মুম্বই, 19 অক্টোবর: 2008 সালে 26 নভেম্বরের মুম্বই হামলায় (2008 Mumbai Attack) নিহতদের শ্রদ্ধাজ্ঞাপন করলেন রাষ্ট্রসংঘের (United Nations) মহাসচিব আন্তোনিও গুতেরেস (Antonio Guterres) ৷ বুধবার দক্ষিণ মুম্বইয়ের বিলাসবহুল হোটেল তাজমহল প্যালেসে (Hotel Taj Mahal Palace) আসেন তিনি ৷ সেখানেই নিহতদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানান গুতেরেস ৷ নিহতদের কথা স্মরণ করে সাদা মোমবাতি জ্বালানো হয় এবং সাদা গোলাপ দিয়ে সেই স্মৃতিফলক সাজানো হয় ৷
এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণের পর নিজের বক্তব্যও পেশ করেন গুতেরেস ৷ তিনি জানান, মুম্বই হামলার ঘটনায় 166 জনের প্রাণ গিয়েছিল ৷ এই জায়গায় বিশ্বের অন্যতম নৃশংস হামলা চালানো হয়েছিল ৷ আজ সেই জায়গায় এসে তিনি গভীর বেদনা অনুভব করছেন ৷ এই প্রসঙ্গে ফের একবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়ান গুতেরেস ৷ তাঁর কথায়, "সন্ত্রাসবাদ আদতে সর্বতোভাবেই অশুভ ৷ কোনও কারণ, অজুহাত, যুক্তি বা অভিযোগই সন্ত্রাসবাদকে ন্যায্য বলে প্রমাণ করতে পারে না ৷ আজকের পৃথিবীতে সন্ত্রাসের কোনও জায়গা নেই ৷"
আরও পড়ুন: লস্কর নেতা শাহিদ মেহমুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণায় বাধা চিন !
মুম্বই হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের সময় গুতেরেস বলেন, সেদিন যাঁরা প্রাণ বিসর্জন দিয়েছিলেন, তাঁরা 'আমাদের দুনিয়ার নায়ক' ৷ একইসঙ্গে, স্বজনহারাদের পরিবার ও পরিজনদের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেন গুতেরেস ৷ এই ঘটনায় ভারতীয়দের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকদেরও মৃত্যু হয়েছিল ৷ নিহত সেই সমস্ত মানুষের প্রিয়জনদের সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব ৷
প্রসঙ্গত, মঙ্গলবার মধ্যরাতে ভারতে পৌঁছন আন্তোনিও গুতেরেস ৷ মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর বিমান অবতরণ করে ৷ ভারতের তরফে তাঁকে সাদর আমন্ত্রণ জানানো হয় ৷ গুতেরেসকে অভিবাদন জানাতে উপস্থিত ছিলেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ, মহারাষ্ট্রের মুখ্যসচিব এম কে শ্রীবাস্তব, প্রোটোকল প্রধান মণীশা মাহিস্কর, মুম্বইয়ের কালেক্টর নিধি চৌধুরী, শহরের পুলিশ কমিশনার বিবেক ফনসলকর-সহ অন্যরা ৷
উল্লেখ্য, তিনদিনের সফরে ভারতে এসেছেন (Three Days India Visit) আন্তোনিও গুতেরেস ৷ এই তিনদিনে মুম্বই এবং গুজরাতে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর ৷ তার মধ্যে অন্যতম হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিদেশ মন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠক ৷