ETV Bharat / bharat

কর্নাটকের তুমকুরে পথ দুর্ঘটনায় মৃত 13 - তুমকুরে পথ দুর্ঘটনায় মৃত 13

কর্নাটকে দুটি প্রাইভেট গাড়ির সংঘর্ষে মৃত 13 ৷ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ ৷

13 people killed in Accident
দুর্ঘটনায় মৃত ব্যক্তিরা
author img

By

Published : Mar 6, 2020, 7:44 AM IST

Updated : Mar 6, 2020, 9:27 AM IST

বেঙ্গালুরু, 6 ফেব্রুয়ারি : দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত 13 ৷ কর্নাটকের তুমকুর জেলার কুনিগাল থানা এলাকার অন্তর্ভুক্ত 75 নম্বর জাতীয় সড়কের ঘটনা ৷ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ৷ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, দুটি প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থানেই মারা যান 13 জন ৷ এদের মধ্যে একাধিক মহিলা রয়েছেন ৷

car accident in karnataka Tumkur
দুর্ঘটনায় দুমড়ে গিয়েছে গাড়ির একাংশ

একটি মারুতি ব্রেজা ও ট্রাভেরার মুখোমুখি সংঘর্ষ হয় ৷ দুটি গাড়িই সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় ৷ ব্রেজা গাড়িতে ছিলেন লক্ষ্মীকান্ত, সন্দীপ ও মধু নামক তিন ব্যক্তি, তাঁরা সকলেই বেঙ্গালুরু থেকে ধরমশালা যাচ্ছিলেন ৷ ঘটনাস্থানেই তাঁরা মারা যান ৷

13 people died in a car accident in tumkur karanataka
মৃত ব্যক্তিরা

অন্যদিকে ট্রাভেরা গাড়িতে ছিলেন মঞ্জুনাথ, সুন্দর রাজ, সরলা দেবী, রত্নাম্মা, গৌরাম্মা, ত্রিশান্যা, তনুজা, মলয়াশ্রী ও চেতনা ৷ তাঁরা তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন ৷ ঠিক কী কারণে দুর্ঘটনা, তার তদন্ত পুলিশ শুরু করছে ৷

বেঙ্গালুরু, 6 ফেব্রুয়ারি : দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত 13 ৷ কর্নাটকের তুমকুর জেলার কুনিগাল থানা এলাকার অন্তর্ভুক্ত 75 নম্বর জাতীয় সড়কের ঘটনা ৷ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ৷ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, দুটি প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থানেই মারা যান 13 জন ৷ এদের মধ্যে একাধিক মহিলা রয়েছেন ৷

car accident in karnataka Tumkur
দুর্ঘটনায় দুমড়ে গিয়েছে গাড়ির একাংশ

একটি মারুতি ব্রেজা ও ট্রাভেরার মুখোমুখি সংঘর্ষ হয় ৷ দুটি গাড়িই সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় ৷ ব্রেজা গাড়িতে ছিলেন লক্ষ্মীকান্ত, সন্দীপ ও মধু নামক তিন ব্যক্তি, তাঁরা সকলেই বেঙ্গালুরু থেকে ধরমশালা যাচ্ছিলেন ৷ ঘটনাস্থানেই তাঁরা মারা যান ৷

13 people died in a car accident in tumkur karanataka
মৃত ব্যক্তিরা

অন্যদিকে ট্রাভেরা গাড়িতে ছিলেন মঞ্জুনাথ, সুন্দর রাজ, সরলা দেবী, রত্নাম্মা, গৌরাম্মা, ত্রিশান্যা, তনুজা, মলয়াশ্রী ও চেতনা ৷ তাঁরা তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন ৷ ঠিক কী কারণে দুর্ঘটনা, তার তদন্ত পুলিশ শুরু করছে ৷

Last Updated : Mar 6, 2020, 9:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.