ETV Bharat / bharat

সংঘর্ষের পর কুয়োতে বাস-অটোরিকশা, নাসিকে মৃত 21 - কুয়োয় বাস পড়ে মৃত্যু

বাস ও অটোরিকশাটি কুয়োতে পড়ে যাওয়ায় উদ্ধারকাজ চালাতে অসুবিধে হচ্ছে ৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ ৷

accident
চলছে উদ্ধারকাজ
author img

By

Published : Jan 29, 2020, 3:47 AM IST

Updated : Jan 29, 2020, 9:14 AM IST

নাসিক (মহারাষ্ট্র), 29 জানুয়ারি : মুখোমুখি সংঘর্ষের পর পথের ধারে কুয়োতে পড়ল বাস ও অটোরিকশা ৷ মৃত্যু হল 21 জনের ৷ আহত হয়েছেন আরও 18 জন ৷ গতকাল সন্ধেয় দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকে ৷ এখনও পর্যন্ত কুয়ো থেকে 30 জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে ৷ উদ্ধারকাজ চলছে ৷

দুর্ঘটনাগ্রস্ত সরকারি বাসটি মালেগাঁও থেকে কল্যাণ যাচ্ছিল ৷ মেশিফাটা এলাকায় মালেগাঁও দেওলা রোডে উলটো দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা মারে বাসটি ৷ যাত্রীদের বক্তব্য, বাসের পিছন চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারান চালক ৷ তারপরই অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয় ৷

সংঘর্ষের পর অটোরিকশাসহ বাসটি রাস্তার ধারের একটি বড় কুয়োয় গিয়ে পড়ে ৷ খবর পেয়ে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল ৷ উদ্ধারের পর আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় ৷

দুর্ঘটনায় মৃতদের পরিবারকে 10 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মহারাষ্ট্রের পরিবহনমন্ত্রী অনিল পরব ৷ তিনি বলেন, ঘটনার সমস্ত তথ্য তিনি নিচ্ছেন ৷ আহতদের চিকিৎসার সমস্ত ব্যয় মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বহন করবে বলেও তিনি জানান ৷

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ৷ এক টুইট বার্তায় তিনি বলেন, "মৃতদের আত্মীয়স্বজনকে সমবেদনা জানাই ৷ দুর্ঘটনায় আহত দ্রুত আরোগ্য কামনা করি ৷"

নাসিক (মহারাষ্ট্র), 29 জানুয়ারি : মুখোমুখি সংঘর্ষের পর পথের ধারে কুয়োতে পড়ল বাস ও অটোরিকশা ৷ মৃত্যু হল 21 জনের ৷ আহত হয়েছেন আরও 18 জন ৷ গতকাল সন্ধেয় দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকে ৷ এখনও পর্যন্ত কুয়ো থেকে 30 জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে ৷ উদ্ধারকাজ চলছে ৷

দুর্ঘটনাগ্রস্ত সরকারি বাসটি মালেগাঁও থেকে কল্যাণ যাচ্ছিল ৷ মেশিফাটা এলাকায় মালেগাঁও দেওলা রোডে উলটো দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা মারে বাসটি ৷ যাত্রীদের বক্তব্য, বাসের পিছন চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারান চালক ৷ তারপরই অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয় ৷

সংঘর্ষের পর অটোরিকশাসহ বাসটি রাস্তার ধারের একটি বড় কুয়োয় গিয়ে পড়ে ৷ খবর পেয়ে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল ৷ উদ্ধারের পর আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় ৷

দুর্ঘটনায় মৃতদের পরিবারকে 10 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মহারাষ্ট্রের পরিবহনমন্ত্রী অনিল পরব ৷ তিনি বলেন, ঘটনার সমস্ত তথ্য তিনি নিচ্ছেন ৷ আহতদের চিকিৎসার সমস্ত ব্যয় মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বহন করবে বলেও তিনি জানান ৷

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ৷ এক টুইট বার্তায় তিনি বলেন, "মৃতদের আত্মীয়স্বজনকে সমবেদনা জানাই ৷ দুর্ঘটনায় আহত দ্রুত আরোগ্য কামনা করি ৷"

Intro: कळवण एसटी डेपो येथील बस आणि अँँपे रिक्षाचा विचित्र अपघात झाला आहे. अपघातानंतर बस आणि अँँपे रिक्षा थेट विहिरीत पडल्याची कोसळल्याची घडली आहे. घटनास्थळी अग्निशमन दल आणि पोलीस पोहोचले असून मदतकार्य सुरू आहे.Body:मालेगाव येथून धोबीघाट मेशीकडे जात असताना या बसला अपघात झाला. कळवण डेपोची एसटी महामंडळाची उमराणे-देवळा बस आणि रिक्षा दोघांची धडक झाली. बसचं टायर फुटल्यामुळे बसने रिक्षाला धडक दिली. ही धडक इतकी भीषण होती की, अपघातानंतर बस रिक्षासह विहिरीत कोसळली. धोबीघाटजवळील देश-विदेश हॉटेल जवळ हा अपघात झाला. बसमधील प्रवाशांना दुखापत झाली आहे.

या बसमध्ये किती प्रवासी होते, याबद्दल अधिक तपशील अजून कळू शकला नाही.

घटनेची माहिती मिळताच अग्निशमन दल आणि पोलीस घटनास्थळी दाखल झाले आहे. बचाव कार्य सुरू आहे. बसची मागील काच फोडून प्रवाशांना बाहेर काढलं जात आहे. या घटनेत कुणी दगावला का या बाबत अजून माहिती मिळाली नाही. बचाव कार्य सुरू असून लवकरच सविस्तर माहिती समोर येईल.Conclusion:..
Last Updated : Jan 29, 2020, 9:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.