ETV Bharat / bharat

Sextortion gang Arrested from Kolkata: অ্যাপের মাধ্যমে ডেটিং ও মেটিংয়ের প্রতারণা, কলকাতা থেকে গ্রেফতার 5 - Sextortion gang Arrested from Kolkata

অ্যাপের মাধ্যমে ডেটিং ও মেটিংয়ের নামে দীর্ঘদিন ধরে মানুষকে ভয় দেখিয়ে চলছিল প্রতারণা ৷ কলকাতা থেকে চক্রের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করে দুর্গ পুলিশ (Sextortion gang Arrested from Kolkata) ৷

Etv Bharat
অ্যাপের মাধ্যমে ডেটিং ও মেটিংয়ের মাধ্যমে প্রতারণা
author img

By

Published : Mar 20, 2023, 11:12 PM IST

ছত্রিশগড়, দুর্গ, 20 মার্চ: অ্যাপের মাধ্যমে ডেটিং ও মেটিংয়ের নামে দীর্ঘদিন ধরে মানুষকে ভয় দেখিয়ে চলছিল প্রতারণা ৷ মানহানির ভয় দেখিয়ে বিপুল পরিমাণে অর্থ আদায়ের চক্র অবশেষে ধরা পড়েছে পুলিশের জালে ৷ 10 দিন ধরে পর্যবেক্ষণের পর চক্রের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে রয়েছেন দুজন পুরুষ ও তিনজন মহিলা ৷ তাদের মধ্যে দুজনকে কলকাতা থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে এসেছে ছত্তিশগড়ের দুর্গ এলাকার পুলিশ (Sextortion gang Arrested from Kolkata) ৷ বাকি তিনজনকেও নিজেদের হেফাজতে খুব শীঘ্রই নেবে দুর্গ পুলিশ ৷ অনুমান এই ঘটনার সঙ্গে 30-40 জন জড়িত ৷ চক্রের নেপথ্যের মাথা-র তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

দুর্গ পুলিশের জিজ্ঞাসাবাদের পরেই চক্রের কথা স্বীকার করে নেন দলের দুই প্রেমীক যুগল ৷ তারা জানান কীভাবে এই চক্র কাজ করত ৷ জানা গিয়েছে, অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে চলত এই চক্র ৷ সেখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হত ৷ তারপরেই মিটিং ও ডেটিং-য়ের নামে নানা প্রলোভন দেখানো হত ৷ বার বার উপভোক্তাদের ম্যাসেজ করে সদস্যপদ গ্রহণের জন্য প্রলোভন দেখানো হত ৷ যার মধ্যে, গোল্ড, প্লাটিনাম এমনকি গ্রিন কার্ড-এরও ব্যবস্থা করা হত এই অনলাইন অ্যাপে ৷ এরপরেই চাওয়া হত বিপুল পরিমাণ টাকা ৷ না দিলেই দেখানো হত ভয় ৷ মানহানির ভয় ও সম্মান রক্ষার্থে অনেকেই অনলাইনের মাধ্যমে টাকা দিয়ে দিতেন ৷ এইভাবেই ধীরে ধীরে ক্রমশ ফুলে ফেঁপে উঠেছিল অনলাইন টাকা প্রতারণার ব্যবসা ৷

আরও পড়ুন: দিনের পর দিন শ্লীলতাহানি, অবসাদে 'আত্মঘাতী' ছাত্রী

পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তদের কাছ থেকে নানা নথি উদ্ধার করেছে ৷ দুর্গ এলাকার এসপি অভিষেক পল্লব জানিয়েছেন, এই চক্র 72 বছরের এক বৃদ্ধ-র থেকেও 11 লাখ টাকার দাবি করেছিলেন ৷ তিনি জানান, পদ্মনাভ থানা এলাকার বাসিন্দা ওই বৃদ্ধ থানায় অভিযোগ করে জানান, 2022 সাল থেকে ওঁনার ফোনে একটা ম্যাসেজ আসছে ৷ যেখানে " আমি জেনসি, দয়া করে আমাকে ফোন করো" এমন মেসেজ পেতে থাকেন বৃদ্ধ ৷ ওই নম্বরে ফোন করার পরেই শুরু হয় প্রতারণার আসল খেলা৷ বৃদ্ধকে অ্যাপে রেজিস্ট্রেশন করার জন্য জোরাজুরি করা হয় ৷ দাবি করা হয় 11 লাখ টাকারও ৷ সেই মতো টাকাও পাঠিয়ে দেন বৃদ্ধ ৷ তারপরেই বেপাত্তা হয়ে যআন অভিযুক্তরা ৷ এরপরেই থানায় অভিযোগ দায়ের করেন ওই বৃদ্ধ ৷ এরপরেই তল্লাশি অভিযান শুরু করে পুলিশ ৷ ফোলের লোকেশন দেখে কলকাতা থেকে গ্রেফতার করা হয় পাঁচ অভিযুক্তকে ৷

