কোচি, 17 মার্চ: পেটের দায়ে ভিনরাজ্য কেরলে (Kerala) কাজে গিয়েছিলেন মুর্শিদাবাদের বাসিন্দা শেখ বাদেশ ৷ আর সেখানেই ঘুরে গেল ভাগ্যের চাকা। লটারি কেটে 75 লক্ষ টাকা জিতলেন বাংলার শ্রমিক। কখনও এমনটা হবে তিনি ভাবেননি ৷ অভ্যাসবশতই টিকিট কাটতেন তিনি। তাতেই এবার হয়ে গেল কেল্লাফতে! কিন্তু বিপুল টাকা হাতে পেতেই আতঙ্কে ভুগছেন বাদেশ। সুরক্ষা চেয়ে সোজা পৌঁছে গেলেন থানায়। যদিও সেখানে কোনও অভিযোগ জানাতে যাননি বাদেশ। বরং সদ্য পাওয়া নিজের বিপুল অর্থের নিরাপত্তার কারণে থানায় গিয়েছিলেন। তাঁর কথায়, তিনি ভয় পেয়েছিলেন, এত টাকা যদি কেউ কেড়ে নেয়। তাই থানায় যাওয়াই উচিত বলে মনে করেছিলেন বাদেশ (Bengal Labour Wins Rs 75 Lakh Lottery)।
পুলিশের তরফে জানানো হয়েছে, এসকে বাদেশ ওরফে শেখ বাদেশ নামের ওই শ্রমিক বাংলা থেকে কেরলের এনরাকুলামে যান। সেখানে রাস্তা তৈরির দিনমজুর হিসেবে কাজ করছিলেন তিনি। তবে সম্প্রতি নিজের ভাগ্য যাচাই করতে কেরল সরকারের স্ত্রী শক্তি লটারি কাটেন। মালয়ালম ভাষা না-জানায় তাঁর এক বন্ধুকে লটারির টিকিটটি দেখান বাদেশ। তখন ওই বন্ধু লটারির টিকিট মিলিয়ে দেখেন 75 লক্ষ টাকা জিতেছেন বাদেশ। কিন্তু এই বিপুল পরিমাণ অর্থ জিতেই একেবারে মাথায় হাত তাঁর। কীভাবে এত টাকা সামলে রাখবেন, ভেবে না-পেয়ে মঙ্গলবার রাতে সোজা থানায় পৌঁছে যান তিনি। তাঁর সুরক্ষার আরজি জানান পুলিশের কাছে।
আরও পড়ুন: জাল লটারির টিকিট বিক্রির অভিযোগে ধৃত 2, পেশ করা হয়েছে দুর্গাপুর মহকুমা আদালতে
পুলিশ তাঁকে আশ্বস্ত করার পরই তিনি সেখানের বাড়িতে ফিরে যান ৷ তবে রাজ্য ছেড়ে কেরলে কাজ করতে যাওয়া বাদেশ এখন লাখপতি। তবে এটা এমন কিছু নতুন ঘটনা নয়। এর আগেও লটারি পেয়ে একাধিক মানুষকে পুলিশের দ্বারস্থ হতে দেখা গিয়ছে ৷ পুলিশকে বাদেশ জানিয়েছেন, প্রথমবারেই ভাগ্যদেবী সহায় হননি। এর আগেও একাধিকবার লটারির টিকিট কেটেছিলেন তিনি। কিন্তু কোনওবারই ভাগ্যের শিকে ছেঁড়েনি। তবে এবার সত্যিই হাতে চাঁদ পেলেন তিনি। তাই আর ভিনরাজ্যে পড়ে থাকতে চান না তিনি। লটারির টাকা পেতেই বাংলায় ফিরবেন। বাড়ি মেরামতি থেকে চাষবাস, জেতা অর্থ দিয়ে অনেককিছু করার পরিকল্পনাও করে ফেলেছেন বাদেশ।