ETV Bharat / bharat

সুস্থতার পথে মুম্বই, ধারাভিতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা শূন্য

author img

By

Published : Jun 15, 2021, 6:53 AM IST

Updated : Jun 15, 2021, 7:11 AM IST

2. 1 বর্গকিলোমিটার এলাকায় 10 লাখ মানুষের বাস ৷ এই বছরের 24 ফেব্রুয়ারির পর এই প্রথমবার গত 24 ঘণ্টায় ধারাভিতে একজনও করোনায় আক্রান্ত হননি ৷

ধারাভি
ধারাভি

মুম্বই , 15 জুন : মুম্বইয়ের ধারাভি বস্তি ৷ এশিয়ার বৃহত্তম বস্তি ৷ একটা সময় ছিল এখানে ছড়িয়ে গিয়েছিল করোনা ৷ একের পর এক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছিলেন । কিন্তু এই প্রথম, একদিনে একজনও করোনায় আক্রান্ত হননি ৷ সোমবার বৃহন্মুম্বই পৌরসভার রিপোর্টে এমনই তথ্য প্রকাশিত হয়েছে ৷

এখনও পর্যন্ত ধারাভিতে করোনায় আক্রান্ত হয়েছেন 6 হাজার 861 জন ৷ বর্তমানে ধারাভিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা 13 জন ৷ যাঁদের মধ্যে ছয়জন হোম আইসোলেসনে রয়েছেন ৷ 7 জন হাসপাতালে চিকিৎসাধীন ৷ এই 7 জনের মধ্যে আবার 3 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ৷

2.1 বর্গকিলোমিটার অঞ্চল জুড়ে এই বস্তি ৷ বসবাস 10 লাখ মানুষের ৷ গত বছরের 1 এপ্রিল প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে এখানে ৷ তারপর থেকে রোজই আক্রান্ত হয়েছেন কেউ না কেউ ৷ প্রায় এক বছরের মাথায় অর্থাৎ এই বছরের 4 এপ্রিল এখানে একদিনে সর্বোচ্চ 99 জনের দেহে করোনা ধরা পড়ে ৷

আরও পড়ুন : জমি কিনে বিতর্কে রাম জন্মভূমি ট্রাস্ট, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি কংগ্রেসের

বিপর্যয় পরিচালন ও পুনর্বাসন প্রতিমন্ত্রী বিজয় ওয়াদেটিয়ার বলেন , " গত 24 ঘণ্টায় ধারাভিতে একজনের দেহেও ভাইরাসের হদিশ মেলেনি ৷ এর মানে মুম্বই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে ৷ এর কৃতিত্ব যায় ধারাভিবাসীর কাছে ও মুম্বই কর্তৃপক্ষের কাছে ৷ " মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর জানান, এটা শুধুমাত্র বৃহন্মুম্বই পৌরসভার সাফল্য নয় , ধারাভিবাসীও এর জন্য ধন্যবাদ প্রাপক ৷

মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা 59 লাখ 8 হাজার 992 । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 1 লাখ 11 হাজার 104 । এদিকে, রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 লাখ 55 হাজার 588 । সুস্থ হয়ে উঠেছে 56 লাখ 39 হাজার 271 ।

মুম্বই , 15 জুন : মুম্বইয়ের ধারাভি বস্তি ৷ এশিয়ার বৃহত্তম বস্তি ৷ একটা সময় ছিল এখানে ছড়িয়ে গিয়েছিল করোনা ৷ একের পর এক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছিলেন । কিন্তু এই প্রথম, একদিনে একজনও করোনায় আক্রান্ত হননি ৷ সোমবার বৃহন্মুম্বই পৌরসভার রিপোর্টে এমনই তথ্য প্রকাশিত হয়েছে ৷

এখনও পর্যন্ত ধারাভিতে করোনায় আক্রান্ত হয়েছেন 6 হাজার 861 জন ৷ বর্তমানে ধারাভিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা 13 জন ৷ যাঁদের মধ্যে ছয়জন হোম আইসোলেসনে রয়েছেন ৷ 7 জন হাসপাতালে চিকিৎসাধীন ৷ এই 7 জনের মধ্যে আবার 3 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ৷

2.1 বর্গকিলোমিটার অঞ্চল জুড়ে এই বস্তি ৷ বসবাস 10 লাখ মানুষের ৷ গত বছরের 1 এপ্রিল প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে এখানে ৷ তারপর থেকে রোজই আক্রান্ত হয়েছেন কেউ না কেউ ৷ প্রায় এক বছরের মাথায় অর্থাৎ এই বছরের 4 এপ্রিল এখানে একদিনে সর্বোচ্চ 99 জনের দেহে করোনা ধরা পড়ে ৷

আরও পড়ুন : জমি কিনে বিতর্কে রাম জন্মভূমি ট্রাস্ট, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি কংগ্রেসের

বিপর্যয় পরিচালন ও পুনর্বাসন প্রতিমন্ত্রী বিজয় ওয়াদেটিয়ার বলেন , " গত 24 ঘণ্টায় ধারাভিতে একজনের দেহেও ভাইরাসের হদিশ মেলেনি ৷ এর মানে মুম্বই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে ৷ এর কৃতিত্ব যায় ধারাভিবাসীর কাছে ও মুম্বই কর্তৃপক্ষের কাছে ৷ " মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর জানান, এটা শুধুমাত্র বৃহন্মুম্বই পৌরসভার সাফল্য নয় , ধারাভিবাসীও এর জন্য ধন্যবাদ প্রাপক ৷

মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা 59 লাখ 8 হাজার 992 । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 1 লাখ 11 হাজার 104 । এদিকে, রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 লাখ 55 হাজার 588 । সুস্থ হয়ে উঠেছে 56 লাখ 39 হাজার 271 ।

Last Updated : Jun 15, 2021, 7:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.