ETV Bharat / bharat

Army Jawan Shot Dead অজ্ঞাতপরিচয় বাইক আরোহীর গুলি, পটনায় নিহত সেনা জওয়ান

author img

By

Published : Aug 18, 2022, 5:59 PM IST

Updated : Aug 18, 2022, 7:42 PM IST

বৃহস্পতিবার রাজধানী এক্সপ্রেসে চড়ে গুয়াহাটি যাচ্ছিলেন বাবলু কুমার (Bablu Kumar) । ভোররাতে ট্রেনে লুটপাটের চেষ্টা চালানো হয় ৷ সেসময়েই দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হয় ওই সেনা জওয়ানের (Army jawan Bablu Kumar shot dead in Patna) ৷

Etv Bharat
Etv Bharat

পটনা, 18 অগস্ট: দুই অজ্ঞাতপরিচয় বাইক আরোহীর গুলিতে নিহত সেনা জওয়ান (Army Jawan Bablu Kumar) ৷ ঘটনাটি ঘটেছে কঙ্করবাগ থানার চিরাইয়াতণ্ড ব্রিজের কাছে ৷ জানা গিয়েছে, নিহত সেনা জওয়ানের নাম বাবলু কুমার (Bablu Kumar) ৷ বৃহস্পতিবার তিনি রাজধানী এক্সপ্রেসে ধরার উদ্দেশ্যে স্টেশনে যাচ্ছিলেন (Army jawan Bablu Kumar Shot Dead) । ভোর 3টের সময় দুই বাইক আরোহী তাঁকে গুলি করে ।

অরুণাচল প্রদেশে কর্মরত ছিলেন বাবলু কুমার । এদিন বাইকে করে পাটলিপুত্র রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন তিনি । উদ্দেশ্য় ছিল গুয়াহাটিগামী রাজধানী এক্সপ্রেস ধরা ৷ পথে দুই দুষ্কৃতী তাঁর বাইক দাঁড় করায় ৷ কার্যত পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় ওই সেনা জওয়ানকে ৷

আরও পড়ুন : খুন জাতীয় শ্যুটার, সিবিআইয়ের হাতে গ্রেফতার হিমাচল প্রদেশের প্রধান বিচারপতির মেয়ে

পটনা, 18 অগস্ট: দুই অজ্ঞাতপরিচয় বাইক আরোহীর গুলিতে নিহত সেনা জওয়ান (Army Jawan Bablu Kumar) ৷ ঘটনাটি ঘটেছে কঙ্করবাগ থানার চিরাইয়াতণ্ড ব্রিজের কাছে ৷ জানা গিয়েছে, নিহত সেনা জওয়ানের নাম বাবলু কুমার (Bablu Kumar) ৷ বৃহস্পতিবার তিনি রাজধানী এক্সপ্রেসে ধরার উদ্দেশ্যে স্টেশনে যাচ্ছিলেন (Army jawan Bablu Kumar Shot Dead) । ভোর 3টের সময় দুই বাইক আরোহী তাঁকে গুলি করে ।

অরুণাচল প্রদেশে কর্মরত ছিলেন বাবলু কুমার । এদিন বাইকে করে পাটলিপুত্র রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন তিনি । উদ্দেশ্য় ছিল গুয়াহাটিগামী রাজধানী এক্সপ্রেস ধরা ৷ পথে দুই দুষ্কৃতী তাঁর বাইক দাঁড় করায় ৷ কার্যত পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় ওই সেনা জওয়ানকে ৷

আরও পড়ুন : খুন জাতীয় শ্যুটার, সিবিআইয়ের হাতে গ্রেফতার হিমাচল প্রদেশের প্রধান বিচারপতির মেয়ে

Last Updated : Aug 18, 2022, 7:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.