ETV Bharat / bharat

সীমান্ত পরিস্থিতি পর্যালোচনায় 2 দিনের সফরে শ্রীনগরে সেনাপ্রধান - review situation

সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখতে এবং পর্যালোচনা করতে দু’দিনের জন্য শ্রীনগরে এলেন সেনাপ্রধান এমএম নারাভানে ৷ আজকে নিয়ে টানা 100 দিন লাইন অফ কন্ট্রোলে যুদ্ধবিরতি বজায় রয়েছে ৷ গত ফেব্রুয়ারি মাসের শেষে হওয়া নয়া চুক্তির পর থেকে দু’তরফেই শান্তি বজায় রয়েছে ৷ এই পরিস্থিতিতে জঙ্গি মোকাবিলা এবং অনুপ্রবেশ রুখতে সেনার প্রস্তুতি নিয়ে বৈঠক করার কথা তাঁর ৷

on-100th-day-of-india-pakistan-ceasefire-on-border-army-chief-to-visit-kashmir-to-review-situation
সীমান্ত পরিস্থিতি পর্যালোচনায় দু’দিনের শ্রীনগর সফরে সেনাপ্রধান এমএম নারাভানে
author img

By

Published : Jun 2, 2021, 7:11 PM IST

নয়াদিল্লি, 2 জুন : ভারত ও পাকিস্তান সেনার মধ্য়ে লাইন অফ কন্ট্রোলে যুদ্ধবিরতির একশো দিন পূর্ণ হল ৷ সেই পরিস্থিতিতে সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে আজ দু’দিনের জন্য সীমান্ত পরিদর্শনের জন্য শ্রীনগরে পৌঁছালেন ৷ সেখানে উপত্যকা এবং সীমান্ত এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযান নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করবেন তিনি ৷

প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে ভারত ও পাকিস্তান সেনার ডিজি’র মধ্যে নয়া যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ৷ তারপর থেকে এখনও পর্যন্ত পাকিস্তানের তরফে সীমান্ত কোনওরকম অস্থিরতা নজরে আসেনি ৷ তবে, ভারতীয় সেনার তরফে পরিস্থিতির উপর সবসময় সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, ‘‘সেনাপ্রধান আজ শ্রীনগরে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখবেন ৷ সেই সঙ্গে সেনার শীর্ষ কমান্ডার এবং 15 কর্পসের সঙ্গে সন্ত্রাস বিরোধী এবং অনুপ্রবেশ বিরোধী অভিযান নিয়ে আলোচনা করবেন ৷’’

আরও পড়ুন : পুঞ্চ সেক্টরে গোলাবর্ষণ পাকিস্তানের, জবাব ভারতের

সেই সঙ্গে এও জানানো হয়েছে, সেনাপ্রধান উপত্যকার ফরওয়ার্ড পোস্টগুলি ঘুরে দেখবেন ৷ হঠাৎ করে আগ্নেয়াস্ত্র সহ জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটলে, তা সামাল দিতে বাহিনী কতটা তৈরি রয়েছে, সে নিয়েও তদারকি করবেন সেনাপ্রধান ৷ প্রসঙ্গত, পাকিস্তানের সঙ্গে বর্তমান যুদ্ধবিরতি চুক্তির পিছনে বড় ভূমিকা রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ৷ যে চুক্তির ফলে, টানা 100 দিন লাইন অফ কন্ট্রোলের দু’তরফেই শান্তি বজায় রয়েছে ৷

নয়াদিল্লি, 2 জুন : ভারত ও পাকিস্তান সেনার মধ্য়ে লাইন অফ কন্ট্রোলে যুদ্ধবিরতির একশো দিন পূর্ণ হল ৷ সেই পরিস্থিতিতে সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে আজ দু’দিনের জন্য সীমান্ত পরিদর্শনের জন্য শ্রীনগরে পৌঁছালেন ৷ সেখানে উপত্যকা এবং সীমান্ত এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযান নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করবেন তিনি ৷

প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে ভারত ও পাকিস্তান সেনার ডিজি’র মধ্যে নয়া যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ৷ তারপর থেকে এখনও পর্যন্ত পাকিস্তানের তরফে সীমান্ত কোনওরকম অস্থিরতা নজরে আসেনি ৷ তবে, ভারতীয় সেনার তরফে পরিস্থিতির উপর সবসময় সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, ‘‘সেনাপ্রধান আজ শ্রীনগরে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখবেন ৷ সেই সঙ্গে সেনার শীর্ষ কমান্ডার এবং 15 কর্পসের সঙ্গে সন্ত্রাস বিরোধী এবং অনুপ্রবেশ বিরোধী অভিযান নিয়ে আলোচনা করবেন ৷’’

আরও পড়ুন : পুঞ্চ সেক্টরে গোলাবর্ষণ পাকিস্তানের, জবাব ভারতের

সেই সঙ্গে এও জানানো হয়েছে, সেনাপ্রধান উপত্যকার ফরওয়ার্ড পোস্টগুলি ঘুরে দেখবেন ৷ হঠাৎ করে আগ্নেয়াস্ত্র সহ জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটলে, তা সামাল দিতে বাহিনী কতটা তৈরি রয়েছে, সে নিয়েও তদারকি করবেন সেনাপ্রধান ৷ প্রসঙ্গত, পাকিস্তানের সঙ্গে বর্তমান যুদ্ধবিরতি চুক্তির পিছনে বড় ভূমিকা রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ৷ যে চুক্তির ফলে, টানা 100 দিন লাইন অফ কন্ট্রোলের দু’তরফেই শান্তি বজায় রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.