ETV Bharat / bharat

Babul Supriyo : উত্তরাখণ্ডে মৃত আসানসোলের পর্যটক, জম্মুর মতো ক্ষতিপূরণ চেয়ে প্রধানমন্ত্রীকে টুইট বাবুলের - বাবুল সুপ্রিয় টুইট

গতকাল জম্মু-কাশ্মীরের বাস দুর্ঘটনায় মৃত 9 জনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ অন্যদিকে উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে মারা গিয়েছেন আসানসোলের 5 পর্যটক ৷ এই ঘটনা জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে ক্ষতিপূরণের অনুরোধ জানালেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় ৷

বাবুল সুপ্রিয়
বাবুল সুপ্রিয়
author img

By

Published : Oct 29, 2021, 9:37 AM IST

কলকাতা, 29 অক্টোবর : জম্মু-কাশ্মীরে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যা দেখে উত্তরাখণ্ডে মৃত আসানসোলের পর্যটকদের জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে ক্ষতিপূরণ চাইলেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় ৷ এ বিষয়ে একটি টুইট করেছেন পিএমও ইন্ডিয়াকে ৷

গতকাল জম্মু-কাশ্মীরে একটি বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 9 জন ৷ একটি যাত্রীবোঝাই মিনি বাস ডোডা (Doda) থেকে থাত্রির (Thathri) দিকে যাওয়ার পথে পিছলে গিয়ে খাদে পড়ে যায় ৷ এই ঘটনায় সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীর অফিসের তরফে টুইট করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয় ৷ পিএমএনআরএফ ফান্ড থেকে মৃতদের প্রত্যেক পরিবারকে 2 লক্ষ টাকা আর আহতদের 50 হাজার টাকা করে দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী ৷

এরপরই বাবুল সুপ্রিয় (Babul Supriyo) একটি টুইট করে জম্মু-কাশ্মীরের বাস দুর্ঘটনায় মৃতদের প্রতি শোকপ্রকাশ করেন ৷ সেখানে তিনি লেখেন, "জম্মু-কাশ্মীরের বাস দুর্ঘটনায় 8জন প্রাণ হারানোর ঘটনায় ব্যথিত ৷ সম্মানীয় প্রধামন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজীকে ধন্যবাদ জানাই, তিনি মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ তিনি এরকম বহু দুর্ঘটনায় মৃত, জখম ব্যক্তিদের প্রতি তাঁর করুণা প্রকাশ করেছেন ৷"

  • Yesterday in a very sad accident in Uttarakhand, 15 tourists frm WB were injured & 5 people, ALL frm my City Asansol, have lost their lives (names included)•Wud request his his kindself to announce such an exgratia for the victims/injured in this unfortunate incident🙏@PMOIndia pic.twitter.com/nENviwFLmc

    — Babul Supriyo (@SuPriyoBabul) October 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Uttarakhand Tourist Death : উত্তরাখণ্ডে খাদে পড়ল গাড়ি, মৃত 5 বাঙালি পর্যটক

এরই সঙ্গে তিনি উত্তরাখণ্ডে 5 জন পর্যটকের প্রাণ হারানোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর অফিস @PMOIndia-র উদ্দেশে টুইট করেন ৷ তিনি লেখেন, "উত্তরাখণ্ডে একটি মর্মান্তিক দুর্ঘটনায় 15 জন পর্যটক আহত হয়েছেন আর 5 জন মারা গিয়েছেন ৷ মৃত ব্যক্তিরা সবাই আমার আসানসোল শহরের বাসিন্দা (নাম দেওয়া রয়েছে) ৷ আপনাকে অনুরোধ করছি আপনি দয়া করে এই দুর্ভাগ্যজনক ঘটনায় মৃত, আহত ব্যক্তিদের জন্যও ক্ষতিপূরণের ঘোষণা করুন ৷" টুইটে তিনি উত্তরাখণ্ডে মৃত পর্যটকদের নিয়ে প্রকাশিত বেশ কয়েকটি খবরও পোস্ট করেন ৷

কলকাতা, 29 অক্টোবর : জম্মু-কাশ্মীরে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যা দেখে উত্তরাখণ্ডে মৃত আসানসোলের পর্যটকদের জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে ক্ষতিপূরণ চাইলেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় ৷ এ বিষয়ে একটি টুইট করেছেন পিএমও ইন্ডিয়াকে ৷

গতকাল জম্মু-কাশ্মীরে একটি বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 9 জন ৷ একটি যাত্রীবোঝাই মিনি বাস ডোডা (Doda) থেকে থাত্রির (Thathri) দিকে যাওয়ার পথে পিছলে গিয়ে খাদে পড়ে যায় ৷ এই ঘটনায় সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীর অফিসের তরফে টুইট করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয় ৷ পিএমএনআরএফ ফান্ড থেকে মৃতদের প্রত্যেক পরিবারকে 2 লক্ষ টাকা আর আহতদের 50 হাজার টাকা করে দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী ৷

এরপরই বাবুল সুপ্রিয় (Babul Supriyo) একটি টুইট করে জম্মু-কাশ্মীরের বাস দুর্ঘটনায় মৃতদের প্রতি শোকপ্রকাশ করেন ৷ সেখানে তিনি লেখেন, "জম্মু-কাশ্মীরের বাস দুর্ঘটনায় 8জন প্রাণ হারানোর ঘটনায় ব্যথিত ৷ সম্মানীয় প্রধামন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজীকে ধন্যবাদ জানাই, তিনি মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ তিনি এরকম বহু দুর্ঘটনায় মৃত, জখম ব্যক্তিদের প্রতি তাঁর করুণা প্রকাশ করেছেন ৷"

  • Yesterday in a very sad accident in Uttarakhand, 15 tourists frm WB were injured & 5 people, ALL frm my City Asansol, have lost their lives (names included)•Wud request his his kindself to announce such an exgratia for the victims/injured in this unfortunate incident🙏@PMOIndia pic.twitter.com/nENviwFLmc

    — Babul Supriyo (@SuPriyoBabul) October 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Uttarakhand Tourist Death : উত্তরাখণ্ডে খাদে পড়ল গাড়ি, মৃত 5 বাঙালি পর্যটক

এরই সঙ্গে তিনি উত্তরাখণ্ডে 5 জন পর্যটকের প্রাণ হারানোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর অফিস @PMOIndia-র উদ্দেশে টুইট করেন ৷ তিনি লেখেন, "উত্তরাখণ্ডে একটি মর্মান্তিক দুর্ঘটনায় 15 জন পর্যটক আহত হয়েছেন আর 5 জন মারা গিয়েছেন ৷ মৃত ব্যক্তিরা সবাই আমার আসানসোল শহরের বাসিন্দা (নাম দেওয়া রয়েছে) ৷ আপনাকে অনুরোধ করছি আপনি দয়া করে এই দুর্ভাগ্যজনক ঘটনায় মৃত, আহত ব্যক্তিদের জন্যও ক্ষতিপূরণের ঘোষণা করুন ৷" টুইটে তিনি উত্তরাখণ্ডে মৃত পর্যটকদের নিয়ে প্রকাশিত বেশ কয়েকটি খবরও পোস্ট করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.