ETV Bharat / bharat

অসমে চিকিৎসককে পিটিয়ে মারার ঘটনায় গ্রেপ্তার 21 - kill

জোরহাটে চিকিৎসক দেবেন দত্তকে পিটিয়ে মারার ঘটনায় 21 জনকে গ্রেপ্তার করল পুলিশ । শনিবার গণপিটুনিতে মৃত্যু হয় ওই চিকিৎসকের ।

দেবেন দত্ত
author img

By

Published : Sep 2, 2019, 12:01 PM IST

গুয়াহাটি, 2 সেপ্টেম্বর : অসমের জোরহাটে চিকিৎসককে পিটিয়ে মারার ঘটনায় 21 জনকে গ্রেপ্তার করল পুলিশ । এদিকে, চিকিৎসক দেবেন দত্তকে পিটিয়ে মারার প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ।

শনিবার (31 অগাস্ট) দুপুরে তেওক চা বাগানের কর্মী সোমরা মাঝি (33)-কে জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করানো হয় । চা বাগানের অন্য কর্মীদের অভিযোগ, সেই সময় চিকিৎসক দেবেন দত্ত হাসপাতালে ছিলেন না । এমন কী হাসপাতালের যিনি ফার্মাসিস্ট, তিনিও ছুটিতে ছিলেন । ছিলেন একজন নার্স । তিনি স্যালাইন দেন । সোমবার মৃত্যু হয় রোগীর ।

ওইদিন দুপুর সাড়ে 3টে নাগাদ হাসপাতালে আসেন দেবেনবাবু । এরপরই তাঁর উপর চড়াও হয় চা বাগানের কর্মীদের একাংশ । চলে ব্যাপক মারধর । খবর পেয়ে জোরহাট থানার পুলিশ গিয়ে দেবেনবাবুকে উদ্ধার করে । হাসপাতালে ভরতি করা হলেও তাঁকে বাঁচানো যায়নি । শনিবারই মৃত্যু হয় তাঁর ।

জোরহাটের ডেপুটি কমিশনার রোশনি অপারাঞ্জি কোরাটি জানান, সত্তরোর্ধ্ব দেবেন দত্ত কয়েক বছর আগেই অবসর নেন । তবে, কর্তৃপক্ষের অনুরোধে হাসপাতালে চিকিৎসার কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি ।

এই সংক্রান্ত খবর : অসমে গণপিটুনিতে মৃত্যু চিকিৎসকের

গুয়াহাটি, 2 সেপ্টেম্বর : অসমের জোরহাটে চিকিৎসককে পিটিয়ে মারার ঘটনায় 21 জনকে গ্রেপ্তার করল পুলিশ । এদিকে, চিকিৎসক দেবেন দত্তকে পিটিয়ে মারার প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ।

শনিবার (31 অগাস্ট) দুপুরে তেওক চা বাগানের কর্মী সোমরা মাঝি (33)-কে জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করানো হয় । চা বাগানের অন্য কর্মীদের অভিযোগ, সেই সময় চিকিৎসক দেবেন দত্ত হাসপাতালে ছিলেন না । এমন কী হাসপাতালের যিনি ফার্মাসিস্ট, তিনিও ছুটিতে ছিলেন । ছিলেন একজন নার্স । তিনি স্যালাইন দেন । সোমবার মৃত্যু হয় রোগীর ।

ওইদিন দুপুর সাড়ে 3টে নাগাদ হাসপাতালে আসেন দেবেনবাবু । এরপরই তাঁর উপর চড়াও হয় চা বাগানের কর্মীদের একাংশ । চলে ব্যাপক মারধর । খবর পেয়ে জোরহাট থানার পুলিশ গিয়ে দেবেনবাবুকে উদ্ধার করে । হাসপাতালে ভরতি করা হলেও তাঁকে বাঁচানো যায়নি । শনিবারই মৃত্যু হয় তাঁর ।

জোরহাটের ডেপুটি কমিশনার রোশনি অপারাঞ্জি কোরাটি জানান, সত্তরোর্ধ্ব দেবেন দত্ত কয়েক বছর আগেই অবসর নেন । তবে, কর্তৃপক্ষের অনুরোধে হাসপাতালে চিকিৎসার কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি ।

এই সংক্রান্ত খবর : অসমে গণপিটুনিতে মৃত্যু চিকিৎসকের

Gurugram (Haryana), Sep 02 (ANI): Around two pedestrians were declared dead after a speeding car ran over them in Haryana's Gurugram on September 01. The incident took place at Golf Course Extension road in Gurugram. More details are awaited in this regard.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.