ETV Bharat / bharat

ভারত থেকে অস্ট্রেলিয়া ফিরলে হতে পারে জেল, জরিমানা

author img

By

Published : May 1, 2021, 2:32 PM IST

ভারত-অস্ট্রেলিয়া বিমান পরিষেবা বন্ধ হয়েছিল আগেই ৷ এবার গত 14 দিনে ভারতে আসা নাগরিকরা অস্ট্রেলিয়া ফিরে গেলে জেলে যেতে হতে পারে, স্পষ্ট জানিয়ে দিল সেই দেশের সরকার ৷ ভারতের সংক্রমণ যাতে কোনো ভাবে সেখানে পৌঁছে অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতিকে নাগালের বাইের না নিয়ে যায়, তাই এই ব্যবস্থা ৷ এই কড়াকড়ি চালু হলেও ভারতের পাশেই আছে অস্ট্রেলিয়া, জানিয়েছে আজ ৷

ভারত থেকে অস্ট্রেলিয়া গেলে হাজতবাসের সম্ভাবনা
ভারত থেকে অস্ট্রেলিয়া গেলে হাজতবাসের সম্ভাবনা

মেলবোর্ন, 1 মে : এখন ভারত থেকে অস্ট্রেলিয়া ফিরলে হয় জেলে যেতে হবে নতুবা 66000 অস্ট্রেলিয়ান ডলার (37000 পাউন্ড) জরিমানা দিতে হবে ৷ শুক্রবার ন্যাশনাল ক্যাবিনেটের বৈঠকের পর এই ঘোষণা করেছে অস্ট্রেলিয়া সরকার ৷ ভারতের সংক্রমণ যাতে অস্ট্রেলিয়ার কোভিড পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে না নিয়ে যায়, তার জন্যই এই কড়াকড়ি ৷ নিজের দেশকে বাঁচাতে অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত ৷

এই সপ্তাহের শুরুতে ভারত-অস্ট্রেলিয়া বিমান পরিষেবা বন্ধ করেছে অস্ট্রেলিয়া ৷ এবার ভারত থেকে অস্ট্রেলিয়া যাওয়াকে একপ্রকার অপরাধমূলক কাজ হিসেবে দাগিয়ে সঙ্গে জুড়ল হাজতবাস আর জরিমানা ৷ সোমবার, 3 মে থেকেই এই নিয়ম লাগু হচ্ছে ভারতের জন্য ৷

ভারতে প্রায় 9,000 অস্ট্রেলিয়াবাসী রয়েছে এখন, যার মধ্যে 600 জনকে সুরক্ষিত নয় এই তকমা দেওয়া হয়েছে ৷ বিশ্বে ভারতের করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ এই মুহূর্তে ৷ ভারত থেকে অস্ট্রেলিয়া ফেরা যাত্রীদের মধ্যে অনেকেই সংক্রমণ নিয়ে কোয়ারান্টিনে রয়েছেন, সেই সংখ্যার নিরিখেই এই সিদ্ধান্ত, জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট ৷ যদিও এই ঘোষণা 15 মে আরও একবার খতিয়ে দেখবে সরকার ৷

আরও পড়ুন: আগামিকালের ভোটগণনা কি পিছিয়ে দেওয়া যেতে পারে, জানতে চাইল সুপ্রিম কোর্ট

অস্ট্রেলিয়ার চিফ মেডিক্যাল অফিসার জানিয়েছেন, তারা ভারতের মহামারি অবস্থার উপর নজর রাখছে, তার সঙ্গে অস্ট্রেলিয়ায় কোয়ারান্টিনে থাকার সামর্থ্য খতিয়ে দেখা হবে ৷ এর পর ফের বিশেষজ্ঞ কমিটি বিষয়টি পর্যালোচনা করে দেখবে অস্ট্রেলিয়াবাসীর স্বাস্থ্যের জন্য পরিস্থিতি কতটা বিপজ্জনক ৷ তার উপর একটা রিপোর্ট দেবেন তাঁরা ৷ অস্ট্রেলিয়ার জনগণের সার্বিক স্বাস্থ্যের বিষয়টি গুরুত্বপূর্ণ ৷ এখানে কোয়ারান্টিন পদ্ধতিটি নিরাপদ আর কোভিড-19-এ সংক্রামিত রোগীদের আইসোলেশনে থাকার ব্যবস্থাটিও সরকারের নিয়ন্ত্রণে রয়েছে ৷

যদিও এর পাশাপাশি অস্ট্রেলিয়া ভারতের প্রতি সহমর্মিতা জানিয়ে সরকারের তরফে বলা হয়েছে, "আমাদের হৃদয় দিয়ে ভারতের মানুষের পাশে রয়েছি আর আমাদের ভারত-অস্ট্রেলিয়া কমিউনিটির সঙ্গেও ৷ অস্ট্রেলিয়ার পরিবারের সদস্য, বন্ধুরা ভারতে সংকটাপন্ন ৷ অস্ট্রেলিয়া ভারতকে 1000-টিরও বেশি নন-ইনভেসিভ ভেন্টিলেটর-সহ জরুরি ওষুধ পাঠাবে ৷ "

