ETV Bharat / bharat

24 ঘণ্টায় আরও 20 শিশুর মৃত্যু, বিহারে এনসেফ্যালাইটিসে মৃত বেড়ে 93 - kids die

এখনও পর্যন্ত শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে 76 শিশুর মৃত্যু হয়েছে । কেজরিওয়াল মাতৃসদনে 17 শিশুর মৃত্যু হয়েছে । এবং এই দুটি হাসপাতালে এখনও পর্যন্ত 115 এনসেফ্যালাইটিস আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে ।

শিশুর মৃত্যু
author img

By

Published : Jun 17, 2019, 9:10 AM IST

Updated : Jun 17, 2019, 9:34 AM IST

পটনা, 17 জুন : বিহারে এনসেফ্যালাইটিস আক্রান্ত হয়ে 24 ঘণ্টায় মৃত্যু হল আরও 20 শিশুর । তথ্য বলছে, বিহারের মুজ়ফ্ফপুরসহ অন্য জেলাগুলি থেকে এনসেফ্যালাইটিস আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত 93 শিশুর মৃত্যু হয়েছে ।

রবিবার শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে ( SKMCH) আসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন । তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে ও বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে । তিনি এনসেফ্যালাইটিস আক্রান্ত শিশুদের পরিবারের সঙ্গে দেখা করেন । এরপর চিকিৎসক ও জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ।

হাসপাতালে গিয়েই এনসেফ্যালাইটিস ভয়াবহতা সম্পর্কে ওয়াকিবহল হয়ে যান হর্ষবর্ধন । হর্ষবর্ধন যে চারঘণ্টা হাসপাতালে ছিলেন তাঁর মধ্যে তিন শিশুর মৃত্যু হয়েছে । মন্ত্রী এবং অন্য প্রশাসনিক আধিকারিকরা শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতাল ( SKMCH) থেকে যাওয়ার সময় এই তথ্য শুনে চমকে যান ।

হর্ষবর্ধন এনসেফ্যালাইটিস আক্রান্ত শিশুদের পরিবারের সদস্যদের বলেন, "এই রোগের মোকাবিলায় সব রকম পদক্ষেপ নেবে সরকার । সরকারের পক্ষ থেকে যতটা সম্ভব সাহায্য করা হবে ।" এরপর তিনি পটনাতে আরেকটি বৈঠক করেন ।

মুজ়ফ্ফরপুরের সিভিল সার্জেন্ট SP সিং বলেন, SKMCH-এ এখনও পর্যন্ত 76 শিশুর মৃত্য হয়েছে । কেজরিওয়াল মাতৃসদনে 17 শিশুর মৃত্যু হয়েছে । এবং এই দুটি হাসপাতালে এখনও পর্যন্ত 115 এনসেফ্যালাইটিস আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে ।

পটনা, 17 জুন : বিহারে এনসেফ্যালাইটিস আক্রান্ত হয়ে 24 ঘণ্টায় মৃত্যু হল আরও 20 শিশুর । তথ্য বলছে, বিহারের মুজ়ফ্ফপুরসহ অন্য জেলাগুলি থেকে এনসেফ্যালাইটিস আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত 93 শিশুর মৃত্যু হয়েছে ।

রবিবার শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে ( SKMCH) আসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন । তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে ও বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে । তিনি এনসেফ্যালাইটিস আক্রান্ত শিশুদের পরিবারের সঙ্গে দেখা করেন । এরপর চিকিৎসক ও জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ।

হাসপাতালে গিয়েই এনসেফ্যালাইটিস ভয়াবহতা সম্পর্কে ওয়াকিবহল হয়ে যান হর্ষবর্ধন । হর্ষবর্ধন যে চারঘণ্টা হাসপাতালে ছিলেন তাঁর মধ্যে তিন শিশুর মৃত্যু হয়েছে । মন্ত্রী এবং অন্য প্রশাসনিক আধিকারিকরা শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতাল ( SKMCH) থেকে যাওয়ার সময় এই তথ্য শুনে চমকে যান ।

হর্ষবর্ধন এনসেফ্যালাইটিস আক্রান্ত শিশুদের পরিবারের সদস্যদের বলেন, "এই রোগের মোকাবিলায় সব রকম পদক্ষেপ নেবে সরকার । সরকারের পক্ষ থেকে যতটা সম্ভব সাহায্য করা হবে ।" এরপর তিনি পটনাতে আরেকটি বৈঠক করেন ।

মুজ়ফ্ফরপুরের সিভিল সার্জেন্ট SP সিং বলেন, SKMCH-এ এখনও পর্যন্ত 76 শিশুর মৃত্য হয়েছে । কেজরিওয়াল মাতৃসদনে 17 শিশুর মৃত্যু হয়েছে । এবং এই দুটি হাসপাতালে এখনও পর্যন্ত 115 এনসেফ্যালাইটিস আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে ।


Ahmedabad (Gujarat), May 01 (ANI): The 59th Gujarat Day celebrations held in Gujarat's Ahmedabad on Wednesday. Chief Minister of Gujarat Vijay Rupani and other leaders of the state paid tribute to Indulal Yagnik. He spearheaded the demand for separate statehood for Gujarat. The existing state of Gujarat was founded on May 01.

Last Updated : Jun 17, 2019, 9:34 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.