ETV Bharat / bharat

Cough Syrup Deaths: কাশির ওষুধ খেয়ে শিশুমৃত্যুর জের, নয়ডার সংস্থায় বন্ধ উৎপাদন - মনসুখ মাণ্ডব্য

অভিযোগ, ভারতীয় সংস্থার তৈরি কাশির ওষুধ খেয়ে উজবেকিস্তানে (Uzbekistan) মৃত্যু হয়েছে 18টি শিশুর (Cough Syrup Deaths) ৷ তারই জেরে বৃহস্পতিবার রাত থেকে সংশ্লিষ্ট ম্যারিয়ন বায়োটেকের (Marion Biotech) সমস্ত উৎপাদন বন্ধ করে দেওয়া হল ৷

all manufacturing activities of Marion Biotech stopped due to Cough Syrup Deaths case
ফাইল ছবি ৷
author img

By

Published : Dec 30, 2022, 3:16 PM IST

নয়াদিল্লি, 30 ডিসেম্বর: উজবেকিস্তানে (Uzbekistan) ভারতীয় কাশির ওষুধ খেয়ে শিশুমৃত্যুর (Cough Syrup Deaths)অভিযোগ ওঠায় কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার ৷ আপাতত বন্ধ করে দেওয়া হল অভিযুক্ত ওষুধ প্রস্তুতকারী সংস্থা ম্যারিয়ন বায়োটেকের (Marion Biotech) সমস্ত উৎপাদন ৷ এ নিয়ে শুক্রবার একটি টুইট করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী (Minister of Health and Family Welfare of India) মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya) ৷ সেই টুইটে তিনি জানান, বৃহস্পতিবার রাত থেকেই নয়ডার ওই ওষুধ প্রস্তুতকারী সংস্থার উৎপাদন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এই বিষয়ে নতুন কোনও সিদ্ধান্ত গৃহীত না হওয়া পর্যন্ত ম্য়ারিয়ন বায়োটেকের উৎপাদনকেন্দ্রটি বন্ধ থাকবে ৷

সূত্রের দাবি, ম্য়ারিয়ন বায়োটেকের তৈরি কাশির ওষুধ খেয়ে উজবেকিস্তানে 18টি শিশুর মৃত্যু হয়েছে ৷ এই ঘটনা জানার পরই সেদেশের সরকার ও সংশ্লিষ্ট ওষুধ নিয়ামক সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ভারত সরকার ৷ একইসঙ্গে, অভিযুক্ত সংস্থার বিরুদ্ধে তদন্তও শুরু করা হয়েছে ৷

  • Following inspection by @CDSCO_INDIA_INF team in view of reports of contamination in cough syrup Dok1 Max, all manufacturing activities of Marion Biotech at NOIDA unit have been stopped yesterday night, while further investigation is ongoing.

    — Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) December 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ভারতীয় কাশির ওষুধ খেয়ে মৃত্যু ! উজবেকিস্তানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে কেন্দ্র

এর আগে অবশ্য বৃহস্পতিবারই সংশ্লিষ্ট কাশির ওষুধের উৎপাদন বন্ধ করে দেয় ম্য়ারিয়ন বায়োটেক কর্তৃপক্ষ ৷ ওই দিনই সংস্থার নয়ডার উৎপাদনকেন্দ্রে পৌঁছে যান তদন্তকারীরা ৷ এই ঘটনায় উত্তরপ্রদেশের ওষুধ নিয়ামক বিভাগের সহযোগিতায় যৌথভাবে তদন্তের কাজ শুরু করেছে 'সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অরগানাইজেশন' (Central Drugs Standard Control Organization) বা সিডিএসসিও (CDSCO) ৷

প্রসঙ্গত, যে ওষুধ নিয়ে এত অভিযোগ, সেটির নাম ডোকওয়ান ম্যাক্স (Dok1 Max) ৷ এটি সিরাপের পাশাপাশি ট্যাবলেট হিসাবেও তৈরি করা হয় ৷ এই ওষুধ বিদেশে রফতানি করে ম্যারিয়ন বায়োটেক ৷ এর জন্য প্রয়োজনীয় লাইসেন্সও রয়েছে তাদের কাছে ৷

উল্লেখ্য, গত মঙ্গলবার উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ তাতে জানানো হয়, ম্য়ারিয়ন বায়োটেকের তৈরি কাশির ওষুধ খাওয়ার পরই 18টি শিশুর প্রবল শ্বাসকষ্ট শুরু হয় ৷ পরে তাদের সকলেরই মৃত্যু হয় ৷ ঘটনাটি ঘটে উজবেকিস্তানের সমরকন্দ শহরে ৷ এছাড়াও, একই কারণে আরও তিনটি শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়ে বলেও উজবেক সরকারের পক্ষ থেকে দাবি করা হয় ৷

