জম্মু, 18 নভেম্বর : জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে গ্রেনেড বিস্ফোরণে জখম হলেন এক সেনা আধিকারিক ৷ পুঞ্চের বালাকোট সেক্টরে দুর্ঘটনাটি ঘটে ৷ সেনা সূত্রে খবর, অসাবধানতায় গ্রেনেডের সেফটি ভাল্ব খুলে গিয়ে এই বিস্ফোরণটি ঘটেছে ৷
গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় এক অফিসার আহত হয়েছেন ৷ তাঁকে চিকিৎসার জন্য় রজৌরির সেনা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ বিস্ফোরণটি বালাকোট সেক্টরে লাইন অফ কন্ট্রোলের সেনা ছাউনিতে হয়েছে বলে সেনা সূত্রে খবর ৷