ETV Bharat / bharat

দিল্লিতে কৃষক আন্দোলনের জের, পঞ্জাবে জারি হাই অ্য়ালার্ট

author img

By

Published : Jan 27, 2021, 1:23 PM IST

আগেই দিল্লির সীমানায় আন্দোলনরত কৃষকদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার আবেদন করেছিলেন পঞ্জাবের মুখ্য়মন্ত্রী অমরিন্দর সিং৷ মঙ্গলবারের ঘটনার পর তিনি তার তীব্র প্রতিবাদ করেন ৷ দিল্লিতে ট্রাক্টর মিছিল চলাকালীন হিংসার রেশ যাতে পঞ্জাবে না পৌঁছয়, তা নিশ্চিত করতে নিজের রাজ্য়ে হাই অ্য়ালার্ট জারি করেছেন অমরিন্দর ৷

Amarinder says violence in Delhi unacceptable, orders high alert in Punjab
পঞ্জাবের মুখ্য়মন্ত্রী অমরিন্দর সিং

চণ্ডীগড়, 27 জানুয়ারি : মঙ্গলবার দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিল চলাকালীন যেভাবে হিংসা ছড়ানো হয়েছে, তা কখনই সমর্থনযোগ্য় নয়৷ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে একথা বলেন পঞ্জাবের মুখ্য়মন্ত্রী অমরিন্দর সিং ৷ এমনকী, এই ঘটনার প্রেক্ষিতে পঞ্জাবে হাই অ্য়ালার্টও জারি করেছেন অমরিন্দর৷

মঙ্গলবার লালকেল্লায় যে ঘটনা ঘটেছে, তারও কড়া প্রতিক্রিয়া দিয়েছেন পঞ্জাবের মুখ্য়মন্ত্রী৷ কৃষকদের প্রতি তাঁর বার্তা, আন্দোলনকারীরা দ্রুত দিল্লি ছেড়ে রাজধানীর সীমানায় ফিরুন ৷ গত দু’মাস ধরে যে জায়গাগুলিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চলছে, সেখানেই আন্দোলনকারীদের ফেরার আবেদন করেন অমরিন্দর৷

এর পাশাপাশি, দিল্লির ঘটনার প্রেক্ষিতেই নিজের রাজ্য়ে হাই অ্য়ালার্ট জারি করেছেন পঞ্জাবের মুখ্য়মন্ত্রী৷ আগামী দিনে রাজ্য়ের আইন-শৃঙ্খলা যাতে কোনওভাবেই ভঙ্গ না হয়, তা নিশ্চিত করতে ডিজিপি দীপঙ্কর গুপ্তাকে সবরকম ব্য়বস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্য়মন্ত্রী ৷

আরও পড়ুন: দিল্লিতে কৃষকদের সঙ্গে সংঘর্ষে আহত 300 পুলিশকর্মী

অমরিন্দরের অভিযোগ, কিছু মানুষ ইচ্ছাকৃতভাবেই ট্রাক্টর মিছিলে অশান্তি তৈরি করেছেন৷ দিল্লি পুলিশের সঙ্গে বোঝাপড়া করেই মিছিল করছিলেন আন্দোলনকারীরা ৷ তা পণ্ড করতেই এই কাণ্ড ঘটানো হয়েছে ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এরা যেভাবে কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছে, তা অত্য়ন্ত দুর্ভাগ্য়জনক ৷’’

চণ্ডীগড়, 27 জানুয়ারি : মঙ্গলবার দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিল চলাকালীন যেভাবে হিংসা ছড়ানো হয়েছে, তা কখনই সমর্থনযোগ্য় নয়৷ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে একথা বলেন পঞ্জাবের মুখ্য়মন্ত্রী অমরিন্দর সিং ৷ এমনকী, এই ঘটনার প্রেক্ষিতে পঞ্জাবে হাই অ্য়ালার্টও জারি করেছেন অমরিন্দর৷

মঙ্গলবার লালকেল্লায় যে ঘটনা ঘটেছে, তারও কড়া প্রতিক্রিয়া দিয়েছেন পঞ্জাবের মুখ্য়মন্ত্রী৷ কৃষকদের প্রতি তাঁর বার্তা, আন্দোলনকারীরা দ্রুত দিল্লি ছেড়ে রাজধানীর সীমানায় ফিরুন ৷ গত দু’মাস ধরে যে জায়গাগুলিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চলছে, সেখানেই আন্দোলনকারীদের ফেরার আবেদন করেন অমরিন্দর৷

এর পাশাপাশি, দিল্লির ঘটনার প্রেক্ষিতেই নিজের রাজ্য়ে হাই অ্য়ালার্ট জারি করেছেন পঞ্জাবের মুখ্য়মন্ত্রী৷ আগামী দিনে রাজ্য়ের আইন-শৃঙ্খলা যাতে কোনওভাবেই ভঙ্গ না হয়, তা নিশ্চিত করতে ডিজিপি দীপঙ্কর গুপ্তাকে সবরকম ব্য়বস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্য়মন্ত্রী ৷

আরও পড়ুন: দিল্লিতে কৃষকদের সঙ্গে সংঘর্ষে আহত 300 পুলিশকর্মী

অমরিন্দরের অভিযোগ, কিছু মানুষ ইচ্ছাকৃতভাবেই ট্রাক্টর মিছিলে অশান্তি তৈরি করেছেন৷ দিল্লি পুলিশের সঙ্গে বোঝাপড়া করেই মিছিল করছিলেন আন্দোলনকারীরা ৷ তা পণ্ড করতেই এই কাণ্ড ঘটানো হয়েছে ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এরা যেভাবে কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছে, তা অত্য়ন্ত দুর্ভাগ্য়জনক ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.