ETV Bharat / bharat

Amit Shah: বিজেপি ও মোদি নীতিগতভাবে নারীর ক্ষমতায়নের পক্ষে, লোকসভায় বললেন অমিত শাহ - কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Amit Shah on Women's Reservation Bill: বুধবার লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা হয় ৷ সেই আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বিজেপি ও মোদি নীতিগতভাবে নারীর ক্ষমতায়নের পক্ষে ৷

Amit Shah
Amit Shah
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 7:36 PM IST

Updated : Sep 20, 2023, 10:57 PM IST

নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর: নারীর ক্ষমতায়নকে রাজনৈতিক ইস্যু ব্যবহার করে অন্য রাজনৈতিক দলগুলি ৷ এই নিয়ে ভোটব্যাংকের রাজনীতি করে তারা ৷ কিন্তু বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন ভাবনার শরিক নন ৷ বুধবার সংসদে এই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

এ দিন লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা হয় ৷ একেবারে শেষের দিকে এই আলোচনায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সেই সময় তিনি এই কথা বলেন ৷ একই সঙ্গে তিনি জানান, বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নারীর ক্ষমতায়ন নীতি ও বিশ্বাসের বিষয় ৷

উল্লেখ্য, গত সোমবার সংসদে শুরু হয় বিশেষ অধিবেশন ৷ পুরনো ভবনে অধিবেশন শুরু হলেও মঙ্গলবার থেকে তা চলে আসে সংসদের নতুন ভবনে ৷ সেখানে প্রথম বিল হিসেবে লোকসভায় বেশ করা হয় নারী শক্তি বন্ধন অধিনয়ম 2023 বা মহিলাদের জন্য লোকসভা ও বিধানসভায় আসন সংরক্ষণ সংক্রান্ত বিল ৷ বুধবার এই বিল নিয়ে আলোচনা হয় ৷ সেই আলোচনায় অংশ নিয়ে মঙ্গলবারের প্রসঙ্গ টানেন অমিত শাহ ৷

যেহেতু ওই দিন গণেশ চতুর্থী ছিল, তাই ওই দিনটিকে তিনি শুভ বলে উল্লেখ করেন ৷ সেই দিনেই মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিল পেশ হওয়াকে তিনি নতুন যুগের সূচনা বলেও উল্লেখ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ পাশাপাশি তিনি মোদি সরকারের জমানায় কীভাবে মহিলাদের উন্নয়নে কাজ করা হয়েছে, সেই সংক্রান্ত খতিয়ানও তুলে ধরেন ৷ একই সঙ্গে ব্যাখ্যা দেন যে জনগণনা ও ডিলিমেটশনের পর এই বিল কার্যকর করা কেন জরুরি ৷

এ দিন ভাষণ দেওয়ার সময় বারবার নানাভাবে কংগ্রেসকে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তবে এর আগে যখন এই নিয়ে আলোচনা শুরু হয়, সেই সময়ও একবার লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরীকে কটাক্ষ করেন অমিত শাহ ৷ সেই সময় বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ভাষণ দিচ্ছিলেন ৷ তখন অধীর দাবি করেন, এই বিল নিয়ে শুধু মহিলাদেরই বলতে দেওয়া উচিত ৷ এই নিয়ে দু’পক্ষের মধ্য়ে গোলমাল শুরু হয় ৷

তখনই আসরে নামেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ অধীররঞ্জন চৌধুরীকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আমি অধীররঞ্জনজিকে জিজ্ঞাসা করতে চাই, শুধুমাত্র মহিলারাই কি মহিলাদের কথা ভাববেন ? পুরুষরা কি তাঁদের পক্ষে কথা বলতে পারবেন না ? আপনি কী ধরনের সমাজ গড়তে চান ? মহিলাদের কল্যাণ, মহিলাদের উদ্বেগের বিষয়ে....ভাইদের এক ধাপ এগিয়ে থাকা উচিত ৷ এটাই এদেশের ঐতিহ্য । নারীর কল্যাণের কথা ভাবার অধিকার প্রত্যেকেরই আছে । আর নিশিকান্তজি যখন আমাদের পক্ষ থেকে কথা বলতে গেলেন, তখন তাঁর (চৌধুরির) আপত্তি কী ছিল ? হয়তো প্রথম কথা বলার সুযোগ পাননি বলে তিনি একটু ঈর্ষান্বিত হচ্ছেন ৷"

প্রসঙ্গত, এ দিন আলোচনার পর লোকসভায় এই বিল পাশ হয় ৷ আগামিকাল, বৃহস্পতিবার এই বিল রাজ্যসভায় পেশ করা হবে ৷

সংবাদসংস্থা - এএনআই

আরও পড়ুন: মুলতুবি লোকসভা, সর্বসম্মতিতে মহিলা সংরক্ষণ বিল পাশে সাংসদদের কাছে আর্জি মোদির

নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর: নারীর ক্ষমতায়নকে রাজনৈতিক ইস্যু ব্যবহার করে অন্য রাজনৈতিক দলগুলি ৷ এই নিয়ে ভোটব্যাংকের রাজনীতি করে তারা ৷ কিন্তু বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন ভাবনার শরিক নন ৷ বুধবার সংসদে এই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

এ দিন লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা হয় ৷ একেবারে শেষের দিকে এই আলোচনায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সেই সময় তিনি এই কথা বলেন ৷ একই সঙ্গে তিনি জানান, বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নারীর ক্ষমতায়ন নীতি ও বিশ্বাসের বিষয় ৷

উল্লেখ্য, গত সোমবার সংসদে শুরু হয় বিশেষ অধিবেশন ৷ পুরনো ভবনে অধিবেশন শুরু হলেও মঙ্গলবার থেকে তা চলে আসে সংসদের নতুন ভবনে ৷ সেখানে প্রথম বিল হিসেবে লোকসভায় বেশ করা হয় নারী শক্তি বন্ধন অধিনয়ম 2023 বা মহিলাদের জন্য লোকসভা ও বিধানসভায় আসন সংরক্ষণ সংক্রান্ত বিল ৷ বুধবার এই বিল নিয়ে আলোচনা হয় ৷ সেই আলোচনায় অংশ নিয়ে মঙ্গলবারের প্রসঙ্গ টানেন অমিত শাহ ৷

যেহেতু ওই দিন গণেশ চতুর্থী ছিল, তাই ওই দিনটিকে তিনি শুভ বলে উল্লেখ করেন ৷ সেই দিনেই মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিল পেশ হওয়াকে তিনি নতুন যুগের সূচনা বলেও উল্লেখ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ পাশাপাশি তিনি মোদি সরকারের জমানায় কীভাবে মহিলাদের উন্নয়নে কাজ করা হয়েছে, সেই সংক্রান্ত খতিয়ানও তুলে ধরেন ৷ একই সঙ্গে ব্যাখ্যা দেন যে জনগণনা ও ডিলিমেটশনের পর এই বিল কার্যকর করা কেন জরুরি ৷

এ দিন ভাষণ দেওয়ার সময় বারবার নানাভাবে কংগ্রেসকে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তবে এর আগে যখন এই নিয়ে আলোচনা শুরু হয়, সেই সময়ও একবার লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরীকে কটাক্ষ করেন অমিত শাহ ৷ সেই সময় বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ভাষণ দিচ্ছিলেন ৷ তখন অধীর দাবি করেন, এই বিল নিয়ে শুধু মহিলাদেরই বলতে দেওয়া উচিত ৷ এই নিয়ে দু’পক্ষের মধ্য়ে গোলমাল শুরু হয় ৷

তখনই আসরে নামেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ অধীররঞ্জন চৌধুরীকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আমি অধীররঞ্জনজিকে জিজ্ঞাসা করতে চাই, শুধুমাত্র মহিলারাই কি মহিলাদের কথা ভাববেন ? পুরুষরা কি তাঁদের পক্ষে কথা বলতে পারবেন না ? আপনি কী ধরনের সমাজ গড়তে চান ? মহিলাদের কল্যাণ, মহিলাদের উদ্বেগের বিষয়ে....ভাইদের এক ধাপ এগিয়ে থাকা উচিত ৷ এটাই এদেশের ঐতিহ্য । নারীর কল্যাণের কথা ভাবার অধিকার প্রত্যেকেরই আছে । আর নিশিকান্তজি যখন আমাদের পক্ষ থেকে কথা বলতে গেলেন, তখন তাঁর (চৌধুরির) আপত্তি কী ছিল ? হয়তো প্রথম কথা বলার সুযোগ পাননি বলে তিনি একটু ঈর্ষান্বিত হচ্ছেন ৷"

প্রসঙ্গত, এ দিন আলোচনার পর লোকসভায় এই বিল পাশ হয় ৷ আগামিকাল, বৃহস্পতিবার এই বিল রাজ্যসভায় পেশ করা হবে ৷

সংবাদসংস্থা - এএনআই

আরও পড়ুন: মুলতুবি লোকসভা, সর্বসম্মতিতে মহিলা সংরক্ষণ বিল পাশে সাংসদদের কাছে আর্জি মোদির

Last Updated : Sep 20, 2023, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.