নেওয়ার অভিযোগও আছে ।

Mumbai, Aug 26 (ANI): Bollywood divas walked on ramp stunning shutterbugs on Day 5 of Lakme Fashion Week 2019 in Mumbai. Bollywood actor Kangana Ranaut walked the ramp for designer Disha Patil. Kangana Ranaut set the ramp on fire in a cobalt blue lehenga. Actor Shilpa Shetty turned showstopper for designer Punit Balana. She looked like a Diva in a flared golden lehenga. Bollywood actor Shamita Shetty was seen enjoying the ramp show.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.