ETV Bharat / bharat

Air India Urination Row: চার গ্লাস হুইস্কি খেয়ে বেসামাল ছিলেন শংকর, সাক্ষী বাঙালি চিকিৎসক

বৃদ্ধা সহযাত্রীর গায়ে মূত্র বিসর্জনের আগে চার গ্লাস হুইস্কি পান করেছিলেন এয়ার ইন্ডিয়ার যাত্রী (Air India Urination Row) শংকর মিশ্র (Shankar Mishra) ৷ সেই ঘটনার সাক্ষী ছিলেন এক বাঙালি চিকিৎসক ৷

Air India Urination Row accused Shankar Mishra consumed four glass of whiskey during lunch time
প্রতীকী ছবি ৷
author img

By

Published : Jan 7, 2023, 7:31 PM IST

নয়াদিল্লি, 7 জানুয়ারি: তাহলে কি যত নষ্টের গোড়া মদ ? সহ্যের অতিরিক্ত মদ্যপান করাতেই কি বৃদ্ধা সহযাত্রীর গায়ে প্রস্রাব করেছিলেন এয়ার ইন্ডিয়ার যাত্রী (Air India Urination Row) শংকর মিশ্র (Shankar Mishra) ? এই প্রশ্ন উঠছেই ৷ কারণ, সামনে এসেছে আরও কিছু নতুন তথ্য ৷ আর এই তথ্য দিয়েছেন ওই একই বিমানে সওয়ার এক যাত্রী ৷ তিনি জানিয়েছেন, তখন মধ্যাহ্নভোজের সময় ছিল ৷ অথচ, খাবার না-খেয়ে পরপর চার গ্লাস হুইস্কি সাবাড় করে দেন অভিযুক্ত ব্যক্তি ৷ আর তারপরই ওই বৃদ্ধা যাত্রীর গায়ে প্রস্রাব বিসর্জন করেন তিনি !

ঘটনার দিন সংশ্লিষ্ট বিমানে অভিযুক্তের পাশেই বসেছিলেন সুগত ভট্টাচার্য ৷ এই বাঙালি যাত্রী পেশায় চিকিৎসক (Dr. Sugata Bhattacharjee) ৷ থাকেন আমেরিকায় ৷ সেদিন এয়ার ইন্ডিয়ার বিমানের বিজনেস ক্লাসে চড়ে দিল্লি পৌঁছন তিনি ৷ এই ঘটনার পরই এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে হাতে লেখা একটি কড়া অভিযোগপত্র জমা দেন ডা. ভট্টাচার্য ৷ তাতে তিনি লেখেন, ঘটনার সময় বিমানের বিজনেস ক্লাসের চারটি আসন ফাঁকা ছিল ৷ এদিকে, ততক্ষণে আক্রান্ত মহিলার আসনটি সম্পূর্ণ নোংরা হয়ে গিয়েছে ৷ চাইলে তাঁকে একটি ফাঁকা এবং পরিষ্কার আসনে বসানো যেত ৷ কিন্তু, ওই বৃদ্ধাকে তাঁর নোংরা আসনেই বসতে বাধ্য করা হয় !

আরও পড়ুন: বিমানে মহিলা-সহ যাত্রীর গায়ে প্রস্রাব, গ্রেফতার হলেন অভিযুক্ত শঙ্কর মিশ্র

এই ঘটনার জন্য সরাসরি বিমানের চালককে দায়ী করেছেন ডা. ভট্টাচার্য ৷ তিনি জানিয়েছেন, এই ঘটনায় একেবারে হতভম্ব হয়ে যান ওই বৃদ্ধা ৷ সেই সময় তাঁকে সাহায্য করার বদলে প্রায় দু'ঘণ্টা ধরে চালক তাঁকে তাঁর নোংরা আসনেই বসতে বাধ্য করেন ! এখানেই শেষ নয় ৷ ঘটনার ঠিক আগে, শংকর যখন একের পর এক গ্লাস হুইস্কি গিলে সাফ করে দিচ্ছেন, তখনই অস্বস্তি হচ্ছিল ডা. ভট্টাচার্যের ৷ তিনি দেখেন, মদ্যপান করে একেবারে বেসামাল হয়ে গিয়েছেন শংকর ৷ এর জেরে বাধ্য হয়েই কেবিন ক্রুকে ডা. ভট্টাচার্য অনুরোধ করেন, তাঁরা যেন ওই ব্যক্তিকে আর মদ না দেন !

