ETV Bharat / bharat

সিয়াচেনে তুষারধসে মৃত 2 জওয়ান - 2 Army soldiers killed in avalanche

18 হাজার ফুট উচ্চতায় টহলদারি চালাচ্ছিলেন সেনা কর্মীরা ৷ সেই সময় তুষারধসে মৃত্যু হল দুই জওয়ানের ৷

ছবি
ছবি
author img

By

Published : Nov 30, 2019, 6:26 PM IST

Updated : Nov 30, 2019, 9:30 PM IST

দিল্লি, 30 নভেম্বর : সিয়াচেনে তুষারধসে মৃত্যু হল দুই জওয়ানের ৷ প্রায় 18 হাজার ফুট উচ্চতায় টহলদারি চালাচ্ছিলেন সেনা কর্মীরা ৷ সেই সময় তুষারধসে প্রাণ হারান দুই সেনা ৷

তুষারধস উদ্ধারকারী দল (ART) দল খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় ৷ বাকি সেনাকর্মীদের উদ্ধার করে ৷ তড়িঘড়ি হাসপাতালে ভরতি করা তাঁদের । চিকিৎসা চলাকালীন দু'জনের মৃত্যু হয় ।

আরও পড়ুন : সিয়াচেনে তুষারধসে মৃত 4 জওয়ান সহ 6

এর আগে 18 নভেম্বর সিয়াচেন হিমবাহে তুষারধসে মৃত্যু হয় চার জওয়ান ও দু'জন কুলির । সেদিন টহল দিচ্ছিল মোট ছয় জওয়ান । বিকেল 3টা 30মিনিট ধস নামে । তারপরই আটকে পড়েন ওই জওয়ানরা । চারজন জওয়ান সহ দু'জন কুলিরও মৃত্যু হয় । রাতের দিকে বাকিদের উদ্ধার করা হয় । ওই এলাকার সেনাশিবিরটিও ক্ষতিগ্রস্ত হয়েছিল ৷

দিল্লি, 30 নভেম্বর : সিয়াচেনে তুষারধসে মৃত্যু হল দুই জওয়ানের ৷ প্রায় 18 হাজার ফুট উচ্চতায় টহলদারি চালাচ্ছিলেন সেনা কর্মীরা ৷ সেই সময় তুষারধসে প্রাণ হারান দুই সেনা ৷

তুষারধস উদ্ধারকারী দল (ART) দল খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় ৷ বাকি সেনাকর্মীদের উদ্ধার করে ৷ তড়িঘড়ি হাসপাতালে ভরতি করা তাঁদের । চিকিৎসা চলাকালীন দু'জনের মৃত্যু হয় ।

আরও পড়ুন : সিয়াচেনে তুষারধসে মৃত 4 জওয়ান সহ 6

এর আগে 18 নভেম্বর সিয়াচেন হিমবাহে তুষারধসে মৃত্যু হয় চার জওয়ান ও দু'জন কুলির । সেদিন টহল দিচ্ছিল মোট ছয় জওয়ান । বিকেল 3টা 30মিনিট ধস নামে । তারপরই আটকে পড়েন ওই জওয়ানরা । চারজন জওয়ান সহ দু'জন কুলিরও মৃত্যু হয় । রাতের দিকে বাকিদের উদ্ধার করা হয় । ওই এলাকার সেনাশিবিরটিও ক্ষতিগ্রস্ত হয়েছিল ৷

Mumbai, Nov 30 (ANI): Maharashtra Chief Minister Uddhav Thackeray on November 30 unanimously passed the floor test in the Maharashtra Assembly. The total votes in favour of Thackeray-led Maha Vikas Aghadi Government are 169. Thackeray passed the floor test two days after being sworn-in as Maharashtra Chief Minister. The Shiv Sena president, who took oath as the chief minister on Thursday, formed a coalition government with NCP and Congress. Thackeray was sworn-in as the chief minister of the state on November 28. Six minister two each from the Sena, Congress and the NCP - also took oath at Shivaji Park.

Last Updated : Nov 30, 2019, 9:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.