এ ছাড়াও পর্যাপ্ত সংখ্যক পিপিই কিট, 10 লক্ষ সার্জিকাল মাস্ক, এক লক্ষ সার্জিকাল গাউন, এক লক্ষ বিশেষ চশমা, এক লক্ষ জোড়া গ্লাভস আর 20000 ফেস শিল্ডস ভারতে পাঠাবার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার ৷

মেলবোর্ন, 1 মে : এখন ভারত থেকে অস্ট্রেলিয়া ফিরলে হয় জেলে যেতে হবে নতুবা 66000 অস্ট্রেলিয়ান ডলার (37000 পাউন্ড) জরিমানা দিতে হবে ৷ শুক্রবার ন্যাশনাল ক্যাবিনেটের বৈঠকের পর এই ঘোষণা করেছে অস্ট্রেলিয়া সরকার ৷ ভারতের সংক্রমণ যাতে অস্ট্রেলিয়ার কোভিড পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে না নিয়ে যায়, তার জন্যই এই কড়াকড়ি ৷ নিজের দেশকে বাঁচাতে অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত ৷

এই সপ্তাহের শুরুতে ভারত-অস্ট্রেলিয়া বিমান পরিষেবা বন্ধ করেছে অস্ট্রেলিয়া ৷ এবার ভারত থেকে অস্ট্রেলিয়া যাওয়াকে একপ্রকার অপরাধমূলক কাজ হিসেবে দাগিয়ে সঙ্গে জুড়ল হাজতবাস আর জরিমানা ৷ সোমবার, 3 মে থেকেই এই নিয়ম লাগু হচ্ছে ভারতের জন্য ৷

ভারতে প্রায় 9,000 অস্ট্রেলিয়াবাসী রয়েছে এখন, যার মধ্যে 600 জনকে সুরক্ষিত নয় এই তকমা দেওয়া হয়েছে ৷ বিশ্বে ভারতের করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ এই মুহূর্তে ৷ ভারত থেকে অস্ট্রেলিয়া ফেরা যাত্রীদের মধ্যে অনেকেই সংক্রমণ নিয়ে কোয়ারান্টিনে রয়েছেন, সেই সংখ্যার নিরিখেই এই সিদ্ধান্ত, জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট ৷ যদিও এই ঘোষণা 15 মে আরও একবার খতিয়ে দেখবে সরকার ৷

আরও পড়ুন: আগামিকালের ভোটগণনা কি পিছিয়ে দেওয়া যেতে পারে, জানতে চাইল সুপ্রিম কোর্ট

অস্ট্রেলিয়ার চিফ মেডিক্যাল অফিসার জানিয়েছেন, তারা ভারতের মহামারি অবস্থার উপর নজর রাখছে, তার সঙ্গে অস্ট্রেলিয়ায় কোয়ারান্টিনে থাকার সামর্থ্য খতিয়ে দেখা হবে ৷ এর পর ফের বিশেষজ্ঞ কমিটি বিষয়টি পর্যালোচনা করে দেখবে অস্ট্রেলিয়াবাসীর স্বাস্থ্যের জন্য পরিস্থিতি কতটা বিপজ্জনক ৷ তার উপর একটা রিপোর্ট দেবেন তাঁরা ৷ অস্ট্রেলিয়ার জনগণের সার্বিক স্বাস্থ্যের বিষয়টি গুরুত্বপূর্ণ ৷ এখানে কোয়ারান্টিন পদ্ধতিটি নিরাপদ আর কোভিড-19-এ সংক্রামিত রোগীদের আইসোলেশনে থাকার ব্যবস্থাটিও সরকারের নিয়ন্ত্রণে রয়েছে ৷

যদিও এর পাশাপাশি অস্ট্রেলিয়া ভারতের প্রতি সহমর্মিতা জানিয়ে সরকারের তরফে বলা হয়েছে, "আমাদের হৃদয় দিয়ে ভারতের মানুষের পাশে রয়েছি আর আমাদের ভারত-অস্ট্রেলিয়া কমিউনিটির সঙ্গেও ৷ অস্ট্রেলিয়ার পরিবারের সদস্য, বন্ধুরা ভারতে সংকটাপন্ন ৷ অস্ট্রেলিয়া ভারতকে 1000-টিরও বেশি নন-ইনভেসিভ ভেন্টিলেটর-সহ জরুরি ওষুধ পাঠাবে ৷ "

এ ছাড়াও পর্যাপ্ত সংখ্যক পিপিই কিট, 10 লক্ষ সার্জিকাল মাস্ক, এক লক্ষ সার্জিকাল গাউন, এক লক্ষ বিশেষ চশমা, এক লক্ষ জোড়া গ্লাভস আর 20000 ফেস শিল্ডস ভারতে পাঠাবার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.