ETV Bharat / bharat

শ্রীনগরে গ্রেনেড হামলা, জখম 2 - militants hurl grenade at security forces

জাকুরায় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। জখম দুই নাগরিক।

grenade
ছবি
author img

By

Published : Jan 8, 2020, 4:27 PM IST

শ্রীনগর, 8 জানুয়ারি : শ্রীনগরের জ়াকুরায় গ্রেনেড হামলা । জখম হয়েছেন দুই নাগরিক ।

জানা গেছে, জ়াকুরায় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা । কিন্তু লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে একটি রাস্তার পাশে গিয়ে পড়ে । এর জেরে জখম হন দুই নাগরিক।

বর্তমানে পুরো এলাকা পুলিশের ঘেরাটোপে । হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।

শ্রীনগর, 8 জানুয়ারি : শ্রীনগরের জ়াকুরায় গ্রেনেড হামলা । জখম হয়েছেন দুই নাগরিক ।

জানা গেছে, জ়াকুরায় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা । কিন্তু লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে একটি রাস্তার পাশে গিয়ে পড়ে । এর জেরে জখম হন দুই নাগরিক।

বর্তমানে পুরো এলাকা পুলিশের ঘেরাটোপে । হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।

Patna (Bihar), Jan 08 (ANI): While speaking to ANI, BJP leader and former Union Minister Sanjay Paswan said, "People of Bihar want to see a BJP leader as Bihar Chief Minister, BJP is the strongest and most active party in the state. Ultimately, we will abide by what Prime Minister Narendra Modi and Deputy Chief Minister of Bihar Sushil Modi decide, but we are capable of winning elections alone."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.