ETV Bharat / bharat

জরুরি ভিত্তিতে জম্মু-কাশ্মীরে ১০০ কম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন কেন্দ্রের

জম্মু ও কাশ্মীরে ১০০ কম্পানি আধা সামরিক বাহিনীকে পাঠাল কেন্দ্র

ফাইল ফোটো
author img

By

Published : Feb 23, 2019, 10:56 AM IST

শ্রীনগর, ২৩ ফেব্রুয়ারি : জরুরি ভিত্তিতে ১০০ কম্পানি আধা সামরিক বাহিনীকে জম্মু ও কাশ্মীরে পাঠাল কেন্দ্র। গতরাতে রাজ্যের একাধিক বিচ্ছিন্নতাবাদী নেতাকে গ্রেপ্তারের পর যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই কেন্দ্রের এই পদক্ষেপ বলে বিশেষজ্ঞদের অভিমত।

গতকাল সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জরুরি ভিত্তিতে নোটিশ পাঠানো হয়। তারপর আকাশপথে ১০০ কম্পানি আধা সামরিক বাহিনীকে শ্রীনগরে নিয়ে যাওয়া হয়। আগামীদিনে কোথায় জওয়ানদের মোতায়েন করা হবে সে বিষয়ে গতরাতে নিরাপত্তাবাহিনী ও রাজ্য পুলিশ আলোচনা করে।

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৪০ জন জওয়ান শহিদ হন। তারপর জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাড়ানো হয়। ফলস্বরূপ, পুলওয়ামা হামলার দিনকয়েকের মধ্যেই জইশ-ই-মহম্মদের বোমা প্রস্তুতকারক ও এক হ্যান্ডেলারকে খতম করে নিরাপত্তাবাহিনী। তারপর গতরাতে রাজ্যজুড়ে বিচ্ছিন্নতাবাদী নেতাদের খোঁজে তল্লাশি চালায়। জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট নেতা ইয়াসিন মালিককে গ্রেপ্তার করা হয়। এছাড়া জামাত-ই-ইসলামির প্রধান আবদুল হামিদ ফয়াজসহ ১২ জন বিচ্ছিন্নতাবাদী নেতাদের গ্রেপ্তার করা হয়।

শ্রীনগর, ২৩ ফেব্রুয়ারি : জরুরি ভিত্তিতে ১০০ কম্পানি আধা সামরিক বাহিনীকে জম্মু ও কাশ্মীরে পাঠাল কেন্দ্র। গতরাতে রাজ্যের একাধিক বিচ্ছিন্নতাবাদী নেতাকে গ্রেপ্তারের পর যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই কেন্দ্রের এই পদক্ষেপ বলে বিশেষজ্ঞদের অভিমত।

গতকাল সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জরুরি ভিত্তিতে নোটিশ পাঠানো হয়। তারপর আকাশপথে ১০০ কম্পানি আধা সামরিক বাহিনীকে শ্রীনগরে নিয়ে যাওয়া হয়। আগামীদিনে কোথায় জওয়ানদের মোতায়েন করা হবে সে বিষয়ে গতরাতে নিরাপত্তাবাহিনী ও রাজ্য পুলিশ আলোচনা করে।

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৪০ জন জওয়ান শহিদ হন। তারপর জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাড়ানো হয়। ফলস্বরূপ, পুলওয়ামা হামলার দিনকয়েকের মধ্যেই জইশ-ই-মহম্মদের বোমা প্রস্তুতকারক ও এক হ্যান্ডেলারকে খতম করে নিরাপত্তাবাহিনী। তারপর গতরাতে রাজ্যজুড়ে বিচ্ছিন্নতাবাদী নেতাদের খোঁজে তল্লাশি চালায়। জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট নেতা ইয়াসিন মালিককে গ্রেপ্তার করা হয়। এছাড়া জামাত-ই-ইসলামির প্রধান আবদুল হামিদ ফয়াজসহ ১২ জন বিচ্ছিন্নতাবাদী নেতাদের গ্রেপ্তার করা হয়।

********************
Thank you for using CCTV+ content.Please contact Ms. Haley HE at service@cctvplus.com or call +86 10 63960094 for any further enquiries about CCTV+ content.
********************
Dalian City, Liaoning Province, northeast China - Recent (CCTV - No access Chinese mainland)
1. Various of woman hanging outside window of apartment building
2. Various of firefighters inside building
3. Woman pulled inside apartment
4. Various of firefighters carrying woman to vehicle
5. Room adjacent to where fire occurred
A recent fire which broke out in an old residential building in east China's Dalian city led to a scary scene of a trapped woman hanging by the edge of a window on the eighth floor.
As the fire spread through the building, smoke rose from the window where the woman was holding to, prompting her to scream for help.
Immediately after firefighters arrived at the scene, they split into two groups; one team manned water guns while trying to calm her down, while the other team rushed into the building to rescue the victim.
Firefighters from the second team soon reached and broke into the room where the woman was located. They pulled her back into the apartment before carrying her down through the fire safely. She is currently in stable condition.
Investigation suggests the fire was caused by inappropriate use of electric heaters.
********************
Thank you for using CCTV+ content.Please contact Ms. Haley HE at service@cctvplus.com or call +86 10 63960094 for any further enquiries about CCTV+ content.
********************
Copyright 2013 CCTV. All rights reserved.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.