দিল্লি, 27 জুলাই : 20 সেন্টিমিটার লম্বা ছুরি গিলে ফিলেছিলেন 28 বছর বয়সি এক যুবক । অস্ত্রোপচার করে লিভার থেকে সেই ছুরি বের করলেন দিল্লির AIIMS-এর চিকিৎসকরা ।
হরিয়ানার বাসিন্দা ওই যুবক গাঁজার নেশা করত । তা না পাওয়ায় সে ছুরি গিলে ফেলে বলে জানা গেছে । এরপর দেড় মাস কেটে গেলেও কোনও সমস্যা হয়নি । পরিবারের সদস্যরাও এই সম্পর্কে কিছুই জানতেন না । সম্প্রতি খিদে না পাওয়ায় এবং তলপেটে ব্যথা শুরু হওয়ায় এক্সরে করা হয়। সেখানেই দেখা যায়, পেটে আটকে রয়েছে 20 সেন্টিমিটার দীর্ঘ একটি ছুরি । সঙ্গে সঙ্গে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে স্থানান্তরিত করা হয় AIIMS-এ ।
চিকিৎসক এন আর দরের নেতৃত্বে একটি দল তিন ঘণ্টার অস্ত্রোপচারে ওই যুবকের পেট থেকে ছুরিটি বের করতে সক্ষম হয় । চিকিৎসক দর জানান," এটি অত্যন্ত বিরল একটি অস্ত্রোপচার ছিল । যুবকের পেটে নানা রক্তবাহী শিরা ও ধমনীর মাঝে ছুরিটি আটকে থাকায় প্রাণ সংশয় দেখা দিয়েছিল । অস্ত্রোপচারের সময় সামান্য ভুলেও ওই যুবকের প্রাণহানির আশঙ্কা ছিল ।"
এক মাসেরও বেশি সময় ধরে পেটে ছুরিটি আটকে থাকায় বেশ কয়েক জায়গায় ক্ষত হয়েছিল । প্রথমে রেডিওলজিস্ট অভ্যন্তরীণ ক্ষতের ফলে তৈরি হওয়া পুঁজ বের করেন এবং সাইকিয়াট্রিস্টের সাহায্য নিয়ে ওই যুবককে অস্ত্রোপচারের জন্য বোঝানো হয়। এরপর তিন ঘণ্টার চেষ্টায় সফলভাবে ছুরিটি বের করা সম্ভব হয়েছে।