নয়াদিল্লি, 24 জুন : চলল বৈঠক প্রায় সাড়ে তিন ঘণ্টা ৷ জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) উপর থেকে 370 ধারা (Article 370) তুলে নেওয়ার পর বৃহস্পতিবার প্রথমবার কেন্দ্রের সঙ্গে মুখোমুখি বসলেন সেখানকার চার প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ 14 জন নেতা ৷ গুরুত্বপূর্ণ এই বেঠক শেষে সাংবাদিকদের সামনে ওমর আবদুল্লা (Omar Abdullah) জানালেন, জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের অধিকার ফিরিয়ে দেওয়া হোক ৷
ওমর জানান, কেন্দ্র এবং জম্মু ও কাশ্মীরের মধ্যে সম্পর্কে আস্থা ভেঙে গিয়েছে । তার পুনর্স্থাপন কেন্দ্রের দায়িত্ব ৷ কেন্দ্র এবং জম্মু ও কাশ্মীরের মধ্যে সম্পর্ক ঠিক করতে মোদির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত । একটাই বৈঠকে সম্পর্ক ঠিক হয়ে যাবে ভাবাটা ঠিক নয় ৷ এমন বৈঠক আরও হওয়া উচিত ৷
পাশাপাশি তিনি বলেন, যে সিদ্ধান্তগুলি কাশ্মীরের স্বার্থের বিরুদ্ধে গিয়েছে সেগুলি ফিরিয়ে নেওয়া উচিত । জম্মু ও কাশ্মীরকে সম্পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া উচিত । শুধু জম্মু ও কাশ্মীরের উপর যে ডিলিমিটেশন আরোপ করা হয়েছে ৷ আমরা আগেও বলেছি এই ধরনের ডিলিমিটেশনের কোনও দরকার নেই ৷ তারপরও তা আরোপ করা হল ৷ অসমেও করা হয়, কিন্তু অসমের ডিলিমিটেশন তুলে নিয়ে সেখানে নির্বাচন করানো হল ৷ তাহলে জম্মু এ কাশ্মীরের জন্য ডিলিমিটেশন আরোপিত থাকছে কেন ?"
পাকিস্তানের সঙ্গে ভারতে আলোচনা হওয়ার প্রসঙ্গে ওমর বলেন, "সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি, খোলাখুলি না হোক রুদ্ধদ্বার বৈঠক হয়েছে পাকিস্তানের সঙ্গে ৷ যেভাবেই দু'দেশের বৈঠক হোক না কেন, আমরা বিষয়টিকে স্বাগত জানাছি ৷ দুই দেশের মধ্যে আলোচনার পরিবেশ তৈরি হওয়া উচিত ৷ আলোচনার দায়িত্ব শুধু ভারতে নয়, তা পাকিস্তানের বেশি ৷ হিংসার পরিবেশ বজায় থাকলে আলোচনায় বসা সম্ভব নয় ৷ অটলবিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) মতো মানুষ বলেছিলেন, বন্ধু বদলানো যায় ৷ কিন্তু প্রতিবেশী বদলানো যায় না ৷ আমাদের বন্ধু মাঝে মাঝে বদলে যায়, কিন্তু পাকিস্তান আমাদের প্রতিবেশী থাকবেই ৷ তাই যেকোন ভাবে আমাদের দু'দেশের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে ৷"
এই বৈঠকে অংশ নেন জম্মু ও কাশ্মীরের চার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা (Farooq Abdullah), গোলাম নবি আজাদ (Ghulam Nabi Azad), ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতি (Mehbooba Mufti) । বৈঠকের আগে তাঁরা জানান, তাঁদের কোনও এজেন্ডা দেওয়া হয়নি । কেন্দ্র কী প্রস্তাব দিচ্ছে তা জানতে তাঁরা বৈঠকে অংশ নেন ৷ এদিকে কেন্দ্রের তরফে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ছাড়াও ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল (Ajit Doval) ৷ উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পিকে মিশ্র (Pramod Kumar Mishra) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাও (Ajay Kumar Bhalla) ৷
এদিন বৈঠক শেষে মোদি এবং শাহ দু'জনেই টুইট করেন ৷ প্রধানমন্ত্রী টুইটে লেখেন, 'আমাদের গণতন্ত্রের সবথেকে বড় শক্তি হল আলোচনায় বসে মতামত দেওয়া-নেওয়া করতে পারা ৷ আমি জম্মু ও কাশ্মীরের নেতাদের বলেছি যে বিশেষত তাদের যুব সমাজকে সেখানে রাজনৈতিক নেতৃত্ব প্রদান করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে তাদের আকাঙ্ক্ষাগুলি যথাযথভাবে পূরণ হয় ৷'
-
Our democracy’s biggest strength is the ability to sit across a table and exchange views. I told the leaders of J&K that it is the people, specially the youth who have to provide political leadership to J&K, and ensure their aspirations are duly fulfilled. pic.twitter.com/t743b0Su4L
— Narendra Modi (@narendramodi) June 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Our democracy’s biggest strength is the ability to sit across a table and exchange views. I told the leaders of J&K that it is the people, specially the youth who have to provide political leadership to J&K, and ensure their aspirations are duly fulfilled. pic.twitter.com/t743b0Su4L
— Narendra Modi (@narendramodi) June 24, 2021Our democracy’s biggest strength is the ability to sit across a table and exchange views. I told the leaders of J&K that it is the people, specially the youth who have to provide political leadership to J&K, and ensure their aspirations are duly fulfilled. pic.twitter.com/t743b0Su4L
— Narendra Modi (@narendramodi) June 24, 2021
পাশাপাশি অমিত শাহ তাঁর টুইটে লেখেন, 'আমরা জম্মু ও কাশ্মীরের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ৷ জম্মু ও কাশ্মীরের ভবিষ্যত নিয়ে আলোচনা হয়েছে ৷ সংসদের আলোচনা মতো পূর্ণ রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারে ডিলিমিটেশন মহড়া এবং শান্তিপূর্ণ নির্বাচন গুরুত্বপূর্ণ মাইলফলক৷'
-
We are committed to ensure all round development of J&K.
— Amit Shah (@AmitShah) June 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
The future of Jammu and Kashmir was discussed and the delimitation exercise and peaceful elections are important milestones in restoring statehood as promised in parliament.
">We are committed to ensure all round development of J&K.
— Amit Shah (@AmitShah) June 24, 2021
The future of Jammu and Kashmir was discussed and the delimitation exercise and peaceful elections are important milestones in restoring statehood as promised in parliament.We are committed to ensure all round development of J&K.
— Amit Shah (@AmitShah) June 24, 2021
The future of Jammu and Kashmir was discussed and the delimitation exercise and peaceful elections are important milestones in restoring statehood as promised in parliament.
2019 সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে দেওয়া হয় ৷ অবলুপ্ত করা হয় সংবিধানের 370 ধারা ৷ তারপর জম্মু ও কাশ্মীরকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয় ৷ জম্মু-কাশ্মীর ও লাদাখ (Ladakh) - দু’টি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয় ৷
আরও পড়ুন : Narendra Modi : জম্মু-কাশ্মীরের নেতাদের সঙ্গে আজ বৈঠকে প্রধানমন্ত্রী