ছত্রিশগড়, দুর্গ, 20 মার্চ: অ্যাপের মাধ্যমে ডেটিং ও মেটিংয়ের নামে দীর্ঘদিন ধরে মানুষকে ভয় দেখিয়ে চলছিল প্রতারণা ৷ মানহানির ভয় দেখিয়ে বিপুল পরিমাণে অর্থ আদায়ের চক্র অবশেষে ধরা পড়েছে পুলিশের জালে ৷ 10 দিন ধরে পর্যবেক্ষণের পর চক্রের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে রয়েছেন দুজন পুরুষ ও তিনজন মহিলা ৷ তাদের মধ্যে দুজনকে কলকাতা থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে এসেছে ছত্তিশগড়ের দুর্গ এলাকার পুলিশ (Sextortion gang Arrested from Kolkata) ৷ বাকি তিনজনকেও নিজেদের হেফাজতে খুব শীঘ্রই নেবে দুর্গ পুলিশ ৷ অনুমান এই ঘটনার সঙ্গে 30-40 জন জড়িত ৷ চক্রের নেপথ্যের মাথা-র তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

দুর্গ পুলিশের জিজ্ঞাসাবাদের পরেই চক্রের কথা স্বীকার করে নেন দলের দুই প্রেমীক যুগল ৷ তারা জানান কীভাবে এই চক্র কাজ করত ৷ জানা গিয়েছে, অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে চলত এই চক্র ৷ সেখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হত ৷ তারপরেই মিটিং ও ডেটিং-য়ের নামে নানা প্রলোভন দেখানো হত ৷ বার বার উপভোক্তাদের ম্যাসেজ করে সদস্যপদ গ্রহণের জন্য প্রলোভন দেখানো হত ৷ যার মধ্যে, গোল্ড, প্লাটিনাম এমনকি গ্রিন কার্ড-এরও ব্যবস্থা করা হত এই অনলাইন অ্যাপে ৷ এরপরেই চাওয়া হত বিপুল পরিমাণ টাকা ৷ না দিলেই দেখানো হত ভয় ৷ মানহানির ভয় ও সম্মান রক্ষার্থে অনেকেই অনলাইনের মাধ্যমে টাকা দিয়ে দিতেন ৷ এইভাবেই ধীরে ধীরে ক্রমশ ফুলে ফেঁপে উঠেছিল অনলাইন টাকা প্রতারণার ব্যবসা ৷

আরও পড়ুন: দিনের পর দিন শ্লীলতাহানি, অবসাদে 'আত্মঘাতী' ছাত্রী

পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তদের কাছ থেকে নানা নথি উদ্ধার করেছে ৷ দুর্গ এলাকার এসপি অভিষেক পল্লব জানিয়েছেন, এই চক্র 72 বছরের এক বৃদ্ধ-র থেকেও 11 লাখ টাকার দাবি করেছিলেন ৷ তিনি জানান, পদ্মনাভ থানা এলাকার বাসিন্দা ওই বৃদ্ধ থানায় অভিযোগ করে জানান, 2022 সাল থেকে ওঁনার ফোনে একটা ম্যাসেজ আসছে ৷ যেখানে " আমি জেনসি, দয়া করে আমাকে ফোন করো" এমন মেসেজ পেতে থাকেন বৃদ্ধ ৷ ওই নম্বরে ফোন করার পরেই শুরু হয় প্রতারণার আসল খেলা৷ বৃদ্ধকে অ্যাপে রেজিস্ট্রেশন করার জন্য জোরাজুরি করা হয় ৷ দাবি করা হয় 11 লাখ টাকারও ৷ সেই মতো টাকাও পাঠিয়ে দেন বৃদ্ধ ৷ তারপরেই বেপাত্তা হয়ে যআন অভিযুক্তরা ৷ এরপরেই থানায় অভিযোগ দায়ের করেন ওই বৃদ্ধ ৷ এরপরেই তল্লাশি অভিযান শুরু করে পুলিশ ৷ ফোলের লোকেশন দেখে কলকাতা থেকে গ্রেফতার করা হয় পাঁচ অভিযুক্তকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.