ETV Bharat / bharat

টিকা নীতির সমালোচনা, ব্লু টিক নিয়ে কেন্দ্রকে বিঁধলেন রাহুল

ব্লু টিক নিয়ে লড়াই করছে মোদি সরকার ৷ অথচ কোভিড টিকার জন্য মানুষকে আত্মনির্ভর হতে হবে ৷ টুইটে এ ভাবেই কেন্দ্রকে একহাত নিলেন রাহুল গান্ধি ৷

be-atmanirbhar-for-vax-as-govt-fighting-for-blue-tick-rahul
টিকা নীতির সমালোচনা, ব্লু টিক নিয়ে কেন্দ্রকে বিঁধলেন রাহুল
author img

By

Published : Jun 6, 2021, 5:43 PM IST

নয়াদিল্লি, 6 জুন : দেশের টিকা নীতি নিয়ে নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করতে গিয়ে এ বার কেন্দ্র ও টুইটারের সংঘাতকে হাতিয়ার করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তিনি টুইটে কেন্দ্রের 'আত্মনির্ভর'তার পাঠকেও খোঁচা দিয়েছেন ৷

রবিবার টুইটে রাহুল লেখেন, "মোদি সরকার ব্লু টিকের জন্য লড়াই করছে ৷ আর আপনি যদি কোভিড টিকা চান, তাহলে আপনাকে আত্মনির্ভর হতে হবে ৷"

  • ब्लू टिक के लिए मोदी सरकार लड़ रही है-
    कोविड टीका चाहिए तो आत्मनिर्भर बनो!#Priorities

    — Rahul Gandhi (@RahulGandhi) June 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশের ভয়াবহ কোভিড পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের নীতিকে দায়ী করে প্রায় নিয়ম করে রোজই টুইট করেন রাগা ৷ এ বার তিনি টুইটারের সঙ্গে সংঘাত প্রসঙ্গ টেনে কেন্দ্রকে নিশানা করেছেন ৷ দেশের নির্দেশিকা মেনে চলা নিয়ে গত কয়েকদিন ধরেই টানাপোড়েন চলছে কেন্দ্রীয় সরকার ও টুইটারের মধ্যে ৷ দেশের উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে "ব্লু টিক" সরিয়ে দিয়েছিল টুইটার ৷ কারণ এই অ্যাকাউন্টটি বিগত ছ'মাস ধরে ব্যবহার করা হয়নি ৷ পরে অবশ্য সেই "ব্লু টিক" ফিরিয়ে দেয় সোশ্যাল মিডিয়া মাধ্য়ম ৷

আরও পড়ুন : টুইটারকে "শেষ সুযোগ" কেন্দ্রের

এরপরই একটি বিবৃতিতে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, "টুইটার আইএনসি-কে সরকারের নিয়ম মেনে চলার শেষ নোটিস দেওয়া হচ্ছে ৷ এই নির্দেশ না মানলে 2000 সালের তথ্য ও প্রযুক্তি আইনের 79 ধারা অনুযায়ী ও ভারতীয় দণ্ডবিধির অন্যান্য ধারার আওতায় এই সংস্থাকে বাতিল করার পদক্ষেপ করা হবে ৷ আর এর জন্য দায়ী থাকবে টুইটার ৷"

নয়াদিল্লি, 6 জুন : দেশের টিকা নীতি নিয়ে নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করতে গিয়ে এ বার কেন্দ্র ও টুইটারের সংঘাতকে হাতিয়ার করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তিনি টুইটে কেন্দ্রের 'আত্মনির্ভর'তার পাঠকেও খোঁচা দিয়েছেন ৷

রবিবার টুইটে রাহুল লেখেন, "মোদি সরকার ব্লু টিকের জন্য লড়াই করছে ৷ আর আপনি যদি কোভিড টিকা চান, তাহলে আপনাকে আত্মনির্ভর হতে হবে ৷"

  • ब्लू टिक के लिए मोदी सरकार लड़ रही है-
    कोविड टीका चाहिए तो आत्मनिर्भर बनो!#Priorities

    — Rahul Gandhi (@RahulGandhi) June 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশের ভয়াবহ কোভিড পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের নীতিকে দায়ী করে প্রায় নিয়ম করে রোজই টুইট করেন রাগা ৷ এ বার তিনি টুইটারের সঙ্গে সংঘাত প্রসঙ্গ টেনে কেন্দ্রকে নিশানা করেছেন ৷ দেশের নির্দেশিকা মেনে চলা নিয়ে গত কয়েকদিন ধরেই টানাপোড়েন চলছে কেন্দ্রীয় সরকার ও টুইটারের মধ্যে ৷ দেশের উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে "ব্লু টিক" সরিয়ে দিয়েছিল টুইটার ৷ কারণ এই অ্যাকাউন্টটি বিগত ছ'মাস ধরে ব্যবহার করা হয়নি ৷ পরে অবশ্য সেই "ব্লু টিক" ফিরিয়ে দেয় সোশ্যাল মিডিয়া মাধ্য়ম ৷

আরও পড়ুন : টুইটারকে "শেষ সুযোগ" কেন্দ্রের

এরপরই একটি বিবৃতিতে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, "টুইটার আইএনসি-কে সরকারের নিয়ম মেনে চলার শেষ নোটিস দেওয়া হচ্ছে ৷ এই নির্দেশ না মানলে 2000 সালের তথ্য ও প্রযুক্তি আইনের 79 ধারা অনুযায়ী ও ভারতীয় দণ্ডবিধির অন্যান্য ধারার আওতায় এই সংস্থাকে বাতিল করার পদক্ষেপ করা হবে ৷ আর এর জন্য দায়ী থাকবে টুইটার ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.