নয়াদিল্লি, 7 জানুয়ারি: তাহলে কি যত নষ্টের গোড়া মদ ? সহ্যের অতিরিক্ত মদ্যপান করাতেই কি বৃদ্ধা সহযাত্রীর গায়ে প্রস্রাব করেছিলেন এয়ার ইন্ডিয়ার যাত্রী (Air India Urination Row) শংকর মিশ্র (Shankar Mishra) ? এই প্রশ্ন উঠছেই ৷ কারণ, সামনে এসেছে আরও কিছু নতুন তথ্য ৷ আর এই তথ্য দিয়েছেন ওই একই বিমানে সওয়ার এক যাত্রী ৷ তিনি জানিয়েছেন, তখন মধ্যাহ্নভোজের সময় ছিল ৷ অথচ, খাবার না-খেয়ে পরপর চার গ্লাস হুইস্কি সাবাড় করে দেন অভিযুক্ত ব্যক্তি ৷ আর তারপরই ওই বৃদ্ধা যাত্রীর গায়ে প্রস্রাব বিসর্জন করেন তিনি !

ঘটনার দিন সংশ্লিষ্ট বিমানে অভিযুক্তের পাশেই বসেছিলেন সুগত ভট্টাচার্য ৷ এই বাঙালি যাত্রী পেশায় চিকিৎসক (Dr. Sugata Bhattacharjee) ৷ থাকেন আমেরিকায় ৷ সেদিন এয়ার ইন্ডিয়ার বিমানের বিজনেস ক্লাসে চড়ে দিল্লি পৌঁছন তিনি ৷ এই ঘটনার পরই এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে হাতে লেখা একটি কড়া অভিযোগপত্র জমা দেন ডা. ভট্টাচার্য ৷ তাতে তিনি লেখেন, ঘটনার সময় বিমানের বিজনেস ক্লাসের চারটি আসন ফাঁকা ছিল ৷ এদিকে, ততক্ষণে আক্রান্ত মহিলার আসনটি সম্পূর্ণ নোংরা হয়ে গিয়েছে ৷ চাইলে তাঁকে একটি ফাঁকা এবং পরিষ্কার আসনে বসানো যেত ৷ কিন্তু, ওই বৃদ্ধাকে তাঁর নোংরা আসনেই বসতে বাধ্য করা হয় !

আরও পড়ুন: বিমানে মহিলা-সহ যাত্রীর গায়ে প্রস্রাব, গ্রেফতার হলেন অভিযুক্ত শঙ্কর মিশ্র

এই ঘটনার জন্য সরাসরি বিমানের চালককে দায়ী করেছেন ডা. ভট্টাচার্য ৷ তিনি জানিয়েছেন, এই ঘটনায় একেবারে হতভম্ব হয়ে যান ওই বৃদ্ধা ৷ সেই সময় তাঁকে সাহায্য করার বদলে প্রায় দু'ঘণ্টা ধরে চালক তাঁকে তাঁর নোংরা আসনেই বসতে বাধ্য করেন ! এখানেই শেষ নয় ৷ ঘটনার ঠিক আগে, শংকর যখন একের পর এক গ্লাস হুইস্কি গিলে সাফ করে দিচ্ছেন, তখনই অস্বস্তি হচ্ছিল ডা. ভট্টাচার্যের ৷ তিনি দেখেন, মদ্যপান করে একেবারে বেসামাল হয়ে গিয়েছেন শংকর ৷ এর জেরে বাধ্য হয়েই কেবিন ক্রুকে ডা. ভট্টাচার্য অনুরোধ করেন, তাঁরা যেন ওই ব্যক্তিকে আর মদ না দেন !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.