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, অনেক সময় কাশির ওষুধে মাত্রাতিরিক্ত ডায়াথিলিন গ্লাইকল এবং এথিলিন গ্লাইকল ব্যবহার করা হয় ৷ এর ফলে ওই ওষুধ কার্যত বিষে পরিণত হয় ৷ উজবেকিস্তানের ঘটনাতেও তেমনই কিছু ঘটেছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে ৷

নয়াদিল্লি, 30 ডিসেম্বর: উজবেকিস্তানে (Uzbekistan) ভারতীয় কাশির ওষুধ খেয়ে শিশুমৃত্যুর (Cough Syrup Deaths)অভিযোগ ওঠায় কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার ৷ আপাতত বন্ধ করে দেওয়া হল অভিযুক্ত ওষুধ প্রস্তুতকারী সংস্থা ম্যারিয়ন বায়োটেকের (Marion Biotech) সমস্ত উৎপাদন ৷ এ নিয়ে শুক্রবার একটি টুইট করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী (Minister of Health and Family Welfare of India) মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya) ৷ সেই টুইটে তিনি জানান, বৃহস্পতিবার রাত থেকেই নয়ডার ওই ওষুধ প্রস্তুতকারী সংস্থার উৎপাদন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এই বিষয়ে নতুন কোনও সিদ্ধান্ত গৃহীত না হওয়া পর্যন্ত ম্য়ারিয়ন বায়োটেকের উৎপাদনকেন্দ্রটি বন্ধ থাকবে ৷

সূত্রের দাবি, ম্য়ারিয়ন বায়োটেকের তৈরি কাশির ওষুধ খেয়ে উজবেকিস্তানে 18টি শিশুর মৃত্যু হয়েছে ৷ এই ঘটনা জানার পরই সেদেশের সরকার ও সংশ্লিষ্ট ওষুধ নিয়ামক সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ভারত সরকার ৷ একইসঙ্গে, অভিযুক্ত সংস্থার বিরুদ্ধে তদন্তও শুরু করা হয়েছে ৷

  • Following inspection by @CDSCO_INDIA_INF team in view of reports of contamination in cough syrup Dok1 Max, all manufacturing activities of Marion Biotech at NOIDA unit have been stopped yesterday night, while further investigation is ongoing.

    — Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) December 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ভারতীয় কাশির ওষুধ খেয়ে মৃত্যু ! উজবেকিস্তানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে কেন্দ্র

এর আগে অবশ্য বৃহস্পতিবারই সংশ্লিষ্ট কাশির ওষুধের উৎপাদন বন্ধ করে দেয় ম্য়ারিয়ন বায়োটেক কর্তৃপক্ষ ৷ ওই দিনই সংস্থার নয়ডার উৎপাদনকেন্দ্রে পৌঁছে যান তদন্তকারীরা ৷ এই ঘটনায় উত্তরপ্রদেশের ওষুধ নিয়ামক বিভাগের সহযোগিতায় যৌথভাবে তদন্তের কাজ শুরু করেছে 'সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অরগানাইজেশন' (Central Drugs Standard Control Organization) বা সিডিএসসিও (CDSCO) ৷

প্রসঙ্গত, যে ওষুধ নিয়ে এত অভিযোগ, সেটির নাম ডোকওয়ান ম্যাক্স (Dok1 Max) ৷ এটি সিরাপের পাশাপাশি ট্যাবলেট হিসাবেও তৈরি করা হয় ৷ এই ওষুধ বিদেশে রফতানি করে ম্যারিয়ন বায়োটেক ৷ এর জন্য প্রয়োজনীয় লাইসেন্সও রয়েছে তাদের কাছে ৷

উল্লেখ্য, গত মঙ্গলবার উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ তাতে জানানো হয়, ম্য়ারিয়ন বায়োটেকের তৈরি কাশির ওষুধ খাওয়ার পরই 18টি শিশুর প্রবল শ্বাসকষ্ট শুরু হয় ৷ পরে তাদের সকলেরই মৃত্যু হয় ৷ ঘটনাটি ঘটে উজবেকিস্তানের সমরকন্দ শহরে ৷ এছাড়াও, একই কারণে আরও তিনটি শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়ে বলেও উজবেক সরকারের পক্ষ থেকে দাবি করা হয় ৷

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, অনেক সময় কাশির ওষুধে মাত্রাতিরিক্ত ডায়াথিলিন গ্লাইকল এবং এথিলিন গ্লাইকল ব্যবহার করা হয় ৷ এর ফলে ওই ওষুধ কার্যত বিষে পরিণত হয় ৷ উজবেকিস্তানের ঘটনাতেও তেমনই কিছু ঘটেছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.