অন্ধ্রপ্রদেশ, 3 মে : 5 মে থেকে অন্ধ্রপ্রদেশে কার্ফুর সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করল জগমোহন রেড্ডির সরকার ৷ 14 দিনের নয়া সময়সীমার এই কার্ফু জারি থাকবে ৷ দুপুর 12টা থেকে সকাল 6 পর্যন্ত কার্ফু জারি থাকবে অন্ধ্রপ্রদেশে ৷ বর্তমানে রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত রাতের কার্ফু জারি রয়েছে ৷ অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, 5 মে থেকে সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত দোকানপাট ও ব্যবসায়িক কাজকর্ম চালু রাখা যাবে ৷
আরও পড়ুন : 2 দিন বাড়ানো হল উত্তরপ্রদেশের আংশিক লকডাউনের সময়সীমা
গত 24 ঘণ্টায় অন্ধ্রপ্রদেশে 23 হাজার 920 জন আক্রান্ত হয়েছেন ৷ মোট 83 জনের মৃত্যু হয়েছে ৷ এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশে 1 লক্ষ 40 হাজারে কিছু বেশি মানুষ করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন এবং মোট 8 হাজার 136 জনের এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৷