ETV Bharat / bharat

বেঙ্গালুরুতে বাংলাদেশি মহিলাকে যৌন হেনস্থা, ভিডিয়ো ভাইরাল; গ্রেফতার 4 - যৌন হেনস্থার অভিযোগ বন্ধুদের বিরুদ্ধে

জানা গিয়েছে, অভিযুক্তেদের মধ্যে কেউ কেউ ও নির্যাতিতা অবৈধভাবে ভারতে ঢোকে ৷ রামামূর্তি নগরের এনআরআই কলোনিতে থাকছিল তারা ৷ অভিযুক্তরা দেহ ব্যবসার সঙ্গেও যুক্ত বলে জানতে পেরেছে পুলিশ ৷

Bangladeshi-based woman sexually harassed by friends in Bengaluru!
Bangladeshi-based woman sexually harassed by friends in Bengaluru!
author img

By

Published : May 28, 2021, 7:51 AM IST

বেঙ্গালুরু, 28 মে : বেঙ্গালুরুতে বাংলাদেশি এক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল তাঁরই বন্ধুদের বিরুদ্ধে ৷ যৌন হেনস্থার ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই গোটা ঘটনা প্রকাশ্যে আসে ৷ ঘটনায় অভিযুক্ত 4 জনকে গ্রেফতার করেছে বেঙ্গালুরুর রামামুর্তি নগর থানার পুলিশ ৷

গ্রেফতার করা হয়েছে সাগর, মহম্মদ বাবু, শেখ রিদাই বাবুকে ৷ একই ঘটনায় অভিযুক্ত আরও দুজনকে খুঁজছে পুলিশ ৷ জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে কেউ কেউ ও নির্যাতিতা অবৈধভাবে ভারতে ঢোকে ৷ রামামূর্তি নগরের এনআরআই কলোনিতে থাকছিল তারা ৷ অভিযুক্তরা দেহ ব্যবসার সঙ্গেও যুক্ত বলে জানতে পেরেছে পুলিশ ৷

আরও পড়ুন : চাকরির টোপ দিয়ে যুবতিকে শারীরিক নির্যাতনের অভিযোগ, অধরা অভিযুক্ত

যৌন হেনস্থার ভিডিয়োটি ভাইরাল হয় উত্তর-পূর্বাঞ্চল ও বাংলাদেশে ৷ ওই ভিডিয়ো সূত্রেই প্রথমে তদন্তে নামে অসম পুলিশ ৷ বাংলাদেশের পুলিশের সঙ্গে যোগাযোগ করে অসম পুলিশ ৷ এরপর বাংলাদেশের পুলিশ নির্যাতিতার পরিবারের সঙ্গে যোগযোগ করে এবং বেঙ্গালুরু পুলিশকে গোটা ঘটনার কথা জানায় ৷ অসম পুলিশ, বাংলাদেশ পুলিশ ও বেঙ্গালুরু পুলিশের যৌথভাবে তদন্তপ্রক্রিয়া চালাচ্ছে ৷ এখনও অধরা অভিযুক্তদের ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে, ঘোষণা করেছে অসম পুলিশ ৷

বেঙ্গালুরু, 28 মে : বেঙ্গালুরুতে বাংলাদেশি এক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল তাঁরই বন্ধুদের বিরুদ্ধে ৷ যৌন হেনস্থার ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই গোটা ঘটনা প্রকাশ্যে আসে ৷ ঘটনায় অভিযুক্ত 4 জনকে গ্রেফতার করেছে বেঙ্গালুরুর রামামুর্তি নগর থানার পুলিশ ৷

গ্রেফতার করা হয়েছে সাগর, মহম্মদ বাবু, শেখ রিদাই বাবুকে ৷ একই ঘটনায় অভিযুক্ত আরও দুজনকে খুঁজছে পুলিশ ৷ জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে কেউ কেউ ও নির্যাতিতা অবৈধভাবে ভারতে ঢোকে ৷ রামামূর্তি নগরের এনআরআই কলোনিতে থাকছিল তারা ৷ অভিযুক্তরা দেহ ব্যবসার সঙ্গেও যুক্ত বলে জানতে পেরেছে পুলিশ ৷

আরও পড়ুন : চাকরির টোপ দিয়ে যুবতিকে শারীরিক নির্যাতনের অভিযোগ, অধরা অভিযুক্ত

যৌন হেনস্থার ভিডিয়োটি ভাইরাল হয় উত্তর-পূর্বাঞ্চল ও বাংলাদেশে ৷ ওই ভিডিয়ো সূত্রেই প্রথমে তদন্তে নামে অসম পুলিশ ৷ বাংলাদেশের পুলিশের সঙ্গে যোগাযোগ করে অসম পুলিশ ৷ এরপর বাংলাদেশের পুলিশ নির্যাতিতার পরিবারের সঙ্গে যোগযোগ করে এবং বেঙ্গালুরু পুলিশকে গোটা ঘটনার কথা জানায় ৷ অসম পুলিশ, বাংলাদেশ পুলিশ ও বেঙ্গালুরু পুলিশের যৌথভাবে তদন্তপ্রক্রিয়া চালাচ্ছে ৷ এখনও অধরা অভিযুক্তদের ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে, ঘোষণা করেছে অসম পুলিশ ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.