নয়াদিল্লি, 7 জানুয়ারি: তাহলে কি যত নষ্টের গোড়া মদ ? সহ্যের অতিরিক্ত মদ্যপান করাতেই কি বৃদ্ধা সহযাত্রীর গায়ে প্রস্রাব করেছিলেন এয়ার ইন্ডিয়ার যাত্রী (Air India Urination Row) শংকর মিশ্র (Shankar Mishra) ? এই প্রশ্ন উঠছেই ৷ কারণ, সামনে এসেছে আরও কিছু নতুন তথ্য ৷ আর এই তথ্য দিয়েছেন ওই একই বিমানে সওয়ার এক যাত্রী ৷ তিনি জানিয়েছেন, তখন মধ্যাহ্নভোজের সময় ছিল ৷ অথচ, খাবার না-খেয়ে পরপর চার গ্লাস হুইস্কি সাবাড় করে দেন অভিযুক্ত ব্যক্তি ৷ আর তারপরই ওই বৃদ্ধা যাত্রীর গায়ে প্রস্রাব বিসর্জন করেন তিনি !
ঘটনার দিন সংশ্লিষ্ট বিমানে অভিযুক্তের পাশেই বসেছিলেন সুগত ভট্টাচার্য ৷ এই বাঙালি যাত্রী পেশায় চিকিৎসক (Dr. Sugata Bhattacharjee) ৷ থাকেন আমেরিকায় ৷ সেদিন এয়ার ইন্ডিয়ার বিমানের বিজনেস ক্লাসে চড়ে দিল্লি পৌঁছন তিনি ৷ এই ঘটনার পরই এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে হাতে লেখা একটি কড়া অভিযোগপত্র জমা দেন ডা. ভট্টাচার্য ৷ তাতে তিনি লেখেন, ঘটনার সময় বিমানের বিজনেস ক্লাসের চারটি আসন ফাঁকা ছিল ৷ এদিকে, ততক্ষণে আক্রান্ত মহিলার আসনটি সম্পূর্ণ নোংরা হয়ে গিয়েছে ৷ চাইলে তাঁকে একটি ফাঁকা এবং পরিষ্কার আসনে বসানো যেত ৷ কিন্তু, ওই বৃদ্ধাকে তাঁর নোংরা আসনেই বসতে বাধ্য করা হয় !
আরও পড়ুন: বিমানে মহিলা-সহ যাত্রীর গায়ে প্রস্রাব, গ্রেফতার হলেন অভিযুক্ত শঙ্কর মিশ্র
এই ঘটনার জন্য সরাসরি বিমানের চালককে দায়ী করেছেন ডা. ভট্টাচার্য ৷ তিনি জানিয়েছেন, এই ঘটনায় একেবারে হতভম্ব হয়ে যান ওই বৃদ্ধা ৷ সেই সময় তাঁকে সাহায্য করার বদলে প্রায় দু'ঘণ্টা ধরে চালক তাঁকে তাঁর নোংরা আসনেই বসতে বাধ্য করেন ! এখানেই শেষ নয় ৷ ঘটনার ঠিক আগে, শংকর যখন একের পর এক গ্লাস হুইস্কি গিলে সাফ করে দিচ্ছেন, তখনই অস্বস্তি হচ্ছিল ডা. ভট্টাচার্যের ৷ তিনি দেখেন, মদ্যপান করে একেবারে বেসামাল হয়ে গিয়েছেন শংকর ৷ এর জেরে বাধ্য হয়েই কেবিন ক্রুকে ডা. ভট্টাচার্য অনুরোধ করেন, তাঁরা যেন ওই ব্যক্তিকে আর মদ না দেন !