ETV Bharat / bharat

Nora Fatehi : আর্থিক জালিয়াতির মামলায় ইডি'র সামনে হাজিরা নোরা ফতেহির

author img

By

Published : Oct 14, 2021, 6:18 PM IST

Updated : Oct 14, 2021, 7:29 PM IST

জানা গিয়েছে, হাই-প্রোফাইল এই মামলায় শিবেন্দ্র সিং এর স্ত্রী অদিতি সিংকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকের নাম করে পরিচয় দিয়ে টাকা চাওয়া হয়েছিল ৷

Nora Fatehi
আর্থিক জালিয়াতির মামলায় ইডি'র সামনে হাজিরা নোরা ফতেহির

নয়াদিল্লি, 14 অক্টোবর : প্রায় 200 কোটি টাকার জালিয়াতি মামলায় বৃহস্পতিবার অভিনেত্রী নোরা ফতেহি হাজিরা দিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তদন্তকারীদের সামনে ৷ উল্লেখ্য, ব্য়বসায়ী শিবেন্দ্র সিং, তাঁর স্ত্রী অদিতি সিংয়ের পরিবারকে প্রায় 200 কোটি টাকার প্রতারণার অভিযোগে উঠেছে অভিনেত্রী লিনা মারিয়া পল ও সুকেশ চন্দ্রশেখর নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৷

2017 সালে গ্রেফতার হন সুকেশ ৷ তারপর থেকেই তিনি দিল্লির তিহার জেলে বন্দি ৷ কিন্তু অভিযোগ সেখান থেকেও প্রতারণা চক্র চালাতেন সুকেশ ৷ অভিযোগ, জেলের কয়েকজন আধিকারিকের সহযোগিতায় তিনি এই চক্র চালাচ্ছিলেন ৷ এই ঘটনার আলাদা তদন্ত শুরু করে ইডি ৷ সেই তদন্তেই উঠে আসে অভিনেত্রী নোরা ফতেহির নাম ৷

আরও পড়ুন : Kunal Ghosh : সীমান্তে বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি, কুণালের নিশানায় স্বরাষ্ট্রমন্ত্রক

জানা গিয়েছে, হাই-প্রোফাইল এই মামলায় শিবেন্দ্র সিং এর স্ত্রী অদিতি সিংকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকের নাম করে পরিচয় দিয়ে টাকা চাওয়া হয়েছিল ৷ অন্য একটি মামলায় আর্থিক তছরূপের মামলায় 2019 সালে দিল্লি পুলিশ গ্রেফতার করেছিল শিবেন্দ্র সিংকে ৷ 200 কোটি টাকা পেলে শিবেন্দ্রকে ছেড়ে দেওয়া হবে এই প্রলোভন দেখিয়ে অদিতি সিংয়ের থেকে টাকা আদায় করেছিল সুকেশ চন্দ্রশেখর ও তার দলবল, এমনই অভিযোগ ৷

নয়াদিল্লি, 14 অক্টোবর : প্রায় 200 কোটি টাকার জালিয়াতি মামলায় বৃহস্পতিবার অভিনেত্রী নোরা ফতেহি হাজিরা দিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তদন্তকারীদের সামনে ৷ উল্লেখ্য, ব্য়বসায়ী শিবেন্দ্র সিং, তাঁর স্ত্রী অদিতি সিংয়ের পরিবারকে প্রায় 200 কোটি টাকার প্রতারণার অভিযোগে উঠেছে অভিনেত্রী লিনা মারিয়া পল ও সুকেশ চন্দ্রশেখর নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৷

2017 সালে গ্রেফতার হন সুকেশ ৷ তারপর থেকেই তিনি দিল্লির তিহার জেলে বন্দি ৷ কিন্তু অভিযোগ সেখান থেকেও প্রতারণা চক্র চালাতেন সুকেশ ৷ অভিযোগ, জেলের কয়েকজন আধিকারিকের সহযোগিতায় তিনি এই চক্র চালাচ্ছিলেন ৷ এই ঘটনার আলাদা তদন্ত শুরু করে ইডি ৷ সেই তদন্তেই উঠে আসে অভিনেত্রী নোরা ফতেহির নাম ৷

আরও পড়ুন : Kunal Ghosh : সীমান্তে বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি, কুণালের নিশানায় স্বরাষ্ট্রমন্ত্রক

জানা গিয়েছে, হাই-প্রোফাইল এই মামলায় শিবেন্দ্র সিং এর স্ত্রী অদিতি সিংকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকের নাম করে পরিচয় দিয়ে টাকা চাওয়া হয়েছিল ৷ অন্য একটি মামলায় আর্থিক তছরূপের মামলায় 2019 সালে দিল্লি পুলিশ গ্রেফতার করেছিল শিবেন্দ্র সিংকে ৷ 200 কোটি টাকা পেলে শিবেন্দ্রকে ছেড়ে দেওয়া হবে এই প্রলোভন দেখিয়ে অদিতি সিংয়ের থেকে টাকা আদায় করেছিল সুকেশ চন্দ্রশেখর ও তার দলবল, এমনই অভিযোগ ৷

Last Updated : Oct 14, 2021, 7:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.