ETV Bharat / bharat

ছুরি গিলেছিলেন যুবক, বের করলেন AIIMS-এর চিকিৎসকরা

মাদক না পাওয়ায় গিলে ফেলেছিল ছুরি । তিন ঘণ্টার অস্ত্রোপচারের পর 28 বছর বয়সি এক যুবকের পেট থেকে তা বের করলেন দিল্লির AIIMS-র চিকিৎসকরা ।

20cm knife removed from man's liver
20cm knife removed from man's liver
author img

By

Published : Jul 28, 2020, 12:17 AM IST

দিল্লি, 27 জুলাই : 20 সেন্টিমিটার লম্বা ছুরি গিলে ফিলেছিলেন 28 বছর বয়সি এক যুবক । অস্ত্রোপচার করে লিভার থেকে সেই ছুরি বের করলেন দিল্লির AIIMS-এর চিকিৎসকরা ।

হরিয়ানার বাসিন্দা ওই যুবক গাঁজার নেশা করত । তা না পাওয়ায় সে ছুরি গিলে ফেলে বলে জানা গেছে । এরপর দেড় মাস কেটে গেলেও কোনও সমস্যা হয়নি । পরিবারের সদস্যরাও এই সম্পর্কে কিছুই জানতেন না । সম্প্রতি খিদে না পাওয়ায় এবং তলপেটে ব্যথা শুরু হওয়ায় এক্সরে করা হয়। সেখানেই দেখা যায়, পেটে আটকে রয়েছে 20 সেন্টিমিটার দীর্ঘ একটি ছুরি । সঙ্গে সঙ্গে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে স্থানান্তরিত করা হয় AIIMS-এ ।

চিকিৎসক এন আর দরের নেতৃত্বে একটি দল তিন ঘণ্টার অস্ত্রোপচারে ওই যুবকের পেট থেকে ছুরিটি বের করতে সক্ষম হয় । চিকিৎসক দর জানান," এটি অত্যন্ত বিরল একটি অস্ত্রোপচার ছিল । যুবকের পেটে নানা রক্তবাহী শিরা ও ধমনীর মাঝে ছুরিটি আটকে থাকায় প্রাণ সংশয় দেখা দিয়েছিল । অস্ত্রোপচারের সময় সামান্য ভুলেও ওই যুবকের প্রাণহানির আশঙ্কা ছিল ।"

এক মাসেরও বেশি সময় ধরে পেটে ছুরিটি আটকে থাকায় বেশ কয়েক জায়গায় ক্ষত হয়েছিল । প্রথমে রেডিওলজিস্ট অভ্যন্তরীণ ক্ষতের ফলে তৈরি হওয়া পুঁজ বের করেন এবং সাইকিয়াট্রিস্টের সাহায্য নিয়ে ওই যুবককে অস্ত্রোপচারের জন্য বোঝানো হয়। এরপর তিন ঘণ্টার চেষ্টায় সফলভাবে ছুরিটি বের করা সম্ভব হয়েছে।

দিল্লি, 27 জুলাই : 20 সেন্টিমিটার লম্বা ছুরি গিলে ফিলেছিলেন 28 বছর বয়সি এক যুবক । অস্ত্রোপচার করে লিভার থেকে সেই ছুরি বের করলেন দিল্লির AIIMS-এর চিকিৎসকরা ।

হরিয়ানার বাসিন্দা ওই যুবক গাঁজার নেশা করত । তা না পাওয়ায় সে ছুরি গিলে ফেলে বলে জানা গেছে । এরপর দেড় মাস কেটে গেলেও কোনও সমস্যা হয়নি । পরিবারের সদস্যরাও এই সম্পর্কে কিছুই জানতেন না । সম্প্রতি খিদে না পাওয়ায় এবং তলপেটে ব্যথা শুরু হওয়ায় এক্সরে করা হয়। সেখানেই দেখা যায়, পেটে আটকে রয়েছে 20 সেন্টিমিটার দীর্ঘ একটি ছুরি । সঙ্গে সঙ্গে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে স্থানান্তরিত করা হয় AIIMS-এ ।

চিকিৎসক এন আর দরের নেতৃত্বে একটি দল তিন ঘণ্টার অস্ত্রোপচারে ওই যুবকের পেট থেকে ছুরিটি বের করতে সক্ষম হয় । চিকিৎসক দর জানান," এটি অত্যন্ত বিরল একটি অস্ত্রোপচার ছিল । যুবকের পেটে নানা রক্তবাহী শিরা ও ধমনীর মাঝে ছুরিটি আটকে থাকায় প্রাণ সংশয় দেখা দিয়েছিল । অস্ত্রোপচারের সময় সামান্য ভুলেও ওই যুবকের প্রাণহানির আশঙ্কা ছিল ।"

এক মাসেরও বেশি সময় ধরে পেটে ছুরিটি আটকে থাকায় বেশ কয়েক জায়গায় ক্ষত হয়েছিল । প্রথমে রেডিওলজিস্ট অভ্যন্তরীণ ক্ষতের ফলে তৈরি হওয়া পুঁজ বের করেন এবং সাইকিয়াট্রিস্টের সাহায্য নিয়ে ওই যুবককে অস্ত্রোপচারের জন্য বোঝানো হয়। এরপর তিন ঘণ্টার চেষ্টায় সফলভাবে ছুরিটি বের করা সম্ভব হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.