ETV Bharat / bharat

গরু আমাদের মা, বন্ধ করতে হবে গোহত্যা : হিমন্ত বিশ্বশর্মা

মুখ্যমন্ত্রী হয়ে প্রথম বিধানসভা অধিবেশনেই হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করলেন গো সুরক্ষার কথা ৷ জানালেন, আগামী অধিবেশনেই সংবিধানের আওতায় গো সুরক্ষা বিল পাশ করানো হবে ৷ পশ্চিমবঙ্গ থেকে গরু পাচার করে অসমে নিয়ে আসাও মেনে নেবে না তাঁর সরকার ৷

অসমের মুখ্যমন্ত্রী  হিমন্ত বিশ্বশর্মা
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা
author img

By

Published : May 25, 2021, 1:01 PM IST

গুয়াহাটি, 25 মে : "গরু আমাদের মা, তাই গোহত্যা বন্ধ করতে হবে৷" তাঁর প্রথম বিধানসভা অধিবেশনের শেষ দিনে ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ গরু বাঁচানোর জন্য সংবিধানের আওতায় সব রকম চেষ্টা করবে অসম সরকার ৷ অসমের রাজ্যপালও জানিয়েছেন পরবর্তী বিধানসভা অধিবেশনে গরু সুরক্ষা বিল আনা হবে ৷

হিমন্ত বলেন, "গরু আমাদের মা ৷ পশ্চিমবঙ্গ থেকে গরু পাচার করে এখানে নিয়ে আসা মেনে নেব না ৷ যে সব জায়গায় গরুকে পুজো করা হয়, সেখানে গরুর মাংস খাওয়া উচিত নয় ৷ এর মানে এই নয় যে হঠাৎই প্রত্যেককে নিজের অভ্যাস বদলে ফেলতে হবে ৷" তবে শুধু পাচারই নয়, সংবিধানের "ডায়রেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি"-র আওতায় আইনি পদ্ধতিতে গোহত্যা বন্ধ করা হবে ৷ আর গরু নিয়ে বেআইনি ব্যবসাও বন্ধ করা হবে বলে সতর্ক করেছেন তিনি ৷

আরও পড়ুন : সাইক্লোন যশ : দু-দিন কলকাতা হাইকোর্টে শুনানি বন্ধ

1950-এ "দ্য অসম ক্যাটেল প্রিভেনশন অ্যাক্ট" অনুযায়ী গোহত্যা বন্ধ করা গেলেও, 5 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী "হত্যার উপযুক্ত" সার্টিফিকেটে বিশেষ ক্ষেত্রে গোহত্যা অনুমোদিত ৷ গরুটির বয়স 14 বছরের বেশি হলে অথবা কোনও আঘাতের কারণে কাজ করার ক্ষমতা না থাকলে, পশু চিকিৎসক এই সার্টিফিকেট দিতে পারেন ৷ 6 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কর্তৃপক্ষের নির্ধারিত জায়গাতেই শুধুমাত্র গোহত্যা করা যাবে ৷ যদিও 13 নম্বর অনুচ্ছেদে ইদ উপলক্ষ্যে গোহত্যায় ছাড়পত্র দেওয়া হয়েছে ৷

মুখ্যমন্ত্রীকে সমর্থন করেছেন বিজেপি বিধায়ক জয়ন্ত মাল্লাহ বড়ুয়া, এমনকি অন্য দলের নেতারাও ৷ তবে এর বিরোধিতা করেছেন এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম ৷ তিনি জানিয়েছেন, "দেশের বহু জায়গায় এই প্রথা চলছে৷" এই আইনের নজরদারির ফলে মানুষকে যেন কোনও গণরোষের মুখোমুখি হতে না হয়, সে বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে ৷

গুয়াহাটি, 25 মে : "গরু আমাদের মা, তাই গোহত্যা বন্ধ করতে হবে৷" তাঁর প্রথম বিধানসভা অধিবেশনের শেষ দিনে ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ গরু বাঁচানোর জন্য সংবিধানের আওতায় সব রকম চেষ্টা করবে অসম সরকার ৷ অসমের রাজ্যপালও জানিয়েছেন পরবর্তী বিধানসভা অধিবেশনে গরু সুরক্ষা বিল আনা হবে ৷

হিমন্ত বলেন, "গরু আমাদের মা ৷ পশ্চিমবঙ্গ থেকে গরু পাচার করে এখানে নিয়ে আসা মেনে নেব না ৷ যে সব জায়গায় গরুকে পুজো করা হয়, সেখানে গরুর মাংস খাওয়া উচিত নয় ৷ এর মানে এই নয় যে হঠাৎই প্রত্যেককে নিজের অভ্যাস বদলে ফেলতে হবে ৷" তবে শুধু পাচারই নয়, সংবিধানের "ডায়রেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি"-র আওতায় আইনি পদ্ধতিতে গোহত্যা বন্ধ করা হবে ৷ আর গরু নিয়ে বেআইনি ব্যবসাও বন্ধ করা হবে বলে সতর্ক করেছেন তিনি ৷

আরও পড়ুন : সাইক্লোন যশ : দু-দিন কলকাতা হাইকোর্টে শুনানি বন্ধ

1950-এ "দ্য অসম ক্যাটেল প্রিভেনশন অ্যাক্ট" অনুযায়ী গোহত্যা বন্ধ করা গেলেও, 5 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী "হত্যার উপযুক্ত" সার্টিফিকেটে বিশেষ ক্ষেত্রে গোহত্যা অনুমোদিত ৷ গরুটির বয়স 14 বছরের বেশি হলে অথবা কোনও আঘাতের কারণে কাজ করার ক্ষমতা না থাকলে, পশু চিকিৎসক এই সার্টিফিকেট দিতে পারেন ৷ 6 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কর্তৃপক্ষের নির্ধারিত জায়গাতেই শুধুমাত্র গোহত্যা করা যাবে ৷ যদিও 13 নম্বর অনুচ্ছেদে ইদ উপলক্ষ্যে গোহত্যায় ছাড়পত্র দেওয়া হয়েছে ৷

মুখ্যমন্ত্রীকে সমর্থন করেছেন বিজেপি বিধায়ক জয়ন্ত মাল্লাহ বড়ুয়া, এমনকি অন্য দলের নেতারাও ৷ তবে এর বিরোধিতা করেছেন এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম ৷ তিনি জানিয়েছেন, "দেশের বহু জায়গায় এই প্রথা চলছে৷" এই আইনের নজরদারির ফলে মানুষকে যেন কোনও গণরোষের মুখোমুখি হতে না হয়, সে বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.