উত্তরপ্রদেশ, 7 জুন : উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় ঝড়, ভারী বৃষ্টি ও বজ্রপাতের জেরে মৃত 14 ।
রাজ্যের বিভিন্ন এলাকায় গতকাল সন্ধে থেকে শুরু হয় ঝড় । সেইসঙ্গে ভারী বৃষ্টি ও বজ্রপাত । কেইসরগঞ্জ, মইনপুরি , এটা জেলা থেকে মৃত্যুর খবর পাওয়া গেছে । মইনপুরিতে 6 জন মারা গেছে । অনেক এলাকাতে শিলাবৃষ্টি হয়েছে । গাছ পড়ে বহু এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে । লক্ষণপুরায় দেওয়াল চাপা পড়ে দু'জন মারা গেছে ।