ETV Bharat / bharat

Jammu and Kashmir : কেন্দ্রের সঙ্গে বৈঠক শেষে জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের অধিকারের দাবি ওমরের

author img

By

Published : Jun 24, 2021, 9:19 PM IST

370 ধারা তুলে নেওয়ার পর এদিন প্রথমবার কেন্দ্রের সঙ্গে মুখোমুখি আলেচনায় বসলেন জম্মু ও কাশ্মীরের নেতারা ৷ 4 প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ উপস্থিত ছিলেন সেখানকার 14 জন রাজনৈতিক নেতা ৷ কেন্দ্রের তরফে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, জাতীয় সুরক্ষা উপদেষ্টা ৷ এদিন সাড়ে তিন ঘণ্টার বৈঠক শেষে সংবাদমাধ্যমের সামনে ওমর আবদুল্লা জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের অধিকারের দাবি জানালেন এবং বললেন, জম্মু ও কাশ্মীরের সঙ্গে সম্পর্ক ঠিক করার দায়িত্ব কেন্দ্রের, প্রধানমন্ত্রীর ৷

কেন্দ্রের সঙ্গে বৈঠক শেষে জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের অধিকারের দাবি ওমরের
কেন্দ্রের সঙ্গে বৈঠক শেষে জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের অধিকারের দাবি ওমরের

নয়াদিল্লি, 24 জুন : চলল বৈঠক প্রায় সাড়ে তিন ঘণ্টা ৷ জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) উপর থেকে 370 ধারা (Article 370) তুলে নেওয়ার পর বৃহস্পতিবার প্রথমবার কেন্দ্রের সঙ্গে মুখোমুখি বসলেন সেখানকার চার প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ 14 জন নেতা ৷ গুরুত্বপূর্ণ এই বেঠক শেষে সাংবাদিকদের সামনে ওমর আবদুল্লা (Omar Abdullah) জানালেন, জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের অধিকার ফিরিয়ে দেওয়া হোক ৷

ওমর জানান, কেন্দ্র এবং জম্মু ও কাশ্মীরের মধ্যে সম্পর্কে আস্থা ভেঙে গিয়েছে । তার পুনর্স্থাপন কেন্দ্রের দায়িত্ব ৷ কেন্দ্র এবং জম্মু ও কাশ্মীরের মধ্যে সম্পর্ক ঠিক করতে মোদির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত । একটাই বৈঠকে সম্পর্ক ঠিক হয়ে যাবে ভাবাটা ঠিক নয় ৷ এমন বৈঠক আরও হওয়া উচিত ৷

পাশাপাশি তিনি বলেন, যে সিদ্ধান্তগুলি কাশ্মীরের স্বার্থের বিরুদ্ধে গিয়েছে সেগুলি ফিরিয়ে নেওয়া উচিত । জম্মু ও কাশ্মীরকে সম্পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া উচিত । শুধু জম্মু ও কাশ্মীরের উপর যে ডিলিমিটেশন আরোপ করা হয়েছে ৷ আমরা আগেও বলেছি এই ধরনের ডিলিমিটেশনের কোনও দরকার নেই ৷ তারপরও তা আরোপ করা হল ৷ অসমেও করা হয়, কিন্তু অসমের ডিলিমিটেশন তুলে নিয়ে সেখানে নির্বাচন করানো হল ৷ তাহলে জম্মু এ কাশ্মীরের জন্য ডিলিমিটেশন আরোপিত থাকছে কেন ?"

পাকিস্তানের সঙ্গে ভারতে আলোচনা হওয়ার প্রসঙ্গে ওমর বলেন, "সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি, খোলাখুলি না হোক রুদ্ধদ্বার বৈঠক হয়েছে পাকিস্তানের সঙ্গে ৷ যেভাবেই দু'দেশের বৈঠক হোক না কেন, আমরা বিষয়টিকে স্বাগত জানাছি ৷ দুই দেশের মধ্যে আলোচনার পরিবেশ তৈরি হওয়া উচিত ৷ আলোচনার দায়িত্ব শুধু ভারতে নয়, তা পাকিস্তানের বেশি ৷ হিংসার পরিবেশ বজায় থাকলে আলোচনায় বসা সম্ভব নয় ৷ অটলবিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) মতো মানুষ বলেছিলেন, বন্ধু বদলানো যায় ৷ কিন্তু প্রতিবেশী বদলানো যায় না ৷ আমাদের বন্ধু মাঝে মাঝে বদলে যায়, কিন্তু পাকিস্তান আমাদের প্রতিবেশী থাকবেই ৷ তাই যেকোন ভাবে আমাদের দু'দেশের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে ৷"

এই বৈঠকে অংশ নেন জম্মু ও কাশ্মীরের চার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা (Farooq Abdullah), গোলাম নবি আজাদ (Ghulam Nabi Azad), ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতি (Mehbooba Mufti) । বৈঠকের আগে তাঁরা জানান, তাঁদের কোনও এজেন্ডা দেওয়া হয়নি । কেন্দ্র কী প্রস্তাব দিচ্ছে তা জানতে তাঁরা বৈঠকে অংশ নেন ৷ এদিকে কেন্দ্রের তরফে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ছাড়াও ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল (Ajit Doval) ৷ উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পিকে মিশ্র (Pramod Kumar Mishra) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ​​ভাল্লাও (Ajay Kumar Bhalla) ৷

এদিন বৈঠক শেষে মোদি এবং শাহ দু'জনেই টুইট করেন ৷ প্রধানমন্ত্রী টুইটে লেখেন, 'আমাদের গণতন্ত্রের সবথেকে বড় শক্তি হল আলোচনায় বসে মতামত দেওয়া-নেওয়া করতে পারা ৷ আমি জম্মু ও কাশ্মীরের নেতাদের বলেছি যে বিশেষত তাদের যুব সমাজকে সেখানে রাজনৈতিক নেতৃত্ব প্রদান করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে তাদের আকাঙ্ক্ষাগুলি যথাযথভাবে পূরণ হয় ৷'

  • Our democracy’s biggest strength is the ability to sit across a table and exchange views. I told the leaders of J&K that it is the people, specially the youth who have to provide political leadership to J&K, and ensure their aspirations are duly fulfilled. pic.twitter.com/t743b0Su4L

    — Narendra Modi (@narendramodi) June 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="

Our democracy’s biggest strength is the ability to sit across a table and exchange views. I told the leaders of J&K that it is the people, specially the youth who have to provide political leadership to J&K, and ensure their aspirations are duly fulfilled. pic.twitter.com/t743b0Su4L

— Narendra Modi (@narendramodi) June 24, 2021 ">

পাশাপাশি অমিত শাহ তাঁর টুইটে লেখেন, 'আমরা জম্মু ও কাশ্মীরের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ৷ জম্মু ও কাশ্মীরের ভবিষ্যত নিয়ে আলোচনা হয়েছে ৷ সংসদের আলোচনা মতো পূর্ণ রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারে ডিলিমিটেশন মহড়া এবং শান্তিপূর্ণ নির্বাচন গুরুত্বপূর্ণ মাইলফলক৷'

  • We are committed to ensure all round development of J&K.

    The future of Jammu and Kashmir was discussed and the delimitation exercise and peaceful elections are important milestones in restoring statehood as promised in parliament.

    — Amit Shah (@AmitShah) June 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2019 সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে দেওয়া হয় ৷ অবলুপ্ত করা হয় সংবিধানের 370 ধারা ৷ তারপর জম্মু ও কাশ্মীরকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয় ৷ জম্মু-কাশ্মীর ও লাদাখ (Ladakh) - দু’টি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয় ৷

আরও পড়ুন : Narendra Modi : জম্মু-কাশ্মীরের নেতাদের সঙ্গে আজ বৈঠকে প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, 24 জুন : চলল বৈঠক প্রায় সাড়ে তিন ঘণ্টা ৷ জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) উপর থেকে 370 ধারা (Article 370) তুলে নেওয়ার পর বৃহস্পতিবার প্রথমবার কেন্দ্রের সঙ্গে মুখোমুখি বসলেন সেখানকার চার প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ 14 জন নেতা ৷ গুরুত্বপূর্ণ এই বেঠক শেষে সাংবাদিকদের সামনে ওমর আবদুল্লা (Omar Abdullah) জানালেন, জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের অধিকার ফিরিয়ে দেওয়া হোক ৷

ওমর জানান, কেন্দ্র এবং জম্মু ও কাশ্মীরের মধ্যে সম্পর্কে আস্থা ভেঙে গিয়েছে । তার পুনর্স্থাপন কেন্দ্রের দায়িত্ব ৷ কেন্দ্র এবং জম্মু ও কাশ্মীরের মধ্যে সম্পর্ক ঠিক করতে মোদির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত । একটাই বৈঠকে সম্পর্ক ঠিক হয়ে যাবে ভাবাটা ঠিক নয় ৷ এমন বৈঠক আরও হওয়া উচিত ৷

পাশাপাশি তিনি বলেন, যে সিদ্ধান্তগুলি কাশ্মীরের স্বার্থের বিরুদ্ধে গিয়েছে সেগুলি ফিরিয়ে নেওয়া উচিত । জম্মু ও কাশ্মীরকে সম্পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া উচিত । শুধু জম্মু ও কাশ্মীরের উপর যে ডিলিমিটেশন আরোপ করা হয়েছে ৷ আমরা আগেও বলেছি এই ধরনের ডিলিমিটেশনের কোনও দরকার নেই ৷ তারপরও তা আরোপ করা হল ৷ অসমেও করা হয়, কিন্তু অসমের ডিলিমিটেশন তুলে নিয়ে সেখানে নির্বাচন করানো হল ৷ তাহলে জম্মু এ কাশ্মীরের জন্য ডিলিমিটেশন আরোপিত থাকছে কেন ?"

পাকিস্তানের সঙ্গে ভারতে আলোচনা হওয়ার প্রসঙ্গে ওমর বলেন, "সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি, খোলাখুলি না হোক রুদ্ধদ্বার বৈঠক হয়েছে পাকিস্তানের সঙ্গে ৷ যেভাবেই দু'দেশের বৈঠক হোক না কেন, আমরা বিষয়টিকে স্বাগত জানাছি ৷ দুই দেশের মধ্যে আলোচনার পরিবেশ তৈরি হওয়া উচিত ৷ আলোচনার দায়িত্ব শুধু ভারতে নয়, তা পাকিস্তানের বেশি ৷ হিংসার পরিবেশ বজায় থাকলে আলোচনায় বসা সম্ভব নয় ৷ অটলবিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) মতো মানুষ বলেছিলেন, বন্ধু বদলানো যায় ৷ কিন্তু প্রতিবেশী বদলানো যায় না ৷ আমাদের বন্ধু মাঝে মাঝে বদলে যায়, কিন্তু পাকিস্তান আমাদের প্রতিবেশী থাকবেই ৷ তাই যেকোন ভাবে আমাদের দু'দেশের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে ৷"

এই বৈঠকে অংশ নেন জম্মু ও কাশ্মীরের চার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা (Farooq Abdullah), গোলাম নবি আজাদ (Ghulam Nabi Azad), ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতি (Mehbooba Mufti) । বৈঠকের আগে তাঁরা জানান, তাঁদের কোনও এজেন্ডা দেওয়া হয়নি । কেন্দ্র কী প্রস্তাব দিচ্ছে তা জানতে তাঁরা বৈঠকে অংশ নেন ৷ এদিকে কেন্দ্রের তরফে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ছাড়াও ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল (Ajit Doval) ৷ উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পিকে মিশ্র (Pramod Kumar Mishra) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ​​ভাল্লাও (Ajay Kumar Bhalla) ৷

এদিন বৈঠক শেষে মোদি এবং শাহ দু'জনেই টুইট করেন ৷ প্রধানমন্ত্রী টুইটে লেখেন, 'আমাদের গণতন্ত্রের সবথেকে বড় শক্তি হল আলোচনায় বসে মতামত দেওয়া-নেওয়া করতে পারা ৷ আমি জম্মু ও কাশ্মীরের নেতাদের বলেছি যে বিশেষত তাদের যুব সমাজকে সেখানে রাজনৈতিক নেতৃত্ব প্রদান করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে তাদের আকাঙ্ক্ষাগুলি যথাযথভাবে পূরণ হয় ৷'

  • Our democracy’s biggest strength is the ability to sit across a table and exchange views. I told the leaders of J&K that it is the people, specially the youth who have to provide political leadership to J&K, and ensure their aspirations are duly fulfilled. pic.twitter.com/t743b0Su4L

    — Narendra Modi (@narendramodi) June 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাশাপাশি অমিত শাহ তাঁর টুইটে লেখেন, 'আমরা জম্মু ও কাশ্মীরের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ৷ জম্মু ও কাশ্মীরের ভবিষ্যত নিয়ে আলোচনা হয়েছে ৷ সংসদের আলোচনা মতো পূর্ণ রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারে ডিলিমিটেশন মহড়া এবং শান্তিপূর্ণ নির্বাচন গুরুত্বপূর্ণ মাইলফলক৷'

  • We are committed to ensure all round development of J&K.

    The future of Jammu and Kashmir was discussed and the delimitation exercise and peaceful elections are important milestones in restoring statehood as promised in parliament.

    — Amit Shah (@AmitShah) June 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2019 সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে দেওয়া হয় ৷ অবলুপ্ত করা হয় সংবিধানের 370 ধারা ৷ তারপর জম্মু ও কাশ্মীরকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয় ৷ জম্মু-কাশ্মীর ও লাদাখ (Ladakh) - দু’টি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয় ৷

আরও পড়ুন : Narendra Modi : জম্মু-কাশ্মীরের নেতাদের সঙ্গে আজ বৈঠকে প্রধানমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.