ETV Bharat / bharat

জমি নিয়ে বিবাদ, উত্তরপ্রদেশে শুটআউটে নিহত 3 মহিলাসহ 10 - Death

উত্তরপ্রদেশের শোনভদ্রে জমি নিয়ে বিবাদ চলছিল দুই গোষ্ঠীর । বচসা তারই জেরে । এরপরই চলে গুলি। গুলিতে মৃত্যু হয় 3 জন মহিলাসহ মোট 10 জনের

উত্তরপ্রদেশে শুটআউটে
author img

By

Published : Jul 17, 2019, 8:46 PM IST

Updated : Jul 17, 2019, 10:33 PM IST

লখনউ, 17 জুলাই : উত্তরপ্রদেশে শুটআউটে নিহত 10 । পুলিশ স্টেশনের অদূরেই চলল দুই গোষ্ঠীর গুলি বিনিময় । জমি নিয়ে বিবাদ চলছিল দুই গোষ্ঠীর । বচসা তারই জেরে । এরপরই চলে গুলি। গুলিতে মৃত্যু হয় 3 জন মহিলাসহ মোট 10 জনের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন 20 জন । বুধবার বিকেলে শোনভদ্র জেলার উভা গ্রামে ঘটনাটি ঘটেছে । ঘটনাস্থানের 25 কিলোমিটার দূরে রয়েছে ঘোরওয়াল পুলিশ স্টেশন । ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

পুলিশ জানিয়েছে, ঘটনার সূত্রপাত প্রায় বছর দুয়েক আগে । গ্রামের প্রধান ওই এলাকায় বেশ কিছুটা জমি কিনেছিলেন । তা নিয়ে সেই সময়ই আপত্তি জানিয়েছিলেন গ্রামের বাসিন্দাদের একাংশ । বুধবার বিকেলে গ্রামপ্রধান ওই জমির দখল নিতে গেলে বাধা দেন ওই গ্রামবাসীরা । দুই পক্ষের মধ্যে শুরু হয় বাগবিতণ্ডা । বিবাদ গড়ায় হাতাহাতিতে।

শোনভদ্রের জেলাশাসক অঙ্কিতকুমার আগরওয়াল, SP সলমন তাজ ঘটনাস্থানে যান । এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন । তিনি জেলাশাসককে নির্দেশ দিয়েছেন আহতদের দ্রুত চিকিৎসা শুরু করার । মৃত ব্যক্তি পিছপ পাঁচ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ।

লখনউ, 17 জুলাই : উত্তরপ্রদেশে শুটআউটে নিহত 10 । পুলিশ স্টেশনের অদূরেই চলল দুই গোষ্ঠীর গুলি বিনিময় । জমি নিয়ে বিবাদ চলছিল দুই গোষ্ঠীর । বচসা তারই জেরে । এরপরই চলে গুলি। গুলিতে মৃত্যু হয় 3 জন মহিলাসহ মোট 10 জনের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন 20 জন । বুধবার বিকেলে শোনভদ্র জেলার উভা গ্রামে ঘটনাটি ঘটেছে । ঘটনাস্থানের 25 কিলোমিটার দূরে রয়েছে ঘোরওয়াল পুলিশ স্টেশন । ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

পুলিশ জানিয়েছে, ঘটনার সূত্রপাত প্রায় বছর দুয়েক আগে । গ্রামের প্রধান ওই এলাকায় বেশ কিছুটা জমি কিনেছিলেন । তা নিয়ে সেই সময়ই আপত্তি জানিয়েছিলেন গ্রামের বাসিন্দাদের একাংশ । বুধবার বিকেলে গ্রামপ্রধান ওই জমির দখল নিতে গেলে বাধা দেন ওই গ্রামবাসীরা । দুই পক্ষের মধ্যে শুরু হয় বাগবিতণ্ডা । বিবাদ গড়ায় হাতাহাতিতে।

শোনভদ্রের জেলাশাসক অঙ্কিতকুমার আগরওয়াল, SP সলমন তাজ ঘটনাস্থানে যান । এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন । তিনি জেলাশাসককে নির্দেশ দিয়েছেন আহতদের দ্রুত চিকিৎসা শুরু করার । মৃত ব্যক্তি পিছপ পাঁচ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ।

Gwalior (Madhya Pradesh), July 17 (ANI): A woman employee at a private hospital in Madhya Pradesh's Gwalior was allegedly thrashed by a male duty doctor after an argument broke out between them. The incident which was captured in hospital's CCTV camera has gone viral on social media. In the video, duty doctor Gaurav Sharma, and Geeta Dikshit who was attending the reception desk of the hospital got into verbal argument over an issue following which Dikshit left her desk. However, Sharma followed Dikshit and started beating her, after which people present at the hospital intervened and separated the two. Police is investigating the case.
Last Updated : Jul 17, 2019, 10:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.