ETV Bharat / bharat

Rahul Gandhi with Vegetable Vendor: রাহুল-রামেশ্বর, সবজি বিক্রেতার সঙ্গে মেজাজে আড্ডা কংগ্রেস নেতার

বাজারে সবজির দাম বৃদ্ধিতে সমস্যায় পড়েছিলেন রামেশ্বর ৷ তিনি পেশায় সবজি বিক্রেতা ৷ তাঁকে নিজের বাড়িতে ডেকে খাওয়ালেন রাহুল গান্ধি ৷ সেইসব ছবিও পোস্ট করলেন সামাজিক মাধ্যমে ৷

ETV Bharat
রাহুল গান্ধি সবজি বিক্রেতা রামেশ্বরের সঙ্গে খাওয়াদাওয়ার ছবি পোস্ট করেছেন
author img

By

Published : Aug 15, 2023, 1:27 PM IST

নয়াদিল্লি, 15 অগস্ট: সবজি বিক্রেতার সঙ্গে খাওয়াদাওয়া সারলেন রাহুল গান্ধি ৷ সোমবার ওই সবজি বিক্রেতাকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করেন কংগ্রেস সাংসদ ৷ তাঁর নাম রামেশ্বর ৷ কয়েকদিন আগে এই সবজি বিক্রেতার একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ তাতে দেখা যায়, বাজারে সব জিনিসের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় রামেশ্বর কিছুই কিনতে পারেননি ৷ দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন ৷

এদিন রামেশ্বরের সঙ্গে খাওয়ার ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি ৷ রাহুল লেখেন, "রামেশ্বরজি একজন প্রাণবন্ত মানুষ ! তাঁর মধ্যে কোটি কোটি ভারতীয়ের সহজ স্বভাব দেখতে পাওয়া যায় ৷" তিনি আরও লেখেন, "যাঁরা কঠিন সময়ের মধ্যেও মুখে হাসি ধরে রাখতে পারেন, তাঁরাই 'ভারত ভাগ্য বিধাতা' ৷"

  • रामेश्वर जी एक ज़िंदादिल इंसान हैं!

    उनमें करोड़ों भारतीयों के सहज स्वभाव की झलक दिखती है।

    विपरीत परिस्थितियों में भी मुस्कुराते हुए मज़बूती से आगे बढ़ने वाले ही सही मायने में 'भारत भाग्य विधाता' हैं। pic.twitter.com/DjOrqzLwhj

    — Rahul Gandhi (@RahulGandhi) August 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি রামেশ্বর নামের এই সবজি বিক্রেতার একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ৷ তিনি পাইকারি বাজার থেকে সবজি কিনে তা বিক্রি করেন ৷ তবে বাজারে সবজির দাম এতটাই বেড়ে গিয়েছে যে তিনি সবজি কিনে উঠতে পারেননি ৷ রামেশ্বরের সঙ্গে তাঁর হাতে টানা খালি গাড়িটি দেখা যাচ্ছে ৷ তিনি বলছেন, বাজারে টমেটোর দাম সাংঘাতিক বেড়ে গিয়েছে ৷ তাই তিনি তা কিনে উঠতে পারেননি ৷ তাঁকে জিজ্ঞেস করা হয়, অন্য সবজি কেন কিনতে পারেননি ? এর উত্তরে সবজি বিক্রেতা জানান, তাঁর কাছে টাকা নেই ৷ এরপরই রামেশ্বরকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় ৷

আরও পড়ুন: মাঝ রাস্তায় পড়ে স্কুটার, সংসদে পৌঁছনোর আগে গাড়ি থেকে নেমে খোঁজ নিলেন রাহুল

এই ভিডিয়োটি রাহুল গান্ধি-সহ অন্য কংগ্রেস নেতারাও সামাজিক মাধ্যেম পোস্ট করেছেন ৷ জুন, জুলাই এবং এখনও দেশের বিভিন্ন রাজ্যের বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী ৷ তার মধ্যে টমেটোর দাম সবচেয়ে বেশি ৷ এতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে ৷ এই মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করতে গিয়ে ভিডিয়োটি শেয়ার করেছেন কংগ্রেস নেতা-নেত্রীরা ৷ তাঁরা লিখেছেন, "রামেশ্বরের খাওয়াদাওয়ার ছবি পোস্ট করে লেখেন, "রামেশ্বরজির ইচ্ছে ছিল মানুষের হিরোর সঙ্গে দেখা করবেন ৷ তাঁদের দেখা হয়েছে ৷"

নয়াদিল্লি, 15 অগস্ট: সবজি বিক্রেতার সঙ্গে খাওয়াদাওয়া সারলেন রাহুল গান্ধি ৷ সোমবার ওই সবজি বিক্রেতাকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করেন কংগ্রেস সাংসদ ৷ তাঁর নাম রামেশ্বর ৷ কয়েকদিন আগে এই সবজি বিক্রেতার একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ তাতে দেখা যায়, বাজারে সব জিনিসের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় রামেশ্বর কিছুই কিনতে পারেননি ৷ দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন ৷

এদিন রামেশ্বরের সঙ্গে খাওয়ার ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি ৷ রাহুল লেখেন, "রামেশ্বরজি একজন প্রাণবন্ত মানুষ ! তাঁর মধ্যে কোটি কোটি ভারতীয়ের সহজ স্বভাব দেখতে পাওয়া যায় ৷" তিনি আরও লেখেন, "যাঁরা কঠিন সময়ের মধ্যেও মুখে হাসি ধরে রাখতে পারেন, তাঁরাই 'ভারত ভাগ্য বিধাতা' ৷"

  • रामेश्वर जी एक ज़िंदादिल इंसान हैं!

    उनमें करोड़ों भारतीयों के सहज स्वभाव की झलक दिखती है।

    विपरीत परिस्थितियों में भी मुस्कुराते हुए मज़बूती से आगे बढ़ने वाले ही सही मायने में 'भारत भाग्य विधाता' हैं। pic.twitter.com/DjOrqzLwhj

    — Rahul Gandhi (@RahulGandhi) August 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি রামেশ্বর নামের এই সবজি বিক্রেতার একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ৷ তিনি পাইকারি বাজার থেকে সবজি কিনে তা বিক্রি করেন ৷ তবে বাজারে সবজির দাম এতটাই বেড়ে গিয়েছে যে তিনি সবজি কিনে উঠতে পারেননি ৷ রামেশ্বরের সঙ্গে তাঁর হাতে টানা খালি গাড়িটি দেখা যাচ্ছে ৷ তিনি বলছেন, বাজারে টমেটোর দাম সাংঘাতিক বেড়ে গিয়েছে ৷ তাই তিনি তা কিনে উঠতে পারেননি ৷ তাঁকে জিজ্ঞেস করা হয়, অন্য সবজি কেন কিনতে পারেননি ? এর উত্তরে সবজি বিক্রেতা জানান, তাঁর কাছে টাকা নেই ৷ এরপরই রামেশ্বরকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় ৷

আরও পড়ুন: মাঝ রাস্তায় পড়ে স্কুটার, সংসদে পৌঁছনোর আগে গাড়ি থেকে নেমে খোঁজ নিলেন রাহুল

এই ভিডিয়োটি রাহুল গান্ধি-সহ অন্য কংগ্রেস নেতারাও সামাজিক মাধ্যেম পোস্ট করেছেন ৷ জুন, জুলাই এবং এখনও দেশের বিভিন্ন রাজ্যের বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী ৷ তার মধ্যে টমেটোর দাম সবচেয়ে বেশি ৷ এতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে ৷ এই মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করতে গিয়ে ভিডিয়োটি শেয়ার করেছেন কংগ্রেস নেতা-নেত্রীরা ৷ তাঁরা লিখেছেন, "রামেশ্বরের খাওয়াদাওয়ার ছবি পোস্ট করে লেখেন, "রামেশ্বরজির ইচ্ছে ছিল মানুষের হিরোর সঙ্গে দেখা করবেন ৷ তাঁদের দেখা হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.