নয়াদিল্লি, 20 মার্চ : সাধারণ মানুষ যাতে করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলা হয়, তা সুনিশ্চিত করতে এবার রাজ্য সরকার এবং কেন্দ্র শাসিত অঞ্চলের প্রশাসনকে কড়া নির্দেশিকা কেন্দ্র সরকার ৷ লাগাম ছাড়া ভাবে করোনার সংক্রমণ বাড়তে থাকায় এই নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক ৷ যে নির্দেশিকায় বলা হয়েছে, সাধারণ মানুষ যাতে মাস্ক ব্যবহার, পরিচ্ছন্নতা এবং সামাজিক দূরত্ব বিধির মতো নিয়মগুলি মেনে চলে তা প্রশাসনকে সুনিশ্চিত করতে হবে ৷
কেন্দ্রের তরফে বলা হয়েছে, সাধারণ মানুষ করোনার আচরণবিধি সম্পর্কে সচেতন না হওয়ার ফলেই হঠাৎ করে সংক্রমণ বাড়তে শুরু করেছে ৷ কেন্দ্রের তরফে স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লা জানিয়েছেন, ‘‘শেষ পাঁচ মাসে স্বাভাবিক ছন্দে করোনার সংক্রমণ কমছিল ৷ কিন্তু গত কয়েক সপ্তাহে দেশের বহু ক্ষেত্রে ফের করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে ৷ এর কারণ হিসেবে দেখা গিয়েছে, সাধারণ মানুষ করোনার আচরণবিধি মানার ক্ষেত্রে শিথিলতা দেখাচ্ছে ৷ বিশেষ করে ভিড়ভাড় এলাকায় মানুষ করোনা বিধি নিয়ে সচেতন নন ৷’’ প্রসঙ্গত, রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে এনিয়ে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ৷
আরও পড়ুন : করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
স্বরাষ্ট্র সচিব সেই চিঠিতে এও জানিয়েছেন, আসন্ন উৎসবের মরসুমের আগে নতুন করে সংক্রমণকে নজরে রেখে এবার করোনার নির্দেশিকা জারি করা এবং সেই মতো করোনার আচরণবিধি কড়াভাবে লাগু করতে হবে ৷ প্রায় 5 মাস করোনার সংক্রমণের গ্রাফ নিম্নমুখী থাকার আবার ভারতে তা আবারও উর্ধ্বমুখী ৷ গত 24 ঘণ্টায় ভারতে মোট 40 হাজার 953 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৷ গত 29 নভেম্বরের পর যা ভারতে সর্বোচ্চ করোনা সংক্রমণ ৷ আজকের এই সংক্রমণ দৈনন্দিন সংক্রমণের হিসেবে 4 শতাংশ বেশি ৷