শ্রীনগর, 8 জানুয়ারি : শ্রীনগরের জ়াকুরায় গ্রেনেড হামলা । জখম হয়েছেন দুই নাগরিক ।
জানা গেছে, জ়াকুরায় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা । কিন্তু লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে একটি রাস্তার পাশে গিয়ে পড়ে । এর জেরে জখম হন দুই নাগরিক।
বর্তমানে পুরো এলাকা পুলিশের ঘেরাটোপে